
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হককে অপসারণ করতে আলটিমেটাম দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোট। দাবি না মানলে শিক্ষা ভবনের অবস্থা ধানমন্ডি ৩২-এর মতো হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষা ভবন ঘেরাও করা হয়। কর্মসূচি চলাকালে জোটের নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসর, প্রেতাত্মা এই মহাপরিচালক অধ্যাপক ড. এহতেশাম উল হককে শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পদে বসিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই মহাপরিচালককে প্রত্যাহার না করলে সারা দেশের শিক্ষকরা শিক্ষা ভবনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। এ জন্য সচিব ও যুগ্ম সচিব নুরুজ্জামান দায়ী থাকবেন।
বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে খবরের কাগজকে সেলিম ভূঁইয়া বলেন, ‘শিক্ষা ভবন দুর্নীতির আখড়া। দাবি না মানলে খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দাবি না মানলে আমরা রবিবার কর্মসূচি দেব।’
প্রসঙ্গত, আওয়ামী লীগ আমলে বিভিন্ন অনিয়ম, তাদের সমর্থন নিয়ে অধ্যক্ষ হওয়াসহ নানা অভিযোগ ওঠে মাউশির নতুন ডিজির বিরুদ্ধে। তার অপসারণ চেয়ে কয়েক দিন ধরে আন্দোলন করছে শিক্ষক কর্মচারী জোট।