গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন সামাজিক সংগঠন।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবিতে পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দল ও সংগঠনগুলো। এ ছাড়া বিবৃতিতে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
মিছিল থেকে জাতিসংঘ, আবর লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব সম্পদ্রায়কে সোচ্চার হওয়ার আহ্বান বিএনপির
গাজা উপত্যকায় নির্মম হত্যা ও রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন বন্ধ করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্বসম্প্রদায়কে আরও বেশি সোচ্চার হতে হবে।’ গাজায় ইসরায়েল সেনাদের হামলায় অসংখ্য ফিলিস্তিনি জনগণ ও শিশু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে
বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আমরা জাতিসংঘের কাছ থেকে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি। মুসলিম রাষ্ট্রভিত্তিক সংগঠনগুলো ফিলিস্তিন রক্ষায় এগিয়ে আসুন।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনের পাশাপাশি ভারতেও মুসলমানদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। আওরঙ্গজেবের সমাধিতে ভারত যদি কোনো আঘাত করে, তাহলে এ দেশের মানুষ তা মেনে নেবেন না। ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল শব্দ পুনর্বহাল করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মদদে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরায়েল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক বিশ্ব ইসরায়েলকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে ব্যর্থ হয়েছে। গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করতে জাতিসংঘের প্রতি জোর দাবি জানাচ্ছি।’ উদ্বাস্তুদের মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আহমদ আলী কাসেমী। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
ইসরায়েল হামলায় সরকারের প্রতিবাদ দায়সারা
ইসরায়েল সেনাবাহিনী ফিলিস্তিনজুড়ে যে বর্বর হত্যাযজ্ঞ পরিচালনা করছে, তার প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ‘দায়সারা’ বিবৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। প্রিন্স বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অত্যন্ত কড়া ভাষায় এই হামলার প্রতিবাদ করা। কিন্তু কার্যত সেটি হয়েছে অত্যন্ত দায়সারা প্রকৃতির।’ সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীও সমাবেশে বক্তব্য রাখেন।
খনিজ সম্পদ দখলে ইসরায়েলকে ব্যবহার করছে আমেরিকা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশ করে দলটি। এতে বক্তব্য রাখেন দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জান রতন, সদস্য জুলফিকার আলী ও নগর কমিটি সদস্য খালেকুজ্জামান লিপন। সমাবেশে বাসদ নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যের তেল ও খনিজসম্পদের দখল এবং ওই অঞ্চলে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে ব্যবহার করছে সাম্রাজ্যবাদী আমেরিকা। সে জন্য অস্ত্র-অর্থসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে দেশটি।
এই সংকট গোটা ইসলামি বিশ্বের
ফিলিস্তিনের সংকট কেবল ফিলিস্তিনের জনগণের সংকট নয়, এটা গোটা ইসলামি বিশ্বের সংকট। তাই বিশ্বের সব মুসলমানকে এই সংকট নিরসনে ঐক্যবদ্ধ হতে হবে। আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কুদস ও ফিলিস্তিনের মুক্তি: অব্যাহত প্রতিরোধের অনিবার্যতা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মাদ নাসরুল্লাহ, বিশেষ অতিথি ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. শাহ কাউছার মুস্তাফা আবুলউলায়ী।
ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর
চট্টগ্রাম: ফিলিস্তিনের গাজায় ট্রাম্পের মদদে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। সমাবেশে ইসরায়েলের পণ্য বয়কট করার আহ্বান জানান হেফাজত নেতারা। বাদ জুমা আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেটে সমাবেশটি হয়। সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েব আমির মাওলানা আলী ওসমান, যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, সহ-প্রচার সম্পাদক মাওলানা সায়েমউল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা ফয়সাল প্রমুখ। এ ছাড়া একই দাবিতে মিরসরাই উপজেলায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ মিছিল করে। দুপুরে শহরের রেলগেট মডেল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি ওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না।’ বিশ্বের সব দেশকে তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
নোয়াখালী: বাদ জুমা জেলার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে’, ‘ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক’, ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেক বার’, ‘গাজায় হামলা কেন? স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন। মিছিলে অংশ নেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মূসা, নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. আরিফুল ইসলাম, নোয়াখালী জেলা (উত্তর) সভাপতি মো. দাউদ ইসলাম, জেলা (দক্ষিণ) সভাপতি মো. সাইফুর রসূল ফুয়াদ প্রমুখ।
লক্ষ্মীপুর: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আবদুল আউয়াল হামদু প্রমুখ।
মাদারীপুর: শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিরীহ নিরস্ত্র মুসলিম হত্যা ও ভারতের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন শিবচর উপজেলা। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েল ও ভারতকে কটাক্ষ করে বিভিন্ন স্লোগান দেন ও মুসলিমদের ওপর হামলা এবং নির্যাতন বন্ধের আহ্বান জানান। মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর শাখার সভাপতি মাওলানা জাফর আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম মোল্লা, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ ছাত্ররা।
নাটোর: ইসরায়েল বাহিনীর চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম নাটোর ও সিংড়া উপজেলা এবং লালপুর উপজেলা। মিছিলে অংশ নেন সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উল্লাহ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন প্রমুখ।
এ ছাড়া ফিলিস্তিনে ইসরায়লে গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ ও পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাহফুজ/