
তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ রবিবার থেকে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে। আগামী ১৮ ফেব্রুয়ারি এই সম্মেলন শেষ হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান ও স্বরাষ্ট্রসচিব ড. নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিসি সম্মেলনে সর্বমোট ৩৪টি অধিবেশন রয়েছে। এর মধ্যে কার্য-অধিবেশন রয়েছে ৩০টি। কার্য-অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া ১ হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে।
প্রস্তাবগুলোর মধ্যে জনসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস করা, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইনকানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে। বেশিসংখ্যক ২৮টি প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের। গতবারের ডিসি সম্মেলন ছিল চার দিনব্যাপী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে ডিসিদের সভা হবে। এ ছাড়া সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ডিসিরা সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন রয়েছে।