
এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে, কেন? পাসপোর্ট আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর, না ডাকাত, তা পুলিশ ভিন্নভাবে বিচার করবে। কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করা হয়নি। এসব দেশের নাগরিক হিসেবে পেয়েছি। পাসপোর্ট এই দেশের নাগরিকদের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’
এ সময় প্রধান উপদেষ্টা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়ে বলেন, ‘প্রশাসনের কাজের ক্ষেত্রে একে-অপরের ওপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। প্রশাসনে শৃঙ্খলাভঙ্গ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘টাকা দিলেই মেলে জন্মসনদ, টাকা ছাড়া মেলে না- এটা হতে পারে না। এখন থেকে সব সেবা অনলাইনে দিতে হবে।’
একইসঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অমিয়/