ঢাকা ১০ চৈত্র ১৪৩১, সোমবার, ২৪ মার্চ ২০২৫
English

পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম
পাসপোর্ট করতে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা
জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে, কেন? পাসপোর্ট আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর, না ডাকাত, তা পুলিশ ভিন্নভাবে বিচার করবে। কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করা হয়নি। এসব দেশের নাগরিক হিসেবে পেয়েছি। পাসপোর্ট এই দেশের নাগরিকদের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’

এ সময় প্রধান উপদেষ্টা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়ে বলেন, ‘প্রশাসনের কাজের ক্ষেত্রে একে-অপরের ওপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। প্রশাসনে শৃঙ্খলাভঙ্গ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘টাকা দিলেই মেলে জন্মসনদ, টাকা ছাড়া মেলে না- এটা হতে পারে না। এখন থেকে সব সেবা অনলাইনে দিতে হবে।’

একইসঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অমিয়/

কর-জিডিপি অনুপাত উদ্বেগজনক: টিআইবি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:০৩ পিএম
কর-জিডিপি অনুপাত উদ্বেগজনক: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

পাবলিক অডিট বিল ২০২৪-এর খসড়ার সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রস্তাবিত অধ্যাদেশের ধারা-৭ -এ রাজস্ব নিরূপণের যথার্থতা নিরীক্ষার সুযোগ না রাখার ফলে সরকারি রাজস্ব নিরূপণ ও আদায়-সংক্রান্ত বিষয় জবাবদিহির বাইরে থেকে যাবে। 

সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে কর ফাঁকির অন্যতম উপায় কর কর্মকর্তাদের একাংশের সঙ্গে অসাধু করদাতাদের যোগসাজশের মাধ্যমে প্রতারণামূলক রাজস্ব নিরূপণ, যার অসংখ্য দৃষ্টান্ত বিভিন্ন সময় অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাতের উদ্বেগজনক পরিস্থিতির অন্যতম কারণ হলো যোগসাজশের কর ফাঁকি। এ থেকে উত্তরণের জন্য রাজস্ব নিরূপণ নিরীক্ষাভুক্ত করা অপরিহার্য।’ 

অন্তর্বর্তী সরকার কোনো প্রকার অনৈতিক চাহিদা বা চাপের কাছে নতি স্বীকার না করে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে বলে আশা করেন তিনি।

পাবলিক অডিট বিল ২০২৪-এর খসড়ায় রাজস্ব নিরূপণ ও আদায়ের নিরীক্ষা এবং সিএজি কার্যালয়ের প্রাধান্য ও কার্যকারিতা নিশ্চিত করতে সুপারিশ করেছে টিআইবি। টিআইবির পক্ষ থেকে সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের বিবেচনার জন্য পাঠানো হয়। টিআইবির সুপারিশ মূলত রাজস্ব ও প্রাপ্তির নিরীক্ষার এখতিয়ার; নিরীক্ষাধীন সব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মচারীর দায় ও জবাবদিহি; সিএজির নিজস্ব জনবল নিয়োগের এখতিয়ার এবং বিধি প্রণয়নের ওপর।

টিআইবির অন্য সুপারিশমালায় রয়েছে- মহাহিসাব নিরীক্ষক গঠিত স্বতন্ত্র তদারকি কমিটিতে সংশ্লিষ্ট খাতের নিরপেক্ষ বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, এই স্বতন্ত্র তদারকি কমিটি তাদের প্রতিবেদন জাতীয় সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে জমা দেবে এবং জনসমক্ষে প্রকাশ করবে, মহাহিসাব নিরীক্ষক কার্যালয়ের সব জনবল মহাহিসাব নিরীক্ষক কর্তৃক নিযুক্ত হবেন এবং নিজস্ব মানবসম্পদ নীতিমালা অনুসারে পরিচালিত হবে, এরূপ বিধান নিশ্চিত করা। 

বিবৃতিতে সিএজি কার্যালয়ের দায়িত্ব পালনে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য দেওয়াসহ সার্বিক সহযোগিতার বাধ্যবাধকতা ও ব্যত্যয়ের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা এবং ওই অধ্যাদেশ অনুযায়ী বিধি প্রণয়নের এখতিয়ার সিএজির ওপর দেওয়ার বিধান সংযুক্ত করার আহ্বান জানায় টিআইবি।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৯:৫০ পিএম
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস
ছবি: সুমন বিশ্বাস, খবরের কাগজ

সারা দেশে আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সুমন

সাবেক চিফ হুইপ নূর ই আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম
সাবেক চিফ হুইপ নূর ই আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী

অন্তত ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এবং তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (২৪ মার্চ) দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নূর ই আলম চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নিজের আটটি ব্যাংক অ্যাকাউন্টে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে এবং ওইসব অ্যাকাউন্টে এখনো ২ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৩৫৮ টাকা স্থিতি আছে। 

জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে এবং স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৩০৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ মামলায় নূর ই আলম চৌধুরীকে সহযোগী আসামি করা হয়েছে। 

আইন লঙ্ঘন করলেই শাস্তি: ডিএমপি কমিশনার

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম
আইন লঙ্ঘন করলেই শাস্তি: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা-সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

তিনি বলেন, ‘আইন লঙ্ঘন করলেই শাস্তির সম্মুখীন হতে হবে। পুলিশি নিরাপত্তার পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিজস্ব নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি করতে হবে।’ 

সোমবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার। 

তিনি বলেন, ‘যেকোনো আইনের মূল লক্ষ্য হচ্ছে, একটা প্রভাব তৈরি করা, যেন মানুষ বুঝতে পারে যে আইন লঙ্ঘন করলেই শাস্তির সম্মুখীন হতে হবে। সড়কে কেউ যদি উল্টোপথে গাড়ি চালায় কিংবা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

ডিএমপির তৎপরতায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে- উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের জোর তৎপরতায় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। পুলিশি তৎপরতায় ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে। সবার সহযোগিতা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ঢাকা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম
ঢাকা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

উক্ত অনুষ্ঠানে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভুইয়া ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহসহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন।  

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাধারণ আইনজীবীরা।

এম এ জলিল উজ্জ্বল/সুমন