ঢাকা ৬ চৈত্র ১৪৩১, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
English
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: খবরের কাগজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। এটি শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এই নির্বাচনে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতিবিদরা শিক্ষকদের সম্মান দিতে চান না। শুধু নির্বাচন এলেই তাদের পেছনে ঘুরেন রাজনীতিবিদরা।’ 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। 

সালমান/

 

ঈদকে ঘিরে যে নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম
ঈদকে ঘিরে যে নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ সদর দপ্তর
পুলিশ সদর দপ্তর

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বেশকিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ)  দুপুরে সদর দপ্তরের এক বিবৃতিতে এসব পরামর্শ দেওয়া হয়েছে। এতে বাস ও লঞ্চের যাত্রী, মালিক, চালকসহ সংশ্লিষ্টদের প্রতি নানা নির্দেশনাসহ অনুরোধ জানানো হয়েছে।

যাত্রীদের প্রতি অনুরোধ: ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন। চালককে দ্রুতগতিতে গাড়ি চালাতে তাগিদ দিবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন। এছাড়া যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ নেই সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হউন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।

বাস মালিকদের প্রতি অনুরোধ: অদক্ষ, অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালককে যাত্রীবাহী বাস ও গাড়ি চালাতে দেবেন না। চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেজন্য চালককে নির্দেশ দিন।  ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের করা যাবে না।

বাস চালকদের প্রতি অনুরোধ: ওভার স্পিডে গাড়ি চালাবেন না। ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না। ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন। বাসে অতিরিক্ত যাত্রী উঠাবেন না। পাশাপাশি আঞ্চলিক সড়ক বা মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের নির্দেশনা মেনে চলুন।

ট্রেন যাত্রীদের প্রতি অনুরোধ: ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন। ট্রেনে ভ্রমণকালে মালামাল নিজ দায়িত্বে রাখুন। বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।

লঞ্চ/স্টিমার/স্পিডবোটের যাত্রীদের প্রতি অনুরোধ: জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে উঠবেন না। নৌযানের ছাদে যাত্রী হয়ে ভ্রমণ করবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। যাত্রাপথে ঝড় দেখা দিলে এদিক ওদিক ছোটাছুটি না করে নিজের জায়গায় অবস্থান করুন। স্পিডবোটে ভ্রমণের ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরিধান করুন।

এসব নৌযান মালিকদের প্রতি অনুরোধ: নির্ধারিত সংখ্যক ও নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানের চলাচল বন্ধ রাখুন। নৌযানের মাস্টার ব্রিজে যাত্রী সাধারণের অবাধ চলাচল বন্ধ করার জন্য দু’পাশ অস্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা করুন। লঞ্চে পর্যাপ্ত বয়া রাখুন।

নৌযান চালকদের প্রতি অনুরোধ: আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান নিয়ে বন্দর ত্যাগ করুন। ডেকের উপর যাত্রীদের বসার স্থানে মালামাল পরিবহন থেকে বিরত থাকুন। পর্যাপ্ত সংখ্যক বয়া/লাইফ জ্যাকেট নৌযানে রাখুন। যাত্রাপথে ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌযানকে নিরাপদ স্থানে সরিয়ে নিন বা তীরে ভিড়িয়ে রাখুন। নৌযানে মোবাইল ফোন ও রেডিও রাখুন এবং নিয়মিত আবহাওয়ার বুলেটিন শুনুন। প্রয়োজনে আবহাওয়া সংক্রান্ত অ্যাপ ব্যবহার করুন। বৈধ কাগজপত্র ছাড়া নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন।

সকল ফায়ার পাম্প ও অগ্নিনিরোধক যন্ত্রপাতির সঠিকতা নিশ্চিত করুন। দুর্ঘটনা কবলিত নৌযান সনাক্তকরণের লক্ষ্যে নৌযানসমূহে ১০০-১৫০ ফুট লম্বা দড়ি সম্বলিত বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখুন।

পুলিশ কন্ট্রোল রুমের সহায়তা: ঈদকে ঘিরে পুলিশের বিভিন্ন ইউনিটে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রয়োজনে এসব কন্ট্রোল রুমের সহযোগিতা নেওয়া যাবে। সেগুলো হচ্ছে- পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮। রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮। নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গেও যোগাযোগ করুন।

আলমগীর হোসেন/এমএ/

দেশি ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত ইসি কমিটির

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
দেশি ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত ইসি কমিটির
ইসি আনোয়ারুল ইসলাম। ছবি: খবরের কাগজ

আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। তবে নিবন্ধন পেতে নতুন করে আবেদন করতে পারবে বাদ পড়া সংস্থাগুলোও।

বৃহস্পতিবার (২০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি কমিটির বৈঠক শেষে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 

তিনি জানান, স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন করতেই সার্বিক প্রস্তুতি নিচ্ছে ইসি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পর্যবেক্ষক নীতিমালা ও রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে ইসি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠক করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

ভোটকেন্দ্র স্থাপন প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের নিয়ে করা আগের কমিটি থাকছে না। এ বিষয়ে কমিটির পরিকল্পনা হলো নির্বাচন কর্মকর্তাদের নতুন কমিটি করে ভোটকেন্দ্র স্থাপন করা।’
 
দল নিবন্ধনের বিষয়ে আদালতের রুলের আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘দল নিবন্ধন রুলের আদেশ এখনো আমরা পাইনি। পেলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ঈদের আগেই রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

এলিস/পপি/

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর
উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সাজা বাড়িয়ে সর্বোচ্চ সাত বছর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আজ এমন বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। 

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে আলাদাভাবে এটিকে রাখা হয়েছে।

অমিয়/

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস
ছবি: সুমন বিশ্বাস, খবরের কাগজ

সারা দেশে শুক্রবার (২১ মার্চ) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. কমার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সুমন/

ঢাকা থেকেই ইস্যু হবে অস্ট্রেলিয়ার ভিসা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম
ঢাকা থেকেই ইস্যু হবে অস্ট্রেলিয়ার ভিসা
প্রতীকী ছবি

ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে এখন থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। এ সময় তিনি জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার বিষয়ে অনুরোধ করেছিলেন।

এর আগে বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করা হত।

লাবণী/সুমন/