ঢাকা ৬ চৈত্র ১৪৩১, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
English
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা, না মানলে সংযোগ বিচ্ছিন্ন
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

এসি যদি এর নিচে চালানো হয় তাহলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানান এই উপদেষ্টা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।’

তিনি বলেন, ‘বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে।’ 

উপদেষ্টা বলেন, ‘টেকনিক্যাল কারণ ছাড়া লোডশেডিং যাতে না হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রোজায় ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকবে। আমরা পুরোপুরি সরবরাহের প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করেছি, তিনি যেন প্রতিটি মসজিদে তারাবির সময় এসি ২৫ ডিগ্রিতে ব্যবহারের নির্দেশনা দেন। সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিসেও এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হবে। এসি ব্যবহারের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করতে বিদ্যুৎ বিভাগের একটি টিম কাজ করবে। ক্ষেত্রবিশেষে বিদ্যুৎ বিচ্ছেদও করা হতে পারে। সেখানে শহর বা গ্রাম বিবেচনা করা হবে না। ঘোষণা দিয়েই লোডশেডিং করা হবে।’

সালমান/

 

দেশি ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত ইসি কমিটির

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
দেশি ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত ইসি কমিটির
ইসি আনোয়ারুল ইসলাম। ছবি: খবরের কাগজ

আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। তবে নিবন্ধন পেতে নতুন করে আবেদন করতে পারবে বাদ পড়া সংস্থাগুলোও।

বৃহস্পতিবার (২০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি কমিটির বৈঠক শেষে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 

তিনি জানান, স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন করতেই সার্বিক প্রস্তুতি নিচ্ছে ইসি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পর্যবেক্ষক নীতিমালা ও রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে ইসি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠক করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

ভোটকেন্দ্র স্থাপন প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের নিয়ে করা আগের কমিটি থাকছে না। এ বিষয়ে কমিটির পরিকল্পনা হলো নির্বাচন কর্মকর্তাদের নতুন কমিটি করে ভোটকেন্দ্র স্থাপন করা।’
 
দল নিবন্ধনের বিষয়ে আদালতের রুলের আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘দল নিবন্ধন রুলের আদেশ এখনো আমরা পাইনি। পেলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ঈদের আগেই রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

এলিস/পপি/

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর
উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সাজা বাড়িয়ে সর্বোচ্চ সাত বছর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আজ এমন বিধান রেখে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। 

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে আলাদাভাবে এটিকে রাখা হয়েছে।

অমিয়/

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস
ছবি: সুমন বিশ্বাস, খবরের কাগজ

সারা দেশে শুক্রবার (২১ মার্চ) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. কমার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সুমন/

ঢাকা থেকেই ইস্যু হবে অস্ট্রেলিয়ার ভিসা

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম
ঢাকা থেকেই ইস্যু হবে অস্ট্রেলিয়ার ভিসা
প্রতীকী ছবি

ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে এখন থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। এ সময় তিনি জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার বিষয়ে অনুরোধ করেছিলেন।

এর আগে বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করা হত।

লাবণী/সুমন/

রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রথম ইউনিটের হাইড্রোলিক প্রেসার টেস্ট সম্পন্ন

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:১৫ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম
রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রথম ইউনিটের হাইড্রোলিক প্রেসার টেস্ট সম্পন্ন
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের হাইড্রোলিক টেস্ট করা হচ্ছে। ছবি: খবরের কাগজ।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের হাইড্রোলিক প্রেসার টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রাইমারি সার্কিটের ব্যবস্থা ও ইকুইপমেন্টের দৃঢ়তা নিশ্চিত করা হয়েছে, যা ভবিষ্যতে ইউনিটের রিয়্যাক্টরের ‘হট রান’ পরিচালনার প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বুধবার (১৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হাইড্রোলিক টেস্ট কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে প্রাথমিক প্রস্তুতি, প্রাইমারি সার্কিটে পানি ভর্তি, প্রয়োজনীয় চাপ ও তাপমাত্রা অর্জন প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। টেস্ট চলাকালে বিভিন্ন প্যারামিটারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা ইকুইপমেন্টগুলোর অবস্থা পরিপূর্ণভাবে মনিটর করেছেন এবং আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা অনুযায়ী পর্যালোচনা করেছেন।

এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী বলেছেন, ‘এই সফল হাইড্রোলিক টেস্ট আমাদের প্রকল্পের উচ্চ গুণগত মান এবং নিরাপত্তা মান নিশ্চিত করেছে। এটি পরবর্তীতে রিয়্যাক্টরের হট রান করার সুযোগ উম্মুক্ত করেছে, যা রূপপুর প্রকল্পের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভিভিইআর রিয়্যাকটর স্থাপিত হচ্ছে। দ্রুত জ্বালানী লোডিং এবং স্টার্টআপের জন্য প্রস্তুতি চলছে। রূপপুর প্রকল্পে রসাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে।

জাহাঙ্গীর/তাওফিক/