ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির নির্দেশনা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম
শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে ডিএমপির নির্দেশনা

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন জন্য পথ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অমর একুশ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্ব সাধারণকে নিম্নবর্ণিত পথ অনুসরণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো।

ডিএমপি জানায়, পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে প্রস্থান করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিং এ ডাইভারশন থাকবে।

এমএ/

ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৬:৪১ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৬:৪১ পিএম
ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকিট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বেচার সুযোগ বন্ধ হয়েছে।’

শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট বুকিং করতে হবে। তিন দিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিন গুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এ জন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।’

ড. খালিদ বলেন, ‘কক্সবাজারে সুদূর অতীত হতেই সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই।’ এ মসজিদের মাধ্যমে ভ্রাতৃত্বের এই পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, এ মডেল মসজিদে একসঙ্গে ১ হাজার ১০০ জন পুরুষ নামাজ আদায় করতে পারবেন। এখানে মহিলা ও শারীরিক কিংবা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আলাদা অজুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া গাড়ি পার্কিং, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষাব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন আঙ্গিকে মডেল মসজিদটি সাজানো হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারা দেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে সাড়ে তিন শ মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সূত্র: বাসস।

বেইজিং ঘোষণা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম
বেইজিং ঘোষণা বাস্তবায়নে সহযোগিতার আহ্বান মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার
নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ঊনবিংশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্মের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

তিনি আরও শক্তিশালী অংশীদারত্ব, বর্ধিত বিনিয়োগ এবং কোনো মহিলা বা মেয়েরা যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য নতুন প্রতিশ্রুতির আহ্বান জানান।

বৃহস্পতিবার (২১ মার্চ) নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডাব্লিউ৬৯) এর ঊনবিংশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

শারমীন এস মুরশিদ নারীদের ভূমিকার ওপর জোর দেন, যারা ঐতিহাসিকভাবে আত্মমুক্তি, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিটি জাতীয় সংগ্রামের অগ্রভাগে রয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেছেন, ‘নারীরা, ২০২৪ সালের জুলাই বিদ্রোহের অগ্রভাগে-ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে তরুণ বিপ্লবীদের মধ্যে ৬৫ শতাংশ ছিল’।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার দায়িত্ব নেয় এবং বাংলাদেশের জেন্ডার ল্যান্ডস্কেপ চিরতরে পরিবর্তিত হয়।

উপদেষ্টা বলেছেন, বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্মের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করার জন্য একটি রূপান্তরমূলক সংস্কার এজেন্ডা শুরু করেছে। প্রথমবারের মতো, লিঙ্গ বৈষম্যের প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করার জন্য একটি ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা দূরীকরণকে একটি মৌলিক নারীর ক্ষমতায়ন হিসেবে গড়ে তোলার জন্য এটা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের প্রান্তিক পর্যায়ে নারী ও শিশু নির্যাতন ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সহিংসতার শিকারদের কাছে পৌঁছানোর জন্য কুইক রেসপন্স টিম চালু করেছে।

তার বিবৃতিতে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ সিডও অনুচ্ছেদ ১৩ (ধ), ১৬.১ (ভ) এবং ১৬.১ (প) এর সংরক্ষণগুলো অপসারণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

সিএসডব্লিও ৬৯ অধিবেশনের অংশ হিসেবে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ ‘জেন্ডার সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য জাতীয় প্রক্রিয়া: এসডিজি অর্জনে অবদান রাখার জন্য বেইজিং প্ল্যাটফর্মের পুনর্নির্মাণ, রিসোর্সিং এবং ত্বরান্বিত বাস্তবায়ন’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন।

তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলনের কথা শেয়ার করেন।

সিএসডব্লিও ৬৯-এর পাশে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ চীন, সুইডেন, মেক্সিকো এবং ফিনল্যান্ডের তার সমকক্ষদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং নারীর উন্নয়ন, লিঙ্গ সমতা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা মোকাবেলার প্রচেষ্টা এবং বাংলাদেশে সামাজিক ব্যবসা হিসেবে কেয়ার অর্থনীতির উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

শারমীন এস মুরশিদ বাংলাদেশ, নেপাল এবং ফিনল্যান্ডের যৌথভাবে আয়োজিত ‘অর্থনৈতিক বৃদ্ধি এবং লিঙ্গ সমতার জন্য কেয়ার-এ পাথওয়েতে বিনিয়োগ’ শীর্ষক উচ্চ-পর্যায়ের সাইড ইভেন্টে বক্তৃতা দেবেন, যেখানে নেপালের মন্ত্রীরা, বাংলাদেশ, নেপাল ও ফিনল্যান্ডের উচ্চ-পর্যায়ের সরকারি প্রতিনিধিরা, সেইসাথে ইউএন উইমেন, ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি, আইএলও-এর প্রতিনিধিরা অংশ নেবেন।

তিনি তুর্কি এবং তিউনিসিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ ১০ থেকে ২১ মার্চ ২০২৫ পর্যন্ত কমিশনের স্ট্যাটাস অফ উইমেনের ৬৯তম অধিবেশনে যোগ দিতে এবং লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষায় বিনিয়োগ, সামাজিক সুরক্ষা এবং বহু অংশীদারত্ব জোরদার করার বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে জড়িত হওয়ার জন্য নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সরকারি সফরে রয়েছেন।

 

ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম
ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস।

শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় নানা স্লোগান দিতে থাকেন তারা।

ইসলামি দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এ ছাড়া মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

প্রসঙ্গত, পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত আছেন।

সালমান/

ইউনূস-মোদি বৈঠক হতে পারে বিমসটেক সম্মেলনের ফাঁকে

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম
ইউনূস-মোদি বৈঠক হতে পারে বিমসটেক সম্মেলনের ফাঁকে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে হতে যাওয়া ষষ্ঠ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইতোমধ্যে বাংলাদেশ এই বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে। 

এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।’

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংককে দুই দেশের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকের বিষয়ে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই চিঠি পাঠানো হয়েছে।

সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষ করে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সুমন/

মাঝপথ থেকে ফিরল লন্ডনগামী বিমানের ফ্লাইট

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০২:৫৫ পিএম
মাঝপথ থেকে ফিরল লন্ডনগামী বিমানের ফ্লাইট
ছবি: সংগৃহীত

লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করায় লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটা যাচ্ছিল সেটা মাঝপথ থেকে ফিরে এসেছে।

শুক্রবার (২১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু লন্ডনে ফ্লাইট ওটানামা এখন বন্ধ, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাওয়া শুরু করবো।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম খবরের কাগজকে বলেন,  ‘বিজি ২০১ ফ্লাইটটিতে পালট ও ক্রুসহ মোট ২৬৭ জন যাত্রী ছিল।’ 

জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং শুক্রবার সারা দিনের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।

তিথি/সুমন/