ঢাকা ৩ চৈত্র ১৪৩১, সোমবার, ১৭ মার্চ ২০২৫
English

সবার আগে ভালো মানুষ হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম
সবার আগে ভালো মানুষ হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
ছবি: পিআইডি

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আমরা পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যেকোন পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এক ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশে স্বীকৃতির জন্য BMEAC মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল। 

স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। আমাদের চারপাশটা অন্যরকম হয়ে গেছে। আমাদের দক্ষ ভালো, মানবিক পেশাজীবী গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা উঠে দাঁড়াতে পারব।

উপস্থিত দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশ্য স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশটার এমনিতেই পরিবর্তন ঘটবে। মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব।

বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

আরিফ সাওন/এমএ/

এপ্রিলে আসছে জুলাই গণ-অভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০৩ এএম
আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:০৪ এএম
এপ্রিলে আসছে জুলাই গণ-অভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম
‘জুলাই গণ-অভ্যুত্থান’ শক্তির নতুন প্লাটফর্ম আসছে এপ্রিলে শিরোনামে এই ফটোকার্ডটি যুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

আগামী এপ্রিল মাসে আসছে জুলাই গণ-অভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং জুলাই গণ-অভ্যুত্থান শক্তির নতুন প্লাটফর্মের প্রধান উদ্যোক্তা আলী আহসান জোনায়েদ ফেসবুকে নতুন প্ল্যাটফর্মের ঘোষণাপত্র দেন।

‘জুলাই গণ-অভ্যুত্থান’ শক্তির নতুন প্লাটফর্ম আসছে এপ্রিলে শিরোনামে একটি ফটোকার্ড যুক্ত করেন তিনি। সেখানে ছয় জনের গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। যেখানে হিজাবী নারীর পাশাপাশি হিজাব ছাড়া নারী এবং জোব্বা-টুপি পরিহিতদের সঙ্গে অন্যরাও আছেন। এর মধ্য দিয়ে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই প্ল্যাটফর্ম থেকে পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করা হতে পারে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের জন্য জাতীয় নাগরিক কমিটি নামে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়। সেখানে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন জোনায়েদ। নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি নামে রাজনৈতিক দল গঠন করা হয়। যার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামকে সবাই সমর্থন করেন। সদস্যসচিব পদ নিয়ে ভিন্ন মত তৈরি হয়। এক পর্যায়ে নতুন দল গঠন থেকে সরে দাঁড়ান যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি।

নতুন প্লাটফর্মের ঘোষণাপত্র বলা হয়েছে, ৩৬শে জুলাই গণভবনের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি। পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান—এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এই পরিস্থিতিতে, আমরা জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণ-অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই। ৩৬শে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।

আমরা বিশ্বাস করি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই।

কবির/এমএ/

বাংলাদেশে বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম
আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১০:৫২ পিএম
বাংলাদেশে বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ছবি: পিআইডি

বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান ‘লংগি’ বাংলাদেশে অফিস স্থাপন এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান। 

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গত ডিসেম্বরে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। সে সময় ম্যানুফ্যাকচারিং হাব (উৎপাদন কেন্দ্র) গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ সফরকারী কোম্পানিগুলোর মধ্যে অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে লংগিও রয়েছে।

ইয়াও ওয়েন বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে চীনের বহু কোম্পানি বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে।

তিনি জানান, বর্তমানে বহু চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। শিগগিরই বাংলাদেশে একটি বিশেষ চীনা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু হবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর হবে দুই দেশের ৫০ বছরের দীর্ঘ সম্পর্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশ ও চীন ‘বিশ্বস্ত’ এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাদের সম্পর্ক আরও গভীর করতে চলেছে।

অধ্যাপক ইউনূস আরও বেশি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, ‘যেসব কোম্পানি পশ্চিমা দেশে পণ্য রপ্তানি করতে চায়, তাদের জন্য বাংলাদেশ শীর্ষস্থানীয় উৎপাদন কেন্দ্র হতে পারে।’

প্রধান উপদেষ্টা চীনা হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা এখানে উন্নত মানের ক্লিনিক স্থাপন করে। অথবা যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের হাসপাতালগুলোর সঙ্গে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। চীনা হাসপাতাল চেইনগুলোর জন্য বাংলাদেশে হাসপাতাল নির্মাণের এখনই সঠিক সময়।’

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের কুনমিং শহরের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে। গত সপ্তাহে একদল বাংলাদেশি সেখানে চিকিৎসার জন্য গেছেন।

তিনি আরও জানান, বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় সফরের সময় অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। তিনি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন।

অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

সফরকালে তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে অংশ নেবেন। এখানে প্রতিবছর বিশ্বনেতা ও শীর্ষ কোম্পানিগুলোর নির্বাহীরা বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস সেখানে ‘পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একটি অভিন্ন ভবিষ্যতের দিকে’ বিষয়ে বক্তৃতা দেবেন। এ সেশন চলাকালে সেখানে চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীও যোগ দেবেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর দুই দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে। সূত্র: বাসস

এমএ/

ভূ-রাজনীতির কারণে অনিশ্চয়তায় পড়তে পারে দেশের অর্থনীতি: সিপিডি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:২৬ পিএম
ভূ-রাজনীতির কারণে অনিশ্চয়তায় পড়তে পারে দেশের অর্থনীতি: সিপিডি
আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে সিপিডির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ভূ-রাজনীতির কারণে বাংলাদেশের অর্থনীতি অনিশ্চয়তায় পড়তে পারে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

রবিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আগামী অর্থবছরের (২০২৫-২৬) জাতীয় বাজেটকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাহমিদা খাতুন। এ সময় তিনি বলেন, ‘ভূ-রাজনীতির কারণে আমাদের দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিকভাবে যে শুল্ক বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, তার প্রভাব আমাদের দেশেও পড়তে পারে।’ 

ফাহমিদা খাতুন দক্ষতার সঙ্গে সরকারি ব্যয় ও বাজেট ঘাটতি কমানোর পরামর্শ দেন। তিনি বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্বল্পমেয়াদি কার্যক্রমের পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার গ্রহণের ওপর জোর দিয়েছেন। রাজনৈতিক প্রয়োজনে প্রকল্প গ্রহণ না করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়েছেন তিনি। 

সংবাদ সম্মেলনে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে উচ্চাভিলাসী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ না করার পরামর্শ দিয়েছে সিপিডি। এ ছাড়া আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক সংকটের ‘দুষ্টচক্র’ ভাঙার ওপর জোর দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আধুনিক রাজস্ব ব্যবস্থা প্রণয়নের পরামর্শ দিয়ে আসন্ন বাজেটে দুর্বল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষা এবং অর্থনীতি পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে বলেছে সিপিডি। করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করারও সুপারিশ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষক মুনতাসীর কামাল প্রমুখ।



আছিয়া ধর্ষণ-হত্যার আলামত সিআইডিতে

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:১০ পিএম
আছিয়া ধর্ষণ-হত্যার আলামত সিআইডিতে
সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা। ছবি: খবরের কাগজ

মাগুরায় চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ মামলাসংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা। 

রবিবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, এ মামলার প্রধান আসামি হিটু শেখ ইতোমধ্যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গত শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে এই জবানবন্দি দেন। হিটু শেখ আদালতের সামনে দোষ স্বীকার করেছেন।

মিনা মাহমুদা বলেন, এ মামলায় এ পর্যন্ত আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। বাকি তিনজনকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। এই মামলাসংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি।

সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে তার বোনের বাড়িতে ধর্ষণ করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ মানুষ দোষীদের শাস্তি দাবিতে বিক্ষোভ করেন।

 

শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৯:৫১ পিএম
শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
শেখ ফজলুল করিম সেলিম

রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নকাজে ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অবৈধভাবে টাকা উপার্জন করার অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৬ মার্চ) দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়েছে, সরকারে মন্ত্রিত্ব না থাকলেও শেখ পরিবারের প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে রাষ্ট্রের উন্নয়নকাজে নিয়মিত কমিশন বাণিজ্য করে বিপুল পরিমাণ অর্থ-সম্পদের মালিক হয়েছেন শেখ সেলিম। 

জানা গেছে, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত শেখ হাসিনার প্রথম শাসনামলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। এরপর ২০০৯ সাল থেকে ২০২৪-এর জুলাই পর্যন্ত টানা চারটি সংসদে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। শেখ মুজিবের ভাগনে হওয়ার সুবাদে মন্ত্রিত্ব না থাকলেও স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়নকাজ ভাগবাঁটোয়ারা করতেন তিনি। বিনিময়ে মিলত ১০ থেকে ১৫ শতাংশ কমিশন।