
সেন্ট্রাল আফ্রিকায় স্থানীয় জনগণের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরকালে সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে এই পদক দেওয়া হয়েছে। এরই মধ্যে সেন্ট্রাল আফ্রিকা সফর শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, ওই সফরকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তার মূল্যবান দিকনির্দেশনা দেন। সেনাবাহিনী প্রধান সেখানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং ফোর্স কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মমদু জেফিরিনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরবর্তী সময়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান যৌথভাবে সে দেশে শান্তিরক্ষী মিশনের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য নির্মিত ‘তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের’ উদ্বোধন করেন।
এ ছাড়া, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফাউস্টিন-অরচেঞ্জ তুয়াদেরার (Faustin-Archange Touadéra) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় সেন্ট্রাল আফ্রিকার জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন। গত ৩ মার্চ সেন্ট্রাল আফ্রিকা সফরে গিয়েছিলেন সেনাপ্রধান।