
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন বিষয়ের সংস্কার করছে। এর মধ্যে সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন নীতি গ্রহণ, সরকারি স্কুলগুলোয় বিনামূল্যে রান্না করা পুষ্টিকর খাবার সরবরাহ এবং স্বাস্থ্যসেবাকে সত্যিকারের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠাসহ বেশকিছু প্রস্তাব রেখেছেন পাকিস্তানি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক জাফর খিজার।
একটি বেসরকারি সংস্থায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কয়েক দশক ধরে কাজ করছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে গণমাধ্যমে এসব সংস্কার প্রস্তাব পাঠান জাফর খিজার।
সম্প্রতি তিনি রাজধানী ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের যুবসমাজের প্রতি এ খোলা চিঠি দেন।
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত পিসি এইজ ক্যারিয়ার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাফর খিজার মনে করেন- জ্ঞান, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই মূল্যবান, যখন তা পেশিশক্তিসম্পন্ন সুবিধাভোগীদের জন্য নয়, বরং সমাজের সব স্তরের মানুষের জন্য একটি কার্যকর সমাজ গড়তে সাহায্য করবে। সত্যিকারের গণতন্ত্রের আহ্বান একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। চিঠিতে তিনি সংবিধান সংশোধনের আহ্বান জানিয়ে লেখেন, বাংলাদেশের সাহসী যুবসমাজ যদি একটিমাত্র কাজ করতে চান, তাহলে সেটি হোক দেশের সংবিধান সংশোধন।
জাফর খিজার বলেন, পরিবর্তনের জন্য মূল ক্ষেত্রগুলোর মধ্যে থাকতে পারে ১. সাশ্রয়ী এবং অন্তর্ভুক্তিমূলক আবাসন নীতি। ২. সর্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা ও শিশুযত্ন। ৩. স্কুল শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার। ৪. বিনামূল্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা। ৫. আর্থিক সমতা ও উদ্যোক্তা শিক্ষা। ৬. সাশ্রয়ী ইন্টারনেট ও পাবলিক হটস্পট।
চিঠিতে তিনি লেখেন, উজ্জ্বল ভবিষ্যতের জন্য সম্মিলিত দায়িত্ব পালনের অংশ হিসেবে এই উদ্যোগগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক, সমতা এবং উদ্ভাবনের একটি বৈশ্বিক উদাহরণে পরিণত করতে পারে।
উল্লেখ্য, জাফর খিজার আমেরিকার নিউজার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি একজন শিক্ষা অনুরাগী, পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ‘ডু পিস’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংগঠন। এটি বাংলাদেশের সুবিধাবঞ্চিত এলাকায় ৫০টিরও বেশি কেন্দ্রে প্রতিবছর ১০ হাজারের মতো শিশুকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা সেবা দিচ্ছে।
মাহফুজ