
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে বলে জানিয়েছেন গভর্নেন্স এডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলী।
তিনি বলেন, সরকারের উচিত যত দ্রুত সম্ভব এ বিষয়ে রাজনৈতিক সমঝোতায় আসা। তা না হলে দেশে ডিসেম্বর জাতীয়সহ সব নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে।
মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে গভর্নেন্স এডভোকেসি ফোরাম আয়োজিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারে গভর্নেন্স এডভোকেসি ফোরামের পক্ষ থেকে ছয়টি বিষয়ের ওপর ২৬ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন।
বিষয়গুলো হলো- স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ক্ষমতার অতিকেন্দ্রীকরণ, আর্থিক সীমাবদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ও দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তির সীমিত সুযোগ।
স্থানীয় সরকারব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া বেশ কিছু প্রস্তাবে ভিন্নমত এবং সেসব বিষয়ে ফোরামের ব্যাখ্যা তুলে ধরা হয়।
স্থানীয় সরকারব্যবস্থা নিয়ে তাদের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী ‘স্থানীয় সরকার কমিশন’ গঠন করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব স্তরে সরাসরি ও নির্দলীয় ভিত্তিতে নির্বাচন আয়োজন, নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে একই ব্যক্তি যাতে দুই বা তিনবারের বেশি নির্বাচিত না হন সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ, স্থানীয় সরকারের সব স্তরে এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের বিধান, ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড জনসংখ্যা অনুপাতে বৃদ্ধি করা, উপজেলা পরিষদে সংসদ সদস্যদের উপদেষ্টার ভূমিকা সম্বলিত বিধান বাতিল করা, জেলা প্রশাসকের কার্যালয়কে জেলা পরিষদ কার্যালয়ে রূপান্তর করা, নির্বাচিত জনপ্রতিনিধির কাজে জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইটে তাদের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ, স্থানীয় উন্নয়নের সব স্তরে জনঅংশগ্রহণ ও তৃণমূল মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণসহ ২৬ দফা সংস্কার প্রস্তাব।
এসময় স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া বেশকিছু প্রস্তাবে ভিন্নমত এবং সেসব বিষয়ে ফোরামের ব্যাখ্যা তুলে ধরে বক্তব্য রাখেন গভর্নেন্স এডভোকেসি ফোরামের নেতারা। ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক কানিজ ফাতেমার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল। উপস্থিত ছিলেন- মিডিয়া প্রফেশনাল গ্রুপের নির্বাহী পরিচালক সমর রায়, শিল্ডের নির্বাহী পরিচালক মো. মাহবুব আলম ফিরোজ, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মহসিন কবীর, ডেমোক্রেসিওয়াচের কর্মসূচি পরিচালক ফিরোজ নুরুন নবী যুগল ও নারীপক্ষের সদস্য রওশন আরা।
এলিস/অমিয়/