ঢাকা ১৩ বৈশাখ ১৪৩২, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
English
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রাজধানীতে এখনো জমে ওঠেনি ঈদবাজার , কেনাবেচা কম

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:৪৩ পিএম
রাজধানীতে এখনো জমে ওঠেনি ঈদবাজার , কেনাবেচা কম
রাজধানীর বসুন্ধরা শপিংমলে ঈদের কেনাকাটা করছেন ক্রেতারা। ছবি: খবরের কাগজ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা হচ্ছে। একই ছাতার নিচে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতা, স্যান্ডেল, কসমেটিক্স কিনতে ক্রেতারা বিভিন্ন এলাকা থেকে আসছেন। দুপুরে ও ইফতারির পর মানুষ বেশি আসছেন। তবে ১৭ রমজান চলে গেলেও গত বছরের মতো এখনো সেভাবে জমে ওঠেনি। গত বছরের তুলনায় সব জিনিসের দাম বেশি। কেনাবেচা কম হচ্ছে।

মঙ্গলবার (১৮ মার্চ) শপিং কমপ্লেক্সের বিভিন্ন তলায় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে এই শপিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত জেন্টলপার্কের ম্যানেজার হাবিবুর রহমান খবরের কাগজকে বলেন, ‘সকাল থেকেই কাস্টমার আসছেন। এটা-সেটা দেখছেন। কিন্তু গত বছরের তুলনায় বিক্রি কম হচ্ছে। আমাদের এখানে পাঞ্জাবি ২ হাজার ৪৯০ থেকে ৩ হাজার ৪৯০ টাকা, শার্ট ১ হাজার ৯৯০ থেকে ২ হাজার ৮৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ সময় মানিকগঞ্জ থেকে আসা টিপু নামে এক ক্রেতা জানান, ‘অন্য বছরের মতো এবারও বসুন্ধরায় কেনাকাটা করতে এসেছি। কারণ এখানে একসঙ্গে সব নামিদামি ব্র্যান্ডের পোশাক পাওয়া যায়। বিভিন্ন দোকানে ঘোরাঘুরির পর পছন্দ হওয়ায় শার্ট কিনলাম। দাম একটু বেশি মনে হচ্ছে।’ এর পাশে স্মার্টেক্সের বিক্রয়কর্মী সুজনও জানান, ‘বাচ্চা, লেডিস ও জেন্টস আইটেম বেশি বিক্রি হচ্ছে। অন্য দিনের তুলনায় ছুটির দিনে বেশি বিক্রি হচ্ছে। বর্তমানে কম হলেও সামনে ভালো বিক্রি হবে সেই আশায় আছি।’

এদিকে বাচ্চাদের জন্যও বিভিন্ন দোকান সাজিয়ে রেখেছে হরেক রকমের পোশাক। নিচতলার বেবি ড্রিমসের ম্যানেজার মো. ফয়সাল বলেন, ‘ভারত ও চীনের বিভিন্ন দামের পোশাক আনা হয়েছে। তবে যেভাবে আশা করেছিলাম এখনো বিক্রি হচ্ছে না। বাচ্চাদের ফ্রক দেড় হাজার থেকে ৭ হাজার টাকা, ছেলেদের গেঞ্জি ১ হাজার থেকে ২ হাজার টাকা পিস বিক্রি হচ্ছে।’

নিচ তলার মতো বসুন্ধরা সিটির দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে ইজি ফ্যাশন, আর্টিসান, টুয়েলভ, জেন্টলপার্ক, ইনফিনিটি, রিচম্যান, লুবনান, দর্জিবাড়ি, ইল্লিয়্যিন, ক্যাটস আই, এমব্রেলা, ফিট এলিগ্যান্স, রাইজ, র’নেশন, প্লাস পয়েন্ট, আড়ং, স্টাইল ইকো ফ্যাশন ব্র্যান্ডের শোরুম।

বিভিন্ন ব্র্যান্ডের শোরুমের বিক্রয়কর্মীরা ক্রেতাদের দেখে ডাক দিচ্ছেন। এই তলার রিচম্যান শোরুমে কথা হয় ম্যানেজার নুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘অন্য এলাকার মতো এই মার্কেটেও আমরা বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, শার্ট ও গেঞ্জি নিয়ে এসেছি। পাঞ্জাবি ২ হাজার ৭৫০ থেকে ৮ হাজার টাকা, শার্ট ২ হাজার ১৫০ থেকে ৪ হাজার ৪৫০ টাকা ও গেঞ্জি ১ হাজার ৯০ থেকে ২ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদ ঘনিয়ে আসায় বিক্রি হচ্ছে। তবে গত বছরের তুলনায় কম।’

শুধু এই সব দোকানেই নয়, ইজি ফ্যাশন, আড়ং, ইনফিনিটিসহ অন্য শোরুমেও ক্রেতাদের আনাগোনা দেখা গেছে। তারা পছন্দের পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি দেখছেন। দামে মিললেই কিনছেন। আড়ংয়ের বিক্রয়কর্মী রোকন আহমেদ বলেন, ‘ ঈদ ঘনিয়ে আসায় বিক্রি মোটামুটি ভালো। বাচ্চাদের ড্রেস, থ্রি-পিস, শাড়ি, জুতা, পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। দুপুর ও ইফতারির পর বেশি বিক্রি হচ্ছে।’

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে ক্রেতা আসছেন। পছন্দ হলে কিনছেন। এ সময় আড়ংয়ের কাউন্টারে দেখা যায় লম্বা লাইন। যাত্রাবাড়ী থেকে আসা মাসুম জানান, ‘বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ঘোরাঘুরি করে অবশেষে আড়ং থেকে স্ত্রীর জন্য ৩ হাজার টাকায় একটা থ্রি-পিস কিনেছি। কিন্তু ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইন। বাচ্চা কোলে নিয়ে ১৫ মিনিট থেকে দাঁড়িয়ে আছি। ভ্যাটের কারণে দাম বেশি দিতে হচ্ছে।’

বসুন্ধরা শপিং মলের বিভিন্ন ব্যবসায়ী ও বিক্রয়কর্মীরা জানান, সকাল থেকেই কেনাকাটা করতে প্রচুর মানুষ আসছেন। অনেকে বিকেলে কেনাকাটা করতে এসে এখানেই ইফতার করছেন। লেভেল ফোরে রয়েছে জ্যোতি, জামদানি হাউস, নীল আঁচল শাড়িজ, কালাঞ্জলী শাড়িজ, ঢাকা জামদানি কুটির, শাড়িবাজার, শালিমার, অর্চিসহ অনেক অভিজাত শাড়ির দোকান। লেভেল ফাইভে লারিভ, রেড এবং লেভেল সিক্সে বাটা, এপেক্স, ওরিয়ন, বে ইত্যাদির শোরুমে বিক্রেতারা ব্যস্ত সময় পার করেছেন। পোশাকের মতো বিভিন্ন কসমেটিক্স ও জুতা-স্যান্ডেলের দোকানেও দেখা গেছে ক্রেতাদের আনাগোনা। দামদরে মিললেই পছন্দের জিনিস কিনছেন। বিক্রেতারা বলেন, ঈদ ঘনিয়ে আসছে। বিক্রি বাড়বে। সেই আশায় আছি।

বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম
বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান
ছবি: খবরের কাগজ

ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ মোট সাতটি দেশের অংশগ্রহণে সাভার সেনানিবাসের গলফ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান হয়। সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান টুর্নামেন্টে অংশ নেওয়া গলফার প্রশংসা করে স্বাগত বক্তব্য রাখেন। টুর্নামেন্টে ২০ জন বিদেশি গলফারসহ মোট ১০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

পুরুষ দলগত ইভেন্টে মালয়শিয়ার হারেজ হেজরি এবং ফারিজ আজিহানের সমন্বয়ে গঠিত পুরুষ দল শিরোপা অর্জন করেছে। ১৩ স্ট্রোক বেশি খেলে ৩০১ এস স্কোর নিয়ে টিমের ফাইনাল রাউন্ডে ব্যাক কাউন্টে এগিয়ে থেকে এই শিরোপা নিশ্চিত করেন। পুরুষ বি দলে বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়ার সমন্বয়ে গঠিত টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাইদের দল শিরোপা অর্জন করেছে। নাসিমা আক্তার ও সোনিয়া আক্তারের মহিলা ‘বি’ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা এককে আনিয়া ফারুক সাইদ ১৫৩ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। মহিলা গলফার পারখা ইজাজ ১৫৮ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লে. জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫-এর টুর্নামেন্ট ডাইরেক্টর অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফরিদুল, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান প্রমুখ।

 

দূষণ-দখল ঠেকাতে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজওয়ানার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম
দূষণ-দখল ঠেকাতে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজওয়ানার
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের জলাশয় ও বনভূমির দখল ঠেকাতে এবং প্লাস্টিক-দূষণ, শব্দদূষণ, বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়। এটি সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা। শিক্ষাকে শুধু উপার্জনের কাজে না লাগিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের উচিত, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া। যেকোনো অবস্থায় সবার ওপর ন্যায়বিচার ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। 

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। 

 

মে মাসে টানা ৩ দিন করে দুই দফা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পিএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পিএম
মে মাসে টানা ৩ দিন করে দুই দফা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। এবার মে মাসে দুই দফা তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ১ মে বৃহস্পতিবার মে দিবসের (আন্তর্জাতিক শ্রমিক দিবস) ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। 

এ ছাড়া মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১১ মে রবিবার বুদ্ধপূর্ণিমার ছুটি। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে দুই দফা তিন দিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 

অন্তর্বর্তী সরকার গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। ওই পাঁচ দিনের সঙ্গে এবার নির্বাহী আদেশে এক দিন (৩ এপ্রিল) ছুটি দেওয়া হয়। ফলে সরকারি ছুটি হয় ছয় দিন। এর সঙ্গে যুক্ত হয় মোট তিন দিনের সাপ্তাহিক ছুটি। এভাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি মেলে সরকারি চাকরিজীবীদের।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন মেজর সিনহা হত্যা মামলার আপিলের রায় এক মাসের মধ্যে ঘোষণার দাবি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:২০ পিএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পিএম
মেজর সিনহা হত্যা মামলার আপিলের রায় এক মাসের মধ্যে ঘোষণার দাবি
ছবি: সংগৃহীত

এক মাসের মধ্যে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আপিল শুনানি ও রায় ঘোষণার দাবি জানিয়েছে ‘এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন’। একই সঙ্গে আপিলের রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে সাজা কার্যকরেরও দাবি জানিয়েছে সংগঠনটি। 

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় তারা সর্বোচ্চ আদালতে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় বহাল থাকবে বলেও আশা প্রকাশ করেন। 

সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্যসচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, ২০২২ সালের ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহা হত্যা মামলার রায় দেওয়া হয়। রায়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন এবং সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়। মাত্র ৩০ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলমান রয়েছে। এক মাসের মধ্যে আপিল শুনানি শেষে রায় ঘোষণা করতে হবে। সেই সঙ্গে রায় ঘোষণার পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে তা কার্যকর করতে হবে। অন্যথায় এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন তাদের সাবেক সহকর্মী হত্যার রায় কার্যকর করার দাবিতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে।

সাইফুল্লাহ খান জানান, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার জেলার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান। এ ঘটনায় নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলা দায়ের করলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মেজর সিনহা হত্যাকাণ্ড ছাড়াও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, প্রদীপ কুমার দাশ তার কর্মকালীন ক্ষমতার অপব্যবহার করে টেকনাফে এক ভয়ভীতির রাজত্ব কায়েম করেছিলেন। ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি তথাকথিত ক্রসফায়ারে অন্তত ১৪৫ জনকে হত্যা করেছেন ও ক্রসফায়ার বাণিজ্যের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছিলেন। এমনকি ২০০৪ সালে চট্টগ্রামে কর্মরত অবস্থায় এক নারীর জমি দখলের চেষ্টা করায় প্রদীপ বরখাস্তও হয়েছিলেন। ‎

লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, এসপি মাসুদের মতো অসৎ পুলিশ কর্মকর্তাসহ কালোটাকার মালিকরা শত বাধা দেওয়া সত্ত্বেও ১৮ মাসব্যাপী বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মেজর সিনহা হত্যা মামলার পাশাপাশি শিশু আছিয়া, পারভেজ ও তোফাজ্জল হত্যাকাণ্ডসহ জুলাই-আগস্টে গণহত্যার বিচারিক কার্যক্রম ‎দ্রুত সম্পন্ন করার দাবি জানায় এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সব হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের প্রতি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন তীক্ষ্ণ নজর রাখছে বলেও উল্লেখ করা হয়।

পুলিশের বিশেষ অভিযান সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৩৫

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৩৫
খবরের কাগজ গ্রাফিকস

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১০ জন আসামি রয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে ২১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা আরও জানান, অপরাধ দমনে ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে।

এমএ/