ঢাকা ১৪ বৈশাখ ১৪৩২, রোববার, ২৭ এপ্রিল ২০২৫
English
রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম
ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী আজ
কাজী গোলাম মাহবুব

১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। ২০০৬ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির জানান, এ উপলক্ষে তার জন্মভূমি গৌরনদীর ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জন্মভিটা লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক উদ্যোগে কোরআনখানি, কসবা জামে মসজিদে আলোচনা সভা, ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জাতীয় ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ, ধানমন্ডি ভাষা আন্দোলন জাদুঘর ও গবেষণা কেন্দ্রে পৃথকভাবে মরহুম কাজী গোলাম মাহবুবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

কাজী গোলাম মাহবুব ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত হরতাল কর্মসূচিতে পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা দিলে ভাষা আন্দোলন গড়ে ওঠে। এ সময় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক করা হয় কাজী গোলাম মাহবুবকে। 

একটা গোষ্ঠী নারীর সক্রিয়তাকে ভয় পায়: আনু মুহাম্মদ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পিএম
একটা গোষ্ঠী নারীর সক্রিয়তাকে ভয় পায়: আনু মুহাম্মদ
ড. আনু মুহাম্মদ

জাতীয় গণতান্ত্রিক কমিটির সভাপতি অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, একটি গোষ্ঠী নারীর সক্রিয়তাকে ভয় পায়। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিজয়নগরে এক সভায় তিনি আরও বলেন, নারী সক্রিয় হয়ে উঠলে তাদের মনে হয় যে, সব কিছু শেষ হয়ে গেল।

জাতীয় গণতান্ত্রিক কমিটি ‘অন্তর্বর্তী সরকারের আট মাস: ভূমিকা ও সংস্কার প্রস্তাব শীর্ষক পর্যবেক্ষণ, পর্যালোচনা ও মতবিনিময়’ শীর্ষক এই সভা আয়োজন করে। আনু মুহাম্মদ বলেন, ‘তারা ধর্ম পালন করুক বা না করুক, নারী প্রশ্ন আসলেই তাদের ধর্মের অজুহাত টানার প্রবণতা আমরা দেখতে পাই। সেটা নিয়ে একটা উন্মাদনা তৈরি করার, একটা সহিংসতা তৈরি করার চেষ্টা চলছে।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত আট মাসে জনগণের প্রধান প্রধান চাওয়াগুলো কী ছিল? আর, অন্তর্বর্তী সরকারের যে প্রতিশ্রুতি ছিল, সে অনুযায়ী তারা কী ভূমিকা পালন করেছে?’

তিনি বলেন, ‘আমরা প্রথম থেকে দেখলাম যে, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। কমিশন রিপোর্ট দিয়েছে এবং তার মধ্যে অনেকগুলো সুপারিশ আছে। যে সুপারিশগুলো বাস্তবায়ন হলে অনেক ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। এই সুপারিশগুলোর পর্যালোচনা এবং সেগুলো নিয়ে সমাজের মধ্যকার প্রতিক্রিয়া এটাও লক্ষণীয় একটা দিক। আপনারা খেয়াল করলে দেখবেন যে, সবচাইতে বেশি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে।’

সভায় স্বাস্থ্য ও পরিবেশ খাত নিয়ে কথা বলেন হারুন উর রশীদ, জুলাই আহতদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে স্থপতি আরিফুল হক শাওন, পাহাড় ও সমতলের জনগোষ্ঠী নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেমা চাকমা। নারী ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠী নিয়ে কথা বলেন লেখক ফেরদৌস আরা রুমী, দ্রব্যমূল্য ও অর্থনীতি নিয়ে লেখক মোশাহিদা সুলতানা ঋতু, সংস্কৃতি নিয়ে সজীব তানভীর, হরিজন জনগোষ্ঠীর অধিকার নিয়ে সীমা দত্ত, সংবিধান ও বিচার বিভাগ নিয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বক্তৃতা করেন।

এ ছাড়া জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে গণতান্ত্রিক কমিটির সদস্য বাকিবিল্লাহ, জ্বালানি খাত ও আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে কল্লোল মোস্তফা, শিল্প ও শ্রমিকের অবস্থা নিয়ে শ্রমিক নেতা সত্যজিৎ বিশ্বাস, কৃষি ও কৃষকের সংকট নিয়ে লেখক, গবেষক মাহা মির্জা এবং শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সায়েদুল হক নিশান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিমা লুৎফা।

বেবিচক চেয়ারম্যান কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
বেবিচক চেয়ারম্যান কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত
ছবি: সংগৃহীত

কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ফর অপারেশনাল সেফটি অ্যান্ড কন্টিনিউয়িং এয়ারওর্দিনেস প্রোগ্রাম: সাউথ এশিয়ার (কসক্যাপ-এসএ) স্টিয়ারিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর।

গত ২২ থেকে ২৪ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার বেসামরিক বিমান চলাচল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন কসক্যাপ-এসএর স্টিয়ারিং কমিটির ৩২তম সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। মো. মঞ্জুর কবীর সংগঠনটির ২০২৬ সালের (এক বছর) সভাপতি দায়িত্ব পালন করবেন। শনিবার (২৬ এপ্রিল) বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কসক্যাপ দক্ষিণ এশিয়ার স্টিয়ারিং কমিটির সদস্যরা দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্রগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বা চেয়ারম্যান। এবারের সভায় বিগত এক বছরের কার্যক্রমের পর্যালোচনা, ২০২৫-২০২৬ সালের বার্ষিক কর্মসূচির অনুমোদন এবং আর্থিক প্রতিবেদন পেশ করা হয়। সভার সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ও শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল (অব.) সাগারা কোটাকাডেনিয়া।

সভায় বাংলাদেশের পক্ষে মো. মঞ্জুর কবীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। সভায় দেশের অ্যাভিয়েশন খাতে সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন যেমন- নতুন টার্মিনাল নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন, নতুন এটিসি টাওয়ার এবং রাডার স্থাপনের বিষয় উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) এসব উদ্যোগের প্রশংসা করে। 

 

অটোরিকশা তৈরির ওয়ার্কশপ বন্ধে শিগগিরই অভিযান: ডিএনসিসি প্রশাসক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পিএম
অটোরিকশা তৈরির ওয়ার্কশপ বন্ধে শিগগিরই অভিযান: ডিএনসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই রাতে অভিযান শুরু হবে। ডিএমপি ইতোমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। 

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ডিএনসিসির ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজে মোট ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিমি নর্দমা ও ১৫ কিমি ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ এজাজ। 

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ করব, আপনারা আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা ঢুকতে দেবেন না। আবাসিক এলাকাগুলো যে পরিকল্পনা করে করা হয়েছে, সেই পরিকল্পনার বাইরে কিছু করতে দেবেন না। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কাজ করতে দেবেন না। সিটি করপোরেশনের সঙ্গে আপনারা স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা, অবৈধ হকার বন্ধ করা সহজ হবে।’

তিনি বলেন, ‘সবাই একসময় ভাবতেন পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকায় কোনো দিন পাকা রাস্তা হবে না। এই এলাকায় শুধু গোডাউন ভাড়া দেওয়া হতো একসময়। পরিকল্পিতভাবে মাঠের জায়গা রাখা হয়নি, কোনো গাছ লাগানো হয়নি। ইস্টার্ন হাউজিংয়ের ভেতর দিয়ে খাল ছিল। আমরা নাগরিক সমাজ আন্দোলন করেছি সেই খাল উদ্ধারের জন্য, মামলা পর্যন্ত করা হয়েছিল। সাতটি প্যাকেজের নির্মাণকাজ শেষ হলে এই এলাকার যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে, জলাবদ্ধতা দূর হবে।’ এ সময় তিনি আসন্ন বর্ষায় গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

 

বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পিএম
বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান
ছবি: খবরের কাগজ

ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ মোট সাতটি দেশের অংশগ্রহণে সাভার সেনানিবাসের গলফ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান হয়। সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান টুর্নামেন্টে অংশ নেওয়া গলফার প্রশংসা করে স্বাগত বক্তব্য রাখেন। টুর্নামেন্টে ২০ জন বিদেশি গলফারসহ মোট ১০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

পুরুষ দলগত ইভেন্টে মালয়শিয়ার হারেজ হেজরি এবং ফারিজ আজিহানের সমন্বয়ে গঠিত পুরুষ দল শিরোপা অর্জন করেছে। ১৩ স্ট্রোক বেশি খেলে ৩০১ এস স্কোর নিয়ে টিমের ফাইনাল রাউন্ডে ব্যাক কাউন্টে এগিয়ে থেকে এই শিরোপা নিশ্চিত করেন। পুরুষ বি দলে বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়ার সমন্বয়ে গঠিত টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাইদের দল শিরোপা অর্জন করেছে। নাসিমা আক্তার ও সোনিয়া আক্তারের মহিলা ‘বি’ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা এককে আনিয়া ফারুক সাইদ ১৫৩ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। মহিলা গলফার পারখা ইজাজ ১৫৮ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লে. জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫-এর টুর্নামেন্ট ডাইরেক্টর অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফরিদুল, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান প্রমুখ।

 

দূষণ-দখল ঠেকাতে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজওয়ানার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
দূষণ-দখল ঠেকাতে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজওয়ানার
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিক্ষার্থীদের জলাশয় ও বনভূমির দখল ঠেকাতে এবং প্লাস্টিক-দূষণ, শব্দদূষণ, বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়। এটি সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা। শিক্ষাকে শুধু উপার্জনের কাজে না লাগিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের উচিত, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া। যেকোনো অবস্থায় সবার ওপর ন্যায়বিচার ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। 

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।