ঢাকা ১৩ বৈশাখ ১৪৩২, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
English
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ঈদে বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় যে নির্দেশনা দিল ডিএমপি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম
ঈদে বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় যে নির্দেশনা দিল ডিএমপি
খবরের কাগজ গ্রাফিকস

আসন্ন ঈদুল ফিতরে ঢাকা মহানগরীতে বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নগরবাসীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশকে সহায়তা দিতে ইতোমধ্যে অক্সিলারি পুলিশ নিয়োগ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা রাখবে। পুলিশের পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তার বিষয়ে সচেতনতাবোধ তৈরি করা গেলে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ দমনে অধিকতর সফল হওয়া সম্ভব।

ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ঈদে বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু নির্দেশনা মেনে চলতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। সেগুলো হলো–

১.বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে এবং যেকোনও অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্বপালনে নিয়োজিত রাখা যেতে পারে।

২.বাসাবাড়ি ও প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করে যেতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। দরজা-জানালা দুর্বল অবস্থায় থাকলে তা মেরামত করে যথাসম্ভব সুরক্ষিত করতে হবে।

৩.বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং স্থাপিত সিসি ক্যামেরা সচল থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৪.বাসাবাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে।

৫.রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করতে হবে।

৬.অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে বা নিকট আত্মীয়ের হেফাজতে রেখে যেতে হবে। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নেওয়া যেতে পারে।

৭.বাসাবাড়ি ত্যাগের আগে যে সব প্রতিবেশী/পাশের ফ্ল্যাটের অধিবাসী ঢাকায় অবস্থান করবেন তাদের বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করতে হবে এবং ফোনে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

৮.ভাড়াটিয়াদের আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি জানাতে হবে।

৯.অনুমতি ছাড়া কেউ যেন বাসা বা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাসা বা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে সতর্ক করতে হবে ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

১০.বাসাবাড়ি বা প্রতিষ্ঠান ত্যাগের আগে লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ, পানির ট্যাপ, গ্যাসের চুলা ইত্যাদি বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।

১১.বাসা বা প্রতিষ্ঠানের গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখতে হবে।

১২.বাসার জানালা-দরজার পাশে কোনও গাছ থাকলে অবাঞ্ছিত শাখা-প্রশাখা কেটে ফেলতে হবে যাতে অপরাধীরা গাছের শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে।

১৩.মহল্লা বা বাড়ির সামনে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।

১৪.ঈদে মহল্লা বা বাসায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি ও জানাতে হবে।

জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য ডিএমপি কন্ট্রোল রুমের নম্বর: ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬, ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯ এবং জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এমএ/

আবহাওয়ার পূর্বাভাস: আজ বৃষ্টি হতে পারে যে ৩ বিভাগে

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম
আবহাওয়ার পূর্বাভাস: আজ বৃষ্টি হতে পারে যে ৩ বিভাগে
ছবি: সংগৃহীত

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সুমন/

৩ পার্বত্য জেলাকে কফি-কাজুবাদামের অঞ্চল বানানো হবে: পার্বত্য উপদেষ্টা

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:১১ এএম
৩ পার্বত্য জেলাকে কফি-কাজুবাদামের অঞ্চল বানানো হবে: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আমরা সিরিয়াসলি চিন্তা করছি, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। এ কারণে কফি ও কাজুবাদামের চাষাবাদকে পার্বত্য এলাকায় ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই। সিলেটকে যেমন চায়ের অঞ্চল বলা হয়, তেমনি তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই।’

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙামাটিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতো ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। 

বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘সার্ভিস সেক্টর দিয়েই ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশগুলো এগিয়ে গেছে। অথচ আমরা কখনো চিন্তা করি নাই যে সার্ভিস সেক্টরকে ডেভেলপ করতে হবে।’ 

পার্বত্য উপদেষ্টা আরও বলেন, ‘গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর কোনো একসময় জুট ইন্ডাস্ট্রির সোনালি আঁশের কথা বলে বাংলাদেশকে সোনার বাংলা করে ফেলার কথা বলা হয়েছিল। কিন্তু আমরা কোনো কিছু করতে পারি নাই। সার্ভিস সেক্টর ডেভেলপ করা হলে কাপ্তাই লেক দিয়েই পুরো পার্বত্য চট্টগ্রামকে ইকো ট্যুরিজম বলেন, অন্য ট্যুরিজম বলেন, আমরা ডেভেলপ করতে পারতাম। ১৯৬০ সালের সবকিছু হারানোর দুঃখ ফেলে ২০২৫ সালে এসে কাপ্তাই লেকটা এখন সোনা হয়ে গেছে। সোনা ফলাবেন কি না, সেটা আপনাদের ওপর নির্ভর করছে।’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুকোমল বড়ুয়া। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বান্দরবান মং সার্কেলপ্রধান সাচিং প্রু, শ্যামল মিত্র চাকমা প্রমুখ। 

আলোচনায় বক্তারা বৌদ্ধ ধর্মের প্রসারে অষ্টম শ্রেণি পর্যন্ত বিশেষ পাঠ্যবই প্রণয়ন, বৌদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য জাতীয় বৌদ্ধ সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান। 

ধানমন্ডিতে ৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে মশক নিধন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:০৩ এএম
ধানমন্ডিতে ৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে মশক নিধন
স্বেচ্ছাসেবী কর্মীরা। ছবি: সংগৃহীত

প্রায় ৮০০ কর্মী-স্বেচ্ছাসেবীর সমন্বয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

শুক্রবার (২৫ এপ্রিল) এ অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৪৫০ পরিচ্ছন্নতাকর্মী, স্বাস্থ্য বিভাগের ৫০ মশককর্মী এবং রেডক্রিসেন্ট সোসাইটির ১০০, বিডি ক্লিনের ৫০ ও ধানমন্ডি সোসাইটির ৫০ স্বেচ্ছাসেবক অংশ নেন। ধানমন্ডি আবাসিক এলাকাকে সাতটি জোনে ভাগ করে মূল রাস্তা, লেক, পার্ক, মসজিদ, ঈদগাহ সংলগ্ন এলাকা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়।

মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন। 

এ সময় মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিভিন্ন এলাকাভিত্তিক সোসাইটিগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে রাজউক, গণপূর্ত, বিআরটিএ, পুলিশসহ অন্যান্য সংস্থার অংশগ্রহণে সরকার একটি সুপরিকল্পিত ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। এ ছাড়া পয়োনিষ্কাশনের জন্যও মাস্টারপ্ল্যান প্রণয়ন হচ্ছে। পাশাপাশি নাগরিকদের নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ধানমন্ডি থেকে এ অভিযান শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ঢাকা শহরকে নিয়ে তিনটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। ১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস যে মাস্টারপ্ল্যান করেছিলেন, সেখানে বলা হয়েছিল ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু দুঃখের বিষয় বেসরকারি হাউজিং শুরু হওয়ার পরে ঢাকা থেকে সবুজ ও জলাশয় হারিয়ে যেতে থাকল। আমরা ঢাকার সবুজ ফিরিয়ে আনতে এ বছর বর্ষার শুরুতেই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেব।’ 

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমানসহ সব বিভাগীয় প্রধান এবং ধানমন্ডি সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম
অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার
মো. রাজু

রাজধানীর হাজারীবাগ এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ চক্রের মূল হোতা মো. রাজুকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। 

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-২-এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ ও বিটিআরসি জানতে পারে, বিটিআরসির অনুমোদন ছাড়া ফ্রিকোয়েন্সি ও অনুমোদনবিহীন বিভিন্ন টেলিযোগাযোগের যন্ত্রসামগ্রী (সিম বক্স, রাউটার, অনু, ল্যাপটপ, সিমকার্ড) ব্যবহার করে স্থাপনা তৈরিসহ কিছু ব্যক্তি অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছেন। চক্রটি ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দিনগত রাতে হাজারীবাগের বাড্ডানগর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও বিটিআরসি। 

ওই বাসায় তল্লাশি করে ১ হাজার ৫৪৭টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড (গ্রামীণফোন-২৩৫টি, রবি-৫০২টি, এয়াটেল-৩৭০টি ও টেলিটক-৪৪০টি), ল্যাপটপ ও ভিওআইপির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব-২-এর এই কর্মকর্তা আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স নেওয়া ছাড়াই ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা চালিয়ে আসছিল। এ কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। 

গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:২৩ এএম
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
ইতালির রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টা এই পরিদর্শনে যান বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

এ সময় তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। 

শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বাসস/তাওফিক/