
গাজীপুরে ঈদুল ফিতরের ছুটি দুই দিন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা কারখানার শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করেন।
জানা যায়, শ্রমিকদের দাবি ছিল ঈদে ১০ দিন ছুটির পরিবর্তে ছুটি হবে ১২ দিন। তবে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং তারা মহাসড়ক অবরোধ করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ‘সারাদেশে ঈদের ছুটি ১০ দিন নির্ধারণ করা হয়েছে কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা তা মেনে নেয়নি। বরং তারা ১২ দিনের ছুটি দাবি করে। একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করে।
এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ কর এবং যান চলাচল আবার শুরু হয়।
পলাশ/তাওফিক/