
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ ও রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। সভায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ; রাজনৈতিক দলের নিবন্ধন; নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন; ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা এবং নির্বাচন আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।
সংসদ নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে উন্নয়ন সহযোগীদের ধাপে ধাপে কাজের অগ্রগতি তুলে ধরছেও নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। নিবন্ধিত দলসহ অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ না করলেও বিএনপি ও জামায়াত কমিশনের সঙ্গে বৈঠক করেছে। চলমান সংস্কার উদ্যোগের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষিত সময় ধরেই চলছে ইসির এসব প্রস্তুতি।
এলিস/সুমন/