
সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘আমরা সম্প্রতি দেখেছি, সরকার যে কথা বলে বাস্তবতার মধ্যে তার পার্থক্য রয়ে গেছে। আগে দেখা না গেলেও এখন কেউ কেউ নৈতিক খবরদারি করার দায়িত্ব নিয়েছেন। তারা সংখ্যায় বেশি না। কিন্তু তাদের কণ্ঠস্বর উচ্চ। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
বৃহস্পতিবার (২০ মার্চ) ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশার অন্তর্ভুক্তি’ শিরোনামে এক সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ড. দেবপ্রিয় বলেন, ‘সরকারের পক্ষ থেকে সংস্কারের বিষয়ে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। পরিতাপের ব্যাপার হলো, যতগুলো কমিশন গঠন হয়েছে সেখানে পার্বত্য বা সমতলের কোনো প্রতিনিধি ছিল? স্বৈরতন্ত্রের বা একনায়কতন্ত্রের কারণে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর টুঁটি চেপে ধরা হয়েছে। অর্থের সমস্যা হয়েছে। কাজের ক্ষেত্রে সমস্যা হয়েছে। ব্যক্তিগতভাবে অনেককে হেনস্তার শিকার করা হয়েছে।’
তিনি বলেন, ‘সরকার বদল হলেও মানুষ কাঠামোগত বৈষম্য থেকে মুক্তি পায় না। এ সময়কালে আমরা সবচেয়ে বড় আন্দোলন করলাম দেশ বৈষম্যবিরোধী হবে। কিন্তু আমরা কি সব বৈষম্যের কথা বলি? আমরা তো সব বৈষম্যের কথা বলি না। নারীর সব সুরক্ষার কথা কি আমরা বলি? তার আইনি সুরক্ষা বা আইনি উত্তরাধিকার বিষয়ে কি আমরা সমানভাবে উচ্চারণ করতে পারি? কারণ হলো, যে জিনিসটা আগে সে রকমভাবে ছিল না, এখন এসেছে। এক ধরনের নৈতিক খবরদারি করার দায়িত্ব কেউ কেউ নিয়েছেন। ঘরে নিরাপদে বসে থেকে অন্য কেউ পরিবর্তন নিয়ে আসবে, এমন ভাবনা বোকামির নামান্তর।’
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হুমা খান বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধানে আরও কৌশলী হতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে প্রান্তিক জনগোষ্ঠী আসলে কারা। কোনো মানুষকে লিঙ্গ, ধর্ম, আয়ের দিক, ধর্মীয় দিক থেকে পরিচয় দিয়ে বলি, এরা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে।’
সংলাপে আরও অংশ নেন প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সিপিডির সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর সদস্য ড. মোস্তাফিজুর রহমান।
মাহফুজ/