ঢাকা ১১ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ঈদ উপলক্ষে খুলছে এলেঙ্গা-যমুনা সেতু ফোর লেনের ১০ কিমি রাস্তা

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম
ঈদ উপলক্ষে খুলছে এলেঙ্গা-যমুনা সেতু ফোর লেনের ১০ কিমি রাস্তা
ঈদ উপলক্ষে আগামী ২৪ মার্চ এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফোর লেনের ১০ কিলোমিটার রাস্তা খুলে দেওয়া হবে। ছবি: সংগৃহীত

ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকেই ঘরমুখী মানুষ রাজধানী ছাড়তে শুরু করবেন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর কর্মস্থল থেকে উত্তরের পথ ধরেই আপন নীড়ে ফিরবেন মানুষ। এবারের ঈদযাত্রায় উত্তরবঙ্গের মানুষ বিগত বছরগুলোর তুলনায় মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় স্বস্তি পাবেন বলে জানিয়েছে জেলা পুলিশ। 

জানা যায়, ঈদ উপলক্ষে আগামী ২৪ মার্চ এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফোর লেনের ১০ কিলোমিটার রাস্তা খুলে দেওয়া হবে। যানজটমুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি দিয়ে আরও নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ঈদকে কেন্দ্র করে এই মহসড়কে ফিটনেসবিহীন বাস আর ট্রাক চলাচল বন্ধ করতে না পারলে যানজটের শঙ্কা থেকেই যায়। অন্যদিকে এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কের ফোর লেনের কাজ শেষ না হওয়াতে এবারও যানজটের উৎকণ্ঠায় রয়েছেন এই মহাসড়কে নিয়মিত চলাচলকারী যানবাহনের চালক আর যাত্রীরা। 

স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গসহ ২৩টি জেলার ১৫ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে যায় তিন গুণ। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের সুবিধা শেষে এভাবেই এলেঙ্গায় এসে থমকে যাচ্ছে গাড়ির গতি। দুই লেনের যমুনা সেতুতে দুর্ঘটনা, সেতুর পূর্ব পাড়ের গোল চত্বর থেকে সাড়ে ১৩ কিলোমিটারে নানা অব্যবস্থাপনা ও গাড়ির ধীরগতিতে হরহামেশাই তৈরি হচ্ছে যানজট।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিস লেনসহ ছয় লেনের কাজ শেষ হওয়ায় অনেকটাই ভোগান্তি কমবে যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার রাস্তার ফোর লেনের কাজ চলছে। যেকোনো উৎসবের আগে বা পরে রাজধানী থেকে উত্তরের এই পথে যানবাহনের সংখ্যা বাড়ে অন্তত তিন গুণ। সেই সঙ্গে রাজধানী থেকে অনেক সময় ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় বাস ও ট্রাকসহ মালবাহী যানবাহনে ঈদে ঘরমুখী মানুষকে নিয়ে যাত্রা দেয় উত্তরবঙ্গে। আর এসব ফিটনেসবিহীন যানবাহন মাঝপথে বিকল হয়ে পড়লে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে করে যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় চালকসহ যাত্রীদের।

এই সড়ক নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আওয়াল বলেন, ‘এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার রাস্তায় ফোর লেনের রাস্তার কাজ চলমান রয়েছে। এ জন্য শ্রমিকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। তবে ঈদ উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ১০ কিলোমিটার রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আশা করছি, যানজট এড়াতে চার লেনের সুবিধা কিছুটা হলেও ভোগ করতে পারবেন উত্তরবঙ্গবাসী।’

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘যানবাহন যাতে নির্বিঘ্নে সেতু পারাপার করতে পারে সে ব্যাপারে সেতু কর্তৃপক্ষ প্রস্তুত। এবারের ঈদযাত্রায় যমুনা সেতুতে টোল আদায় সার্বক্ষণিক চালু থাকবে। তবে ভোগান্তি এড়াতে এবারে সেতুর দুই প্রান্তে টোল আদায়ের জন্য বাড়তি ৯টি করে বুথ স্থাপন করা হবে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথ থাকবে। এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত এ বছর আরও অনেকটাই নতুন করে ফোর লেনের সুবিধা পাবেন চালকরা। ফলে এবার যানজটমুক্ত ঈদ উপহার দিতে পারব বলে আশা করছি।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘গত ঈদযাত্রার দুর্বলতা চিহ্নিত করে নানামুখী নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মহাসড়ক যানজট মুক্ত ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে সমন্বয় সভাও করা হয়েছে। এবার মহাসড়কে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে প্রায় সাত শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে শ্রমিক ফেডারেশন।’

তিনি আরও বলেন, ‘ঈদযাত্রায় যখন গামেন্ট ফ্যাক্টরিগুলো ছুটি হয়, তখন মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। সে ক্ষেত্রে যানবাহনগুলো যমুনা সেতুর গোল চত্বর থেকে ভূঞাপুরের লিংক রোডগুলো ব্যবহার করে যানবাহন চলাচলে স্বাভাবিক থাকবে।’ 

উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের বাসচালক সোহরাব মিয়া বলেন, ‘মহাসড়কে পুলিশকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। পুলিশ যদি এ মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি ঢুকতে না দেয় এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে আমার মনে হয় যানজট হবে না।’

অন্যদিকে ট্রাকচালক বাছেদ আলী বলেন, ‘এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। সম্পূর্ণ কাজ শেষ না হলে এবারও মহাসড়কে যানজটের আশঙ্কা করছি। এ কারণে প্রতিবছরই আমাদের যানজটের কবলে পড়তে হয়।’

যমুনা সেতু মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের মতে, মহাসড়কে অবৈধ অটোরিকশা ও তিন চাকার ভ্যান গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া বর্তমানে ছিনতাই ও চুরির সংখ্যাও বেড়ে গেছে। তাই মহাসড়কে রাতে যদি যানজট লেগে যায়, তাহলে ছিনতাই ও চুরির শঙ্কা থেকেই যাচ্ছে। তাই নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই মহাসড়কে বিশেষ নজরদারির দাবি জানান তারা। সূত্র: বাসস

আন্দোলনের নামে সড়ক অবরোধ না করার অনুরোধ ডিএমপির

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম
আন্দোলনের নামে সড়ক অবরোধ না করার অনুরোধ ডিএমপির
খবরের কাগজ গ্রাফিকস

রাজধানীতে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

বুধবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবিদাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করছে। এতে করে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

এতে আরও বলা হয়, যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তারপরও সড়ক অবরোধ করার মতো ঘটনায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগেও সড়ক অবরোধ না করতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে দেয় ডিএমপি।

বে টার্মিনাল নির্মাণসহ ২ প্রকল্পে ৮৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:১০ এএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম
বে টার্মিনাল নির্মাণসহ ২ প্রকল্পে ৮৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক

বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ. মার্টিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি) বাস্তবায়নে ৬৫ কোটি মার্কিন ডলার এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প (এসএসপিআইআরআইটি) বাস্তবায়নে ২০ কোটি ডলারের চুক্তি হয়।

প্রকল্প দুটি যথাক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর ও অর্থ বিভাগ বাস্তবায়ন করবে।

বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি মাস থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত এবং এসএসপিআইআরআইটি প্রকল্পের বাস্তবায়নকাল এ বছরের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

ঋণ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের (এসএআর) ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারসহ বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে গত ২০ এপ্রিল একনেক সভায় ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি) অনুমোদন দেওয়া হয়। ওই দিন সভায় সুরক্ষা জোরদার প্রকল্পও (এসএসপিআইআরআইটি) অনুমোদন পায়। মোট অনুমোদন দেওয়া হয় ১৬টি প্রকল্প। যার মোট ব্যয় ধরা হয় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় হবে। অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৩টি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প রয়েছে।

কাতারের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম
কাতারের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ এপ্রিল) দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘কাতারের বিনিয়োগকারীদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাস্ত্রের যন্ত্রাংশসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানোসহ বিনিয়োগ পরিসেবা উন্নয়ন করা হচ্ছে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারবেন। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান।

কাতার তিন বছর পর পর বাংলাদেশ থেকে ৭২৫ জন করে সেনাসদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপ-প্রধানমন্ত্রীকে এই সেনাসদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান।

এদিকে কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: বাসস

অমিয়/

প্রবাসীদের ভোটপদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে অংশীজনের সঙ্গে সংলাপ করবে ইসি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৪ এএম
প্রবাসীদের ভোটপদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে অংশীজনের সঙ্গে সংলাপ করবে ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রবাসীরা সংশ্লিষ্ট দেশে বসে কোন পদ্ধতিতে ভোট প্রয়োগ করবেন সে বিষয়ে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট- এই তিন পদ্ধতি নিয়ে চলছে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা। এসব ব্যবস্থার মধ্য থেকে ভোট পদ্ধতি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে দুই দিন বা তিন দিনের সংলাপের আয়োজনের কথা ভাবছে সংস্থাটি।

এ বিষয়ে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল দু-তিন দিনের সংলাপ আয়োজনের কথা ভাবা হচ্ছে। এরই মধ্যে অংশীজনদের তালিকা প্রস্তুত করেছে ইসি সচিবালয়। সংলাপে গণমাধ্যমের সম্পাদক, সুশীলসমাজ ও নিবন্ধিত দলগুলোকে আমন্ত্রণ জানাবে সংস্থাটি। এই সংলাপে প্রবাসীদের ভোট প্রয়োগের পদ্ধতি নিয়ে মতামত বা পরামর্শ নেওয়া হবে।

এর আগে গত ৮ এপ্রিল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে তিনটি পদ্ধতি নিয়ে আগতরা উপস্থাপনা দেন। এ ক্ষেত্রে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট- এই তিন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি আলাদা কমিটি গঠন করা হয়। সেই কমিটিগুলোও এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। 

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, কমিটিগুলো এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে অংশীজনের মতামত নেওয়া পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:০১ এএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৫১ এএম
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। গতকাল বুধবার রাতে এক সরকারি আদেশে এ কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ উপলক্ষে ২৪-২৬ এপ্রিল দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।