ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান জুলাই মঞ্চের

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট: ২২ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান জুলাই মঞ্চের
ছবি: সংগৃহীত

রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে জুলাই মঞ্চের ব্যানারে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে শহাবাগ মোড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুর থেকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। সেখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

আন্দোলনকারীরা জানায়, কোনো চক্রান্ত করে গণ-অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। ছাত্র-জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবাই ঐকমত্য। ‘রিফাইন্ড আওয়ামী লীগ’, বা যে নামে কিংবা মোড়কেই হোক না কেন, এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র-জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দিবে তবুও আওয়ামী লীগকে রাজনীতি করার স্থান দিবে না।

এমএ/

 

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় ‘লিডার্স’ ক্যাটাগরিতে ছয় নম্বরে রয়েছে ড. ইউনূসের নাম। এই তালিকায় শুরুর দিকে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি মাস্কের নাম।

প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ড. ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর, একজন চেনা নেতা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন।’

“কয়েক দশক আগে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করতে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। যা কয়েক লাখ মানুষকে নিজস্ব ব্যবসা শুরু, তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। এই ক্ষুদ্র ঋণের সুবিধা নেওয়া ৯৭ শতাংশই নারী।”

হিলারি ক্লিনটন টাইমের জন্য লেখা এক প্রবন্ধে ইউনূসের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তিনি শুধু অর্থনৈতিক বিপ্লব ঘটাননি, বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। এখন তিনি আবার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

হিলারি লেখেন, এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে।

তিনি আরও বলেন, ‘এখন ড. ইউনূস তার দেশের ডাকে আরেকবার সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করতে নেতৃত্ব দিচ্ছেন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতার দাবি জানাচ্ছেন এবং একটি ন্যায়বিচার ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।’

প্রতিবছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি। ১৯৯৯ সাল থেকে প্রতিবছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্রঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সূত্র: টাইম ম্যাগাজিন

এমএ/

আলীকদমে ‘বৈসাবি’ উদযাপনে আর্থিক সহায়তা দিচ্ছে বিজিবি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
আলীকদমে ‘বৈসাবি’ উদযাপনে আর্থিক সহায়তা দিচ্ছে বিজিবি
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান উৎসব ‘বৈসাবি’ উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম এলাকায় আর্থিক অনুদানসহ নিরাপত্তা দিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

১২ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলা নববর্ষ ও নৃ-গোষ্ঠীদের প্রধান উৎসব ‘বৈসাবি’ উৎসব ১৭ এপ্রিল পর্যন্ত উদযাপন করা হচ্ছে। সেখানে বিজিবির আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনসাধারণকে আর্থিক অনুদানসহ যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজিবির সংশ্লিষ্টরা জানান, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড এস. নাহিয়ান এবং বুলুপাড়া বিওপির ক্যাপ্টেন আল-শাহরিয়ার সিয়ামের নেতৃত্বে ওই আর্থিক অনুদান এবং বিজিবি টহলদল নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এসময়ে আলীকদম ব্যাটালিয়নের আওতাধীন মদক বিওপির (বর্ডার আউট পোস্ট) দায়িত্বপূর্ণ বড় মদকপাড়া, পাইমং পাড়া, ঊষামং পাড়া, পুসাতং পাড়া ও বুলুপাড়া এবং পানঝিরি বিওপির দায়িত্বপূর্ণ বিভিন্ন পাড়ায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী জনসাধারণের মাঝে ‘বৈসাবি উৎসব’ উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন কর্তৃক আর্থিক অনুদান ও নিরাপত্তা প্রদান করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বুধবার খবরের কাগজকে বলেন, আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, নগদ অর্থ, বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকাণ্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী-বাঙ্গালি সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলা নববর্ষ ও নৃ-গোষ্ঠীদের প্রধান উৎসব বৈসাবি উদযাপন উপলক্ষে তাদেরকে আর্থিক অনুদান ও নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এই জাতীয় কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।

আলমগীর হোসেন/মাহফুজ

 

বিমান বাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে আকাশ প্রতিরক্ষা র‌াডার উদ্বোধন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম
বিমান বাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে আকাশ প্রতিরক্ষা র‌াডার উদ্বোধন
বাংলাদেশ বিমান বাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে বুধবার নব স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করা হয়েছে। ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে নতুন স্থাপিত ‘জিএম ৪০৩এম’ আকাশ প্রতিরক্ষা র‌াডারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওই র‌াডার উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ-উপকরণ সংযোজন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা র‌াডার বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো। 

আইএসপিআর জানায়, এই রাডার উদ্বোধনের মাধ্যমে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী। নতুন অন্তর্ভুক্ত র‌াডারটি বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যাধুনিক রাডারটি বিমানবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইএসপিআর। 

 

বিআরটিএর প্রতিবেদন মার্চে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪২ জনের মৃত্যু

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম
মার্চে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪২ জনের মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

মার্চ মাসে সারা দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪২ জন মানুষ মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন ৪৪৭ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ঢাকা বিভাগে ১১৮টি দুর্ঘটনায় সর্বোচ্চ ১২০ জন নিহত হয়েছেন; চট্টগ্রাম বিভাগে ৭২টি দুর্ঘটনায় ৬৫;  রাজশাহী বিভাগে ৭১টি দুর্ঘটনায় ৭২; খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৪৯; বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ১৮; সিলেট বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৩; রংপুর বিভাগে ৬১টি দুর্ঘটনায় ৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন।

ঢাকার ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করা হচ্ছে: ডিএমপির অতিরিক্ত কমিশনার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে রাজধানীর ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার। এ লক্ষ্যে ‘গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ’ কর্মসূচির আওতায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে  ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তাবিষয়ক’ সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সড়কে অকালমৃত্যু কমাতে দুর্ঘটনা ও মৃত্যুর তথ্য ব্যবস্থাপনা, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, কার্যকর বাস্তবায়ন, গতিসীমা নিয়ন্ত্রণ, সিটবেল্ট ব্যবহার, মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ সড়ক পরিকল্পনা ও নির্মাণ বিষয়ে এই সভায় আলোচনা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) যৌথভাবে এ সভা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লুমবার্গ ফিলানথ্রপিসের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক কেলি লারসন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মো. কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম তৌহিদুল ইসলাম, গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ প্রতিনিধি তাইফুর রহমান।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপি যৌথভাবে ‘ঢাকা নর্থ সিটি রোড সেফটি রিপোর্ট-২০২৩’ প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত এলাকায় ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২৩ জন প্রাণ হারান, যার ৬১ শতাংশই ছিলেন পথচারী। তাই পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পথচারীবান্ধব সড়ক অবকাঠামো নির্মাণ করতে সভায় গুরুত্বারোপ করেন আলোচকরা।

সিনিয়র সচিব এহসানুল বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সড়ক পদ্ধতির আলোকে একটি সার্বিক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করব। সড়ক ব্যবস্থাপনা কার্যক্রমও আরও সমন্বয় করা হবে।’

শুল্ক আরোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
শুল্ক আরোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল: বাণিজ্য উপদেষ্টা
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি: খবরের কাগজ

শুল্ক আরোপ ইস্যুতে আগামী সপ্তাহে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

উপদেষ্টা বলেন, আমরা জানি এই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই ৯০ দিনের মধ্যে আমাদের কার্যক্রম কী হবে, এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজে সচেতন। আমাদের যে সকল দেশের সঙ্গে বাণিজ্য রয়েছে বিশেষ করে রপ্তানি বেশি আমদানি কম। এর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম, ক্রেতা হিসেবে যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দেশ। সেজন্য আমাদের কাছে বিষয়টি চিন্তার। যুক্তরাষ্ট্র যখন তাদের বাণিজ্য ঘাটতি নিরুপণ করছে। সেটা পণ্যের ক্ষেত্রে করছে, সেবার ক্ষেত্রে করছে না। এজন্য আমরা কিছু কর্মসমষ্টি তৈরি করেছি। তিনি বলেন, এই কর্ম সমষ্টি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থ উপদেষ্টা ও বাণিজ্য সচিবসহ একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানে ইউএসটিআর রয়েছে, যারা এই শুল্ক নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে আলোচনা করে কিছু ট্যারিফ ও নন-ট্যারিফ কাঠামো রয়েছে, যার মাধ্যমে আমরা আরো নিদিষ্ট কিছু পদক্ষেপ চিহ্নিত করবো।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ২ বিলিয়ন ডলারের বাণিজ্য। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আসে। এছাড়া আমাদের কিছু পণ্য আছে যা দুই দেশকেই সুবিধা দেয়। সেসব পণ্যের শুল্ক সহনীয় পর্যায়ে আনতে পারি। একই সঙ্গে আমাদের উপযোগী করার জন্য বিভিন্ন রকমের অবকাঠামোগত চিন্তা করছি। যেখানে আমাদের পণ্যের মান বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে ও বাণিজ্য বাড়বে। এছাড়া যখন যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি দল আলোচনা করে আসবে পরবর্তীতে আমি নিজেই যাবো। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর কাছে সুস্পষ্ট প্রস্তাব রাখবো বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করি। আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্র ১ বিলিয়ন ডলার শুল্ক আদায় করে। আমরা যুক্তরাষ্ট্র থেকে শুণ্য শুল্কের পণ্য আমদানি করে সেটা পুনরায় রপ্তানি করি। সেজন্য আমরা আমাদের প্রতিবন্ধকতা খুঁজে বের করার চেষ্টা করছি। কারণ আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতার বাইরে যেতে পারবো না। আবার সামগ্রিক অর্থনীতির সমস্যা তৈরি হয়েছিলো ফ্যাসিস্ট শাসনামলে ভুল অর্থনীতির নীতি কারণে। আমরা অবশ্যই সে ধরনের নীতিতে যাবো না। আমাদের অর্থনীতির সক্ষমতা, বাণিজ্যের সম্ভবনা, এই দুইটিতে এক সঙ্গে কাজে লাগিয়ে, সর্বোপরি প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনে নিয়ে আমরা এই সমস্যার সমাধান করবো।

আনিসুর রহমান তপন/এমএ/