
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য জমে থাকা সব আবেদন আগামী জুনের মধ্যে নিষ্পত্তি করতে চায় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এনআইডি কার্যক্রম পরিচালনাকারী এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন সংস্থার সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে ইসির জারি করা মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়।
ইসির এনআইডি শাখার তথ্য অনুযায়ী, নিবন্ধন অনুবিভাগের এই পর্যায়ে ইসিতে সংশোধনের জন্য আটকে থাকা আবেদনের সংখ্যা ৪ লাখের বেশি। এর আগে ২০১১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল। ক্রাশ প্রোগ্রামে তার মধ্যে নিষ্পন্ন হয় ৯৮ হাজার ৪৪টি আবেদন। চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি, তার মধ্যে নিষ্পন্ন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সেই হিসাবে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ‘নতুন ভোটার নিবন্ধনের মতো এনআইডি সংশোধনও একটি চলমান প্রক্রিয়া। একটি আবেদন নিষ্পত্তি করলে নতুন ৩টি আবেদন জমা পড়ে। পৌনে ৪ লাখের মতো আবেদন অনিষ্পন্ন ছিল। প্রায় ১ লাখ আবেদন নিষ্পত্তির পর দেখা গেছে, নতুন করে ১ লাখের বেশি আবেদন জমা পড়েছে। আবেদনগুলো শেষ করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর পর ভোটার তালিকা হালনাগাদের চলমান কার্যক্রম শেষ হলে আগামী জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এলিস/এমএ/