ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

২৫ মার্চ রাতে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা, এক মিনিট প্রতীকী ব্ল্যাকআউট

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম
২৫ মার্চ রাতে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা, এক মিনিট প্রতীকী ব্ল্যাকআউট
ফাইল ছবি

একাত্তরের গণহত্যা স্মরণে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট (কেপিআই/জরুরি স্থাপনা ছাড়া) পালন করা হবে।

রবিবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দেবেন। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্টব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টায় বা সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ঢাকাসহ সব সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে এবং গৃহীত কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে।

এতে আরও বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। 

এ ছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না।

বিমান বাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে আকাশ প্রতিরক্ষা র‌াডার উদ্বোধন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম
বিমান বাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে আকাশ প্রতিরক্ষা র‌াডার উদ্বোধন
বাংলাদেশ বিমান বাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে বুধবার নব স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করা হয়েছে। ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে নতুন স্থাপিত ‘জিএম ৪০৩এম’ আকাশ প্রতিরক্ষা র‌াডারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওই র‌াডার উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ-উপকরণ সংযোজন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা র‌াডার বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো। 

আইএসপিআর জানায়, এই রাডার উদ্বোধনের মাধ্যমে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী। নতুন অন্তর্ভুক্ত র‌াডারটি বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যাধুনিক রাডারটি বিমানবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইএসপিআর। 

 

বিআরটিএর প্রতিবেদন মার্চে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪২ জনের মৃত্যু

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম
মার্চে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪২ জনের মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

মার্চ মাসে সারা দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪২ জন মানুষ মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন ৪৪৭ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ঢাকা বিভাগে ১১৮টি দুর্ঘটনায় সর্বোচ্চ ১২০ জন নিহত হয়েছেন; চট্টগ্রাম বিভাগে ৭২টি দুর্ঘটনায় ৬৫;  রাজশাহী বিভাগে ৭১টি দুর্ঘটনায় ৭২; খুলনা বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৪৯; বরিশাল বিভাগে ২৮টি দুর্ঘটনায় ১৮; সিলেট বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৩; রংপুর বিভাগে ৬১টি দুর্ঘটনায় ৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩১টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন।

ঢাকার ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করা হচ্ছে: ডিএমপির অতিরিক্ত কমিশনার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে রাজধানীর ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার। এ লক্ষ্যে ‘গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ’ কর্মসূচির আওতায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে  ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তাবিষয়ক’ সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সড়কে অকালমৃত্যু কমাতে দুর্ঘটনা ও মৃত্যুর তথ্য ব্যবস্থাপনা, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, কার্যকর বাস্তবায়ন, গতিসীমা নিয়ন্ত্রণ, সিটবেল্ট ব্যবহার, মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ সড়ক পরিকল্পনা ও নির্মাণ বিষয়ে এই সভায় আলোচনা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) যৌথভাবে এ সভা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লুমবার্গ ফিলানথ্রপিসের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক কেলি লারসন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মো. কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম তৌহিদুল ইসলাম, গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ প্রতিনিধি তাইফুর রহমান।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপি যৌথভাবে ‘ঢাকা নর্থ সিটি রোড সেফটি রিপোর্ট-২০২৩’ প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত এলাকায় ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২৩ জন প্রাণ হারান, যার ৬১ শতাংশই ছিলেন পথচারী। তাই পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পথচারীবান্ধব সড়ক অবকাঠামো নির্মাণ করতে সভায় গুরুত্বারোপ করেন আলোচকরা।

সিনিয়র সচিব এহসানুল বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সড়ক পদ্ধতির আলোকে একটি সার্বিক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করব। সড়ক ব্যবস্থাপনা কার্যক্রমও আরও সমন্বয় করা হবে।’

শুল্ক আরোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
শুল্ক আরোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল: বাণিজ্য উপদেষ্টা
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি: খবরের কাগজ

শুল্ক আরোপ ইস্যুতে আগামী সপ্তাহে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

উপদেষ্টা বলেন, আমরা জানি এই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই ৯০ দিনের মধ্যে আমাদের কার্যক্রম কী হবে, এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজে সচেতন। আমাদের যে সকল দেশের সঙ্গে বাণিজ্য রয়েছে বিশেষ করে রপ্তানি বেশি আমদানি কম। এর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম, ক্রেতা হিসেবে যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দেশ। সেজন্য আমাদের কাছে বিষয়টি চিন্তার। যুক্তরাষ্ট্র যখন তাদের বাণিজ্য ঘাটতি নিরুপণ করছে। সেটা পণ্যের ক্ষেত্রে করছে, সেবার ক্ষেত্রে করছে না। এজন্য আমরা কিছু কর্মসমষ্টি তৈরি করেছি। তিনি বলেন, এই কর্ম সমষ্টি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থ উপদেষ্টা ও বাণিজ্য সচিবসহ একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানে ইউএসটিআর রয়েছে, যারা এই শুল্ক নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে আলোচনা করে কিছু ট্যারিফ ও নন-ট্যারিফ কাঠামো রয়েছে, যার মাধ্যমে আমরা আরো নিদিষ্ট কিছু পদক্ষেপ চিহ্নিত করবো।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ২ বিলিয়ন ডলারের বাণিজ্য। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আসে। এছাড়া আমাদের কিছু পণ্য আছে যা দুই দেশকেই সুবিধা দেয়। সেসব পণ্যের শুল্ক সহনীয় পর্যায়ে আনতে পারি। একই সঙ্গে আমাদের উপযোগী করার জন্য বিভিন্ন রকমের অবকাঠামোগত চিন্তা করছি। যেখানে আমাদের পণ্যের মান বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে ও বাণিজ্য বাড়বে। এছাড়া যখন যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রতিনিধি দল আলোচনা করে আসবে পরবর্তীতে আমি নিজেই যাবো। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর কাছে সুস্পষ্ট প্রস্তাব রাখবো বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করি। আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্র ১ বিলিয়ন ডলার শুল্ক আদায় করে। আমরা যুক্তরাষ্ট্র থেকে শুণ্য শুল্কের পণ্য আমদানি করে সেটা পুনরায় রপ্তানি করি। সেজন্য আমরা আমাদের প্রতিবন্ধকতা খুঁজে বের করার চেষ্টা করছি। কারণ আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতার বাইরে যেতে পারবো না। আবার সামগ্রিক অর্থনীতির সমস্যা তৈরি হয়েছিলো ফ্যাসিস্ট শাসনামলে ভুল অর্থনীতির নীতি কারণে। আমরা অবশ্যই সে ধরনের নীতিতে যাবো না। আমাদের অর্থনীতির সক্ষমতা, বাণিজ্যের সম্ভবনা, এই দুইটিতে এক সঙ্গে কাজে লাগিয়ে, সর্বোপরি প্রধান উপদেষ্টার নির্দেশনা মেনে নিয়ে আমরা এই সমস্যার সমাধান করবো।

আনিসুর রহমান তপন/এমএ/

নির্বাচনের খসড়া কর্মপরিকল্পনা জুলাইয়ে প্রকাশ করা হবে: ইসি আনোয়ারুল

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম
নির্বাচনের খসড়া কর্মপরিকল্পনা জুলাইয়ে প্রকাশ করা হবে: ইসি আনোয়ারুল
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

নির্বাচনের প্রাক-প্রস্তুতিমূলক সব কাজ গুছিয়ে জুলাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের খসড়া ‘কর্মপরিকল্পনা’ মুদ্রিত কপি জনসম্মুখে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগস্ট-সেপ্টেম্বরে নতুন-পুরনো সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আাগারগাঁয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, সরকার ঘোষিত ডিসেম্বরের টাইমলাইনকে সামনে রেখে আমরা কাজ করছি। ভোটের পথে ইসির কাজগুলোকে ‘রোডম্যাপ’ না বলে কর্মপরিকল্পনা (অ্যাকশনপ্লান/ওয়ার্কপ্লান) হিসেবে অভিহিত করা হচ্ছে। সংলাপ শুরুর দিকেই আগে ভোটার তালিকা হালনাগাদ, আরপিও-আচরণবিধি, নীতিমালাসহ আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধনসহ সার্বিক কাজ শেষ করার চেষ্টা করছে কমিশন। কারণ অন্তর্বর্তী সরকারের ঘোষিত ডিসেম্বরে ভোটকে সামনে রেখেই চলছে ইসির সব ধরনের প্রস্তুতিমূলক কাজ। আর দল নিবন্ধন শেষ করে আগামী আগস্ট-সেপ্টেম্বর বা সম্ভব হলে আরও আগেই তারা মতবিনিময় হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে রোডম্যাপের যে বিষয়টি, যে কর্মপরিকল্পনাটি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা নিজস্ব কর্মপরিকল্পা ধরেই এগোচ্ছি। সে কর্মপরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে প্রাথমিক পর্যায়ে আসনের প্রশানিক বিন্যাসের তথ্য, ভোটার তালিকার তথ্য সংগ্রহ ও শেষ পযায়ে গুছিয়ে এনেছি, নিবন্ধনের কাজও একটা পর্যায়ে আসছি। আইনের সংশোধনী পেলে আশা করি আগামী ৩ মাসের মধ্যে এসব শেষ করতে পারবো।

এদিকে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কাজ শেষ করে নতুন-পুরনো সবাইকে নিয়ে সংলাপে বসতে চায় ইসি। সেটা হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে। নতুন দলের নিবন্ধন প্রশ্নের উত্তরে এই নির্বাচন কমিশনার জানান, এখন পর্যন্ত তিনটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছেন। তবে তারা সময় বাড়ানোর জন্য বলেছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পেতে আগ্রহী দলগুলোর আবেদন নেওয়া হবে। সময় বাড়ানোর এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

চলমান আইন-শৃঙ্খলা পরস্থিতি প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘বাস্তবেও আমরা রমজান মাসে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বা অতীতের তুলনায় একটা তুলনামূলক পর্যালোচনা করি তাহলে আমি মনে করি ধারাবাহিকভাবে তা উন্নতি হচ্ছে। মাঠ পর্য়ায়ের তথ্য হলো, রমজান মাসে আমাদের যে পারফরম্যান্স এটি আমরা আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি। এই ধারা অব্যাহত থাকলে আমরা নির্বাচন করতে কোন বাধা মনে করি না'। তিনি আশা করছেন, আগামী ৬-৮ মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।'

এলিস/এমএ/

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি: আসিফ নজরুল

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি: আসিফ নজরুল
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে বিফ্রিং দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে। তারা বলেছেন, আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে, আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন। যে যেটা বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে বারবার যে কথা বলেছেন, সেটাই আমাদের অবস্থান। অন্য কেউ যদি বেফাঁস কথা বলেন তারা যেন বিভ্রান্ত না হন।

বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। 

নির্বাচনসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর ১২টার দিকে যমুনায় যায় বিএনপির প্রতিনিধি দলটি। বৈঠক শেষে দুপুর ২টার দিকে প্রতিনিধি দল যমুনা থেকে বের হয়ে আসে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আলোচনায় কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ডিসেম্বর থেকে জুন মাস, মানে আমরা ইচ্ছা করেই দেরি করব এমনটা নয়। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বরের পর থেকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা। আমরা অকারণে এক মাস, দুই মাস বেশি থাকলাম, মোটেও এমনটা নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে।

আইন উপদেষ্টা বলেন, আমাদের ঐকমত্য কমিশনের যে প্রস্তাব সেটার ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ। তারা ২-৩ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে বসবে। জুলাই ঘোষণাপত্র খুব দ্রুত সময় হয়ে যাবে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।

তিনি বলেন, আলোচনা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হয়েছে। বিএনপি মন খুলে কথা বলেছে। সরকারের কিছু কিছু সিদ্ধান্ত তাদের প্রতিকূলে গেছে বলে তারা বলেছেন। আমরা তাদেরকে উদাহরণ দিয়েছি, অনেকগুলো সিদ্ধান্ত তাদের অনুকূলে গেছে। রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। গত তিন মাসে ৭ হাজারের অধিক মামলা প্রত্যাহার হয়েছে। বিএনপি আরেকটা ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছে। আমরা বলেছি যে, আমরা এই লক্ষ্যে কাজ করছি।

এমএ/