
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৫০ হাজার ছাড়িয়ে গেছে, যার ১৭ হাজারই শিশু। ফিলিস্তিনের সেই শিশুদের আর্তনাদের নানা মুহূর্ত এখন ভাসছে অন্তর্জালে। সেসব মর্মন্তুদ দৃশ্য হৃদয় এফোঁড়-ওফোঁড় করে। তবু স্বাধীন ভূখণ্ড পেতে লড়াই করছে ফিলিস্তিন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সেসব মানুষের সঙ্গে সংহতি জানাতে সোমবার (২৪ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজন করা হয় সংহতি সমাবেশ। দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে এই সমাবেশে শিশু-কিশোর সংগঠন ‘শিশুদের জন্য আমরা’-এর সদস্যরা অংশ নেয়।
মূলত ইসরায়েলি যুদ্ধাপরাধ ও চলমান গণহত্যার প্রতিবাদ জানাতে আয়োজন করা হয় এই সমাবেশ। সকাল ৯টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয় এই সমাবেশ। সমাবেশে আগত শিশুদের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে ছিল গাজায় নিহত কয়েকজন শিশুর ছবি, সঙ্গে যুদ্ধবিরতির বার্তাও লেখা ছিল। এ সময় গাজার শিশুদের নিয়ে শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানে একটি কবিতা শোনান।
একুশে পদকজয়ী আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ‘আজকে যেমন বাচ্চারা এই সরোবর মঞ্চে খেলে বেড়াচ্ছে, তেমনি পৃথিবীর সব শিশুর খেলে বেড়ানোর কথা। এমন এক পরিবেশেই তাদের লালনপালন করার কথা আমাদের। কিন্তু ইসরায়েলি আগ্রাসন, যুদ্ধাপরাধ ও গণহত্যা এই বাস্তবতা বদলে দিয়েছে।’
ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন এবং তাদের মুক্তির জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ভবিষ্যতে শিশুরা যখন আমাদের প্রশ্ন করবে, তখন আমরা যেন তাদের সদুত্তর দিতে পারি।’