
ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
উক্ত অনুষ্ঠানে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভুইয়া ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহসহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাধারণ আইনজীবীরা।
এম এ জলিল উজ্জ্বল/সুমন