আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম এসএ গেমসে ২৬ ডিসিপ্লিনে দল প্রেরণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। প্রতিযোগিতাটিতে সেফ দ্য মিশন নিযুক্ত করা হয়েছে বিওএর সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীরকে। বুধবার (২৩ এপ্রিল) বিওএর কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসএ গেমস ছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়। নভেম্বরে সৌদি আরবের বিয়াদে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে দল পাঠানোর প্রথমিক সিদ্ধান্ত হয়েছে। আর অক্টোবরের এশিয়ান ইয়্যুথ গেমসের জন্য ডিসিপ্লিন নির্ধারণ করা হয়েছে ১৩টি। এ ছাড়া দশম বাংলাদেশ গেমস আগামী বছরের মার্চে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স তৈরির সিদ্ধান্তও গৃহীত হয়েছে সভায়।
এসএ গেমসে যে সব ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ:
আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, রেসলিং, উশু, রাগবি, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার।
ইসলামিক সলিডারিটি গেমসের ডিসিপ্লিন সমুহ:
অ্যাথলেটিকস, ফেন্সিং, কারাতে, সুইমিং, টেবিল টেনিস, ভারোত্তোলন, রেসলিং, উশু, বাস্কেটবল ৩*৩, জুডো ও তায়কোয়ানদো।
তোফায়েল/মাহফুজ