ঢাকা ১৩ বৈশাখ ১৪৩২, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
English
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গা সংকট: উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তাব জাতিসংঘে গৃহীত

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
রোহিঙ্গা সংকট: উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তাব জাতিসংঘে গৃহীত
ছবি: সংগৃহীত

মায়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের পরিধি, কাঠামো, পদ্ধতি ও আয়োজনসংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় ভোটাভুটির মাধ্যমে গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) এই প্রস্তাব গ্রহণ করা হয়।

বুধবার (২৬ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রস্তাবের ওপর উন্মুক্ত বিতর্ক চলার সময় রাশিয়া বেশ কিছু সংশোধনের প্রস্তাব করে। তবে বাংলাদেশ তা গ্রহণ করেনি। একপর্যায়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী ওই প্রস্তাবের ওপর ভোটের প্রস্তাব করলে সেটি ১৪১ ভোটে গৃহীত হয়। প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি, তবে ১০টি দেশ ভোটদানে বিরত থাকে।

এ প্রস্তাব গ্রহণের বিষয়টিকে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এমন সময়ে এটি নেওয়া হলো, যখন আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে ঢাকা।

উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে এসে কক্সবাজারে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের পরিস্থিতি নিজ চোখে দেখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে এক ইফতার আয়োজনে যোগ দিয়ে তিনি বলেন, ‘এখানে থাকা সব শরণার্থীর স্বেচ্ছা, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।’

কেশবপুর এনএস মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:১৫ পিএম
আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৫২ পিএম
কেশবপুর এনএস মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের স্মরণসভা অনুষ্ঠিত
কেশবপুর এনএস মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলতাফ হোসেনের মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক অতিরিক্ত সচিব সোহরাব হোসেন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর এনএস মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলতাফ হোসেনের পঞ্চম মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর এনএস মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব সোহরাব হোসেন।

কেশবপুর এনএস মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্র ও ব্যাংকার আ. ছালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কৃষি ব্যাংকের সাবেক এমডি হেলালউদ্দিন, কৃষি ব্যাংকের সাবেক জিএম নাসিরউদ্দিন তালুকদার, বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র সাবেক সাব রেজিস্ট্রার আ. রব, প্রাক্তন ছাত্র ইসলামী ব্যাংকের সাবেক এভিপি আ. গণি ও আতিকুল্লাহ।

সভায় বক্তারা কেশবপুর এনএস মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেনের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওই স্কুল ও এলাকার উন্নয়নে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৪২

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৪২
খবরের কাগজ গ্রাফিকস

দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৪২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১২টা থেকে গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় আরও ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চায়নিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাঁচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চলমান থাকবে।’ 

ইনকিলাব মঞ্চের শহিদি সমাবেশ আ.লীগকে নিষিদ্ধ করতে ১০০ দিনের আলটিমেটাম

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৫০ পিএম
আ.লীগকে নিষিদ্ধ করতে ১০০ দিনের আলটিমেটাম
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘শহিদি সমাবেশ’। ছবি: খবরের কাগজ

জুলাই গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সরকারকে ১০০ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে সরকার কোন ব্যবস্থা গ্রহণ না করলে আগামী ৫ আগস্ট শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের আয়োজনে জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ‘শহিদি সমাবেশ’ এই আলটিমেটাম দেন শরিফ ওসমান হাদি।

তিনি বলেন, ‘আগামী ১০০ দিন ৬৪ জেলায় গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ। যদি এই সময়ের মধ্যে সরকার কার্যকর কোন ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী ৩৬ জুলাই (৫ অগাস্ট) শাহবাগ থেকে ‘মার্চ ফর বাংলাদেশ ’কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করবে জুলাই জনতা।’

এর আগে ওই সমাবেশ জুলাই অভ্যুত্থানে শহিদ সাইমের মা এদেশে আওয়ামী লীগ যেন রাজনীতি করতে না পারে সেই দাবি তুলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে কী অপরাধ করেছিল, যে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলো? আমি শহিদের মা হিসেবে বলছি, আওয়ামী লীগ যেন আর কখনও এই দেশে রাজনীতি করতে না পারে।’

সরকারকে বিচারের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে শহিদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, ‘আমাদের শহিদ পরিবারের কষ্টটা অন্যরা বাইরে থেকে বুঝতে পারবে না। কারণ এই হত্যাকাণ্ডের বিচারের জন্য এমন কোন দরজা নাই যে আমরা যাই নাই। আমাদের কেন ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে! সংস্কার ও নির্বাচন চেয়ে গুরুত্বপূর্ণ জুলাই অভ্যুত্থানের বিচার। আমরা সরকারকে বলব বিচার কার্যক্রমের দিকে নজর দেন।’

সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যেই ভারত এতগুলো খুনের হুকুমকারীদের আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে ফেরত দেওয়া না পর্যন্ত তাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা-কলমের সম্পর্ক এবং জনগণের সম্পর্ক কোনদিন এক নয়। আমরা স্পষ্ট করে ভারতকে বলতে চাই, বাংলাদেশের সঙ্গে যদি তারা প্রতিবেশীর সম্পর্ক দেখতে চায়, তারা যেই খুনিদের তাদের আশ্রয় দিয়েছে, তাদের বাংলাদেশের মাটিতে ফেরত দিতে হবে।’

নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘দশমাস আগে কখন স্যাংশন, আমেরিকার হস্তক্ষেপ করবে কিংবা হাসিনা মারা যাবে বা নির্বাচন আসবে সেটি অপেক্ষা করা লাগত, তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিতে হতো কিন্তু যখন ছাত্র-জনতা মাঠে নেমে খুনি হাসিনাকে দেশ ছাড়া করল; তখন তাদের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মুখে অন্য কিছু মানায় না। রাজনৈতিক দলগুলো সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার না-কি নির্বাচন? মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, এই খেলা বাদ দিয়ে সবার আগে হতে হবে এই খুনিদের বিচার।’

এসময় অন্যান্যদের মধ্যে শহিদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে নিহত মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনূভা মাহা, আপ বাংলাদেশের সংগঠক আলী আহসান জুনায়েদ, ইসলামি ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান, বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া ওই সমাবেশ থেকে চারটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করে শহিদদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে; পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে এবং দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে।

আরিফ জাওয়াদ/এমএ/

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পিএম
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমে পৌঁছেছেন। ছবি: বাসস

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আগামীকাল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

অধ্যাপক ইউনূস আজ দোহা থেকে সরাসরি রোমে যান। তিনি চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছেন।

পোপ ফ্রান্সিস গত সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। সূত্র:  বাসস

এমএ/

অস্ট্রেলিয়া হাইকমিশনের সামনে মিছিল ও স্মারকলিপি দেবে গার্মেন্ট শ্রমিক সংহতি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পিএম
অস্ট্রেলিয়া হাইকমিশনের সামনে মিছিল ও স্মারকলিপি দেবে গার্মেন্ট শ্রমিক সংহতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ও ২২টি গার্মেন্ট কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উদ্যোগে ‘অস্ট্রেলিয়ার কোম্পানি মোজাইক ব্র্যান্ড কর্তৃক আত্মসাতের অর্থ ফেরত আনার দাবিতে’ অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে মিছিল ও স্মারকলিপি পেশ করবে।

শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রগতি সরণীর সুবাস্তু টাওয়ারের উল্টো দিকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ও ২২টি গার্মেন্ট কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উদ্যোগে ‘অস্ট্রেলিয়ার কোম্পানি মোজাইক ব্র্যান্ড কর্তৃক আত্মসাৎ করা অর্থ ফেরত আনার দাবিতে’ অস্ট্রেলীয় হাইকমিশনের সামনে মিছিল ও স্মারকলিপি পেশ করবে।

উক্ত মিছিলে উপস্থিত থাকবেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরীসহ ২২টি গার্মেন্ট কারখানার ক্ষতিগ্রস্ত শ্রমিক প্রতিনিধিরা।