
৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাসস/তাওফিক/
৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাসস/তাওফিক/
১৩৬টি মোবাইল ফোন জব্দসহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গত সোমবার (২ জুন) রাতে রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানে বিভিন্ন মডেলের ছিনতাইকৃত ১৩৬টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. উজ্জল, মো. সোহাগ, মো. সিয়াম, মো. আব্দুল্লাহ আল নোমান ও জাহিদুল ইসলাম।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরীসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করত। এর আগেও যাত্রাবাড়ী এলাকায় গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে ৫০টি মোবাইল ফোনসহ মো. কাউছার নামে একজনকে গ্রেপ্তার করে সিটিটিসি।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনের ১১তম দিনে মঙ্গলবার (৩ জুন) বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সচিবালয়ের সবগুলো সংগঠনের সমন্বয়ে গঠিত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত ঐক্য ফোরামের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি মনে করেন আন্দোলন থেমে গেছে, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। আমরা এমন কর্মসূচি দেব, আপনারা কল্পনাও করতে পারবেন না।’
তিনি জানান, মুসলিমপ্রধান দেশে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিছুটা নমনীয় কর্মসূচি পালন করছেন তারা। এটাকে দুর্বলতা না ভেবে সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘এটি (অধ্যাদেশ) বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
নুরুল ইসলাম বলেন, ‘অধ্যাদেশ বাতিল না হলে সারা দেশে এই কর্মসূচি ছড়িয়ে দেব। সব সরকারি সেক্টরকে স্তব্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। কিন্তু সরকারের প্রতি শ্রদ্ধা রেখে সহযোগিতার জন্য এখনো কঠোর কোনো কর্মসূচি দিচ্ছি না।’
সরকার কর্মচারীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আগামী ১৫ জুনের মধ্যে যদি কোনো ভালো সংবাদ না পাই, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’
কর্মচারীদের আগামী ১৬ জুন আন্দোলনের প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানিয়ে সংযুক্ত ঐক্য ফোরামের অপর কো-চেয়ারম্যান বদিউল কবির বলেন, ‘ওই দিন বেলা ১১টায় কেউ কর্মস্থলে থাকবেন না। সবাই একসঙ্গে এক হয়ে সমস্বরে বলব- অবৈধ কালো আইন, মানি না মানব না।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে কর্মচারীরা মন্ত্রিপরিষদ বিভাগের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বরাবর স্মারকলিপি দেন।
চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। অধ্যাদেশটি প্রত্যাহারের দাবিতে ২৪ মে থেকেই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে আসছেন।
ঈদ যাত্রায় প্রতারকচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বুধবার (৪ জুন) ইনামুল হক সাগর পিপিএম-সেবা এআইজি, (মিডিয়া অ্যান্ড পিআর) বাংলাদেশ পুলিশ- এ বিষয়ে কিছু নির্দেশনা দেন।
এতে বলা হয়, সম্প্রতি প্রতারকচক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারকচক্র যাত্রীদেরকে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। আবার যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছে ফোন করিয়ে বিকাশে অর্থ দাবি করছে। এ ধরনের অপরাধী হতে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে।
এ ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীগণকে পথিমধ্য থেকে মাইক্রোবাস বা এ জাতীয় যানবাহনে না ওঠার জন্য পুলিশ অনুরোধ জানাচ্ছে।
এ ছাড়া, যাত্রাপথে অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারকচক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
-একাকী ভ্রমণের সময় সাবধান থাকুন। নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখুন।
-আপনার আশেপাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কাউকে সন্দেহ হলে বা সন্দেহজনক কোনো গাড়ি বা পরিস্থিতি লক্ষ্য করলে তৎক্ষণাৎ নিকটস্থ পুলিশকে জানান বা ৯৯৯ এ কল করুন।
-বাংলাদেশ পুলিশ সংঘবদ্ধ অপরাধী ও প্রতারকচক্রের সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।
মেহেদী/
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি/ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ দিন এবং পরের ৫ দিন সার্বক্ষণিক খোলা থাকবে।
সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস আদেশের মাধ্যমে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার নিমিত্ত সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জয়ন্ত/মেহেদী/
ঈদুল আজহার দিন (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন অর্থাৎ ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে।
জয়ন্ত/মেহেদী/