ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে আর্থিক লেনদেন নয়: পুলিশ সদর দপ্তর

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম
পুলিশ কনস্টেবল পদে নিয়োগে আর্থিক লেনদেন নয়: পুলিশ সদর দপ্তর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা-যোগ্যতার ভিত্তিতে চলছে। এ নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বন না করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ আর্থিক লেনদেন বা অন্য কোন উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কেউ যদি কোন প্রতারকের সন্ধান পায় তবে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

জাহাঙ্গীর/মেহেদী/

নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর: গোয়েন লুইস

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৬:২২ পিএম
নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর: গোয়েন লুইস
জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশে জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে বলে জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস।

তিনি বলেন, নির্বাচন আগে না সংস্কার এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। এতে জাতিসংঘের কোনো ভূমিকা নেই।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস।

তিনি আরও বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়।

এই সময় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেছেন, শিগগিরই ছোট আকারে অফিস চালু হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেছেন, তাদের কাজ খুবই জটিল। জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন।

 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেবে সরকার

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেবে সরকার
ছবি: সংগৃহীত

এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যেগুলো মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

এরআগে উপ-প্রেস সচিব বলেন, ‘আজকে আপনারা দেখেছেন— একটা সংবাদ প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও বিভ্রান্তিকর। এ বিষয়ে যেসব সংবাদমাধ্যম ভুল, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, আমরা আশা করবো তারা ভুল সংশোধন করবেন, তাদের পাঠকদের কাছে দুঃখপ্রকাশ করবেন, বাংলাদেশের মানুষ, যাদের বিভ্রান্ত করেছেন তাদের কাছেও দুঃখপ্রকাশ করবেন।’

সাভারে ১৫ কিলোমিটারজুড়ে যানবাহনে ধীরগতি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৫:০৯ পিএম
সাভারে ১৫ কিলোমিটারজুড়ে যানবাহনে ধীরগতি
সাভারে ১৫ কিলোমিটারজুড়ে যানবাহনে ধীরগতি। ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে।

বুধবার  (৪ জুন) দুপুরের পর থেকে সাভারের ঢাকা-আরিচা ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। 

পুলিশ বলছে, বুধবার শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করায় সড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথায় যানজট নেই।

ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে হেমায়েতপুর পর্যন্ত সাভারমুখী লেনে ছয় কিলোমিটার ও একই সড়কের ব্যাংকটাউন থেকে গেন্ডা পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে। এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার থেকে নবীনগর পর্যন্ত চার কিলোমিটার উভয়লেনে ও একই মহাসড়কের কবিরপুর থেকে জিরানি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে যানবাহনে ধীরগতি লক্ষ্য করা গেছে। 

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূইয়া খবরের কাগজকে বলেন, ‘মঙ্গলবার শিল্পাঞ্চলের অনেক কারখানাতে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বুধবার প্রায় ৬০ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। অবশিষ্ট কারখানা বৃহস্পতিবার ছুটি হয়ে যাবে। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ বলেন, ‘শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করায় সাভারে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ বেশ কিছু জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও যানজট নেই।’

ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) গোলাম সারোয়ার খবরের কাগজকে বলেন, ‘ঈদযাত্রায় সাভারের সড়কে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা নেই, পরিস্থিতি ভালো আছে। তবে সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কোথাও যানজট নেই ৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সড়কে কাজ করছি।’

ইমতিয়াজ উল ইসলাম/সুমন/

মেট্রোরেলে পশুর চামড়া-মাংস বহন করা যাবে না

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
মেট্রোরেলে পশুর চামড়া-মাংস বহন করা যাবে না
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না এবং অন্য যে সব বিধিনিষেধ আগে থেকেই রয়েছে, সেগুলোও বহাল থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) মঙ্গলবার ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মানুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে, তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ। সূত্র: বাসস

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পরদিন ৮ জুন রবিবার সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে (হেডওয়ে অনুযায়ী)। পরবর্তী দিন, অর্থাৎ ৯ জুন সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

সুমন/

ঢাকার খাল উদ্ধারে ৯০০ কোটি টাকার প্রকল্পের অগ্রগতি সামান্য

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
ঢাকার খাল উদ্ধারে ৯০০ কোটি টাকার প্রকল্পের অগ্রগতি সামান্য
ছবি: সংগৃহীত

ঢাকার কালুনগর, জিরানি, মাণ্ডা, শ্যামপুর খাল উদ্ধারে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন প্রায় ৯০০ কোটি টাকার প্রকল্প নিলেও তার অগ্রগতি খুব সামান্য। নগর পরিকল্পনাবিদদের এক সভায় জানানো হয়েছে, কামরাঙ্গীরচরে আদি বুড়িগঙ্গা চ্যানেল আবার ভরাট হয়ে যাওয়ায় সরকারের ৩০ কোটি টাকা গচ্চা যাচ্ছে। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) ‘আগাম বর্ষায় নগর এলাকায় জলাবদ্ধতা: আইপিডির পর্যবেক্ষণ’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। এতে দেশের নানা প্রান্ত থেকে নগর অঞ্চল পরিকল্পনাবিদরা যোগ দেন। 

অনুষ্ঠানের মূল প্রবন্ধে আইপিডি পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঢাকা শহরেও খাল উদ্ধারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বিপরীতে আদি বুড়িগঙ্গা চ্যানেল আবার ভরাট হয়ে যাওয়ায় প্রকল্পের ৩০ কোটি টাকা জলে গেছে। কালুনগর, জিরানি, মাণ্ডা, শ্যামপুর খাল নিয়ে প্রায় ৯০০ কোটি টাকার পরিকল্পনার অগ্রগতি খুবই সামান্য।’

জলাশয় দখলের মহোৎসব এখনো অব্যাহত রয়েছে।

অধ্যাপক আদিল বলেন, ‘পরিকল্পনা ও আইনকানুনকে তোয়াক্কা না করে নিচু এলাকা ও জলাভূমিতে পরিকল্পনাহীন ও স্বেচ্ছাচারী আবাসনের কারণে বিভিন্ন এলাকার পানি নামতে পারছে না। জুলাই গণ-অভ্যুত্থানের পর খাল-জলাশয় দখলের কারণে কাউকে কারাগারে যেতে হয়নি। পরিবেশগত হত্যার মতো বিষয়কে যেন দায়মুক্তি দেওয়া হয়েছে। খাল দখলদাররা এখন আরও প্রবল প্রতাপে অনেক জায়গায় ভিন্ন চরিত্রে ফিরে এসেছে।’

সম্প্রতি অতিবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণ হিসেবে তিনি অকার্যকর স্থানীয় সরকার ব্যবস্থাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘মেয়র-কাউন্সিলরের অনুপস্থিতির কারণেও অনেক নগর এলাকায় বর্ষার সঠিক প্রস্তুতির অভাব ছিল। অনেক নগরীতেই নিম্নবিত্ত, প্রান্তিক ও নগরের প্রান্তসীমায় বাস করা নাগরিকরা জলাবদ্ধতায় পর্যুদস্ত হয়েছেন। জলাবদ্ধতার ক্ষেত্রেও নিম্ন আয়ের লোকরা বৈষম্যের শিকার হচ্ছেন, আছে এলাকাভিত্তিক বৈষম্যও। নগরীর জলাবদ্ধতা কমাতে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।’

আইপিডির অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক, জুরাইনের পরিবেশ ও সামাজিক আন্দোলনের নেতা মিজানুর রহমান মিজান, পরিবেশ বিশেষজ্ঞ আসিফ ইকবাল, ময়মনসিংহের পরিকল্পনাবিদ ফাহিম আহম্মেদ মণ্ডল, বরিশালের পরিকল্পনাবিদ আব্দুল আহাদ নাফিস, রংপুরের পরিকল্পনাবিদ মো. রেদওয়ানুর রহমান ভার্চুয়াল সেমিনারে যুক্ত ছিলেন।

নগর এলাকায় জলাবদ্ধতা কমাতে আইপিডি বেশ কয়েকটি সুপারিশ করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- পানিপ্রবাহের পথ নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন রাখা, উন্মুক্ত পদ্ধতিতে খালের ব্যবহার, নগর এলাকায় সবুজ এলাকা ২৫ শতাংশ ও জলাশয়-জলাধার এলাকা ১০-১৫ শতাংশ এবং কনক্রিট এলাকা সর্বোচ্চ ৫০ শতাংশ রাখা। জিআইএস-ওয়াটার মডেলিংসহ আধুনিক ড্রেনেজ ও নগর পরিকল্পনার সমন্বয়ের পরামর্শ এসেছে এ সভা থেকে।