ঢাকা ২৭ আষাঢ় ১৪৩২, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
English
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য হতে পারে জাপান: প্রেস সচিব

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৮:১৮ পিএম
আপডেট: ০১ জুন ২০২৫, ০৮:২৮ পিএম
জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য হতে পারে জাপান: প্রেস সচিব
ব্রিফিং করছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: খবরের কাগজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরকে অত্যন্ত সফল আখ্যা দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এ সফরের কারণে জাপান থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে আশাবাদী তিনি।

রবিবার (১ মে) বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাপান সফরটি অত্যন্ত সফল । এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হয়েছে।’

ব্রিফিংয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বড় বড় জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগে আসবেন।’

জাপানে দেশীয় জনশক্তি রপ্তানি সম্পর্কে প্রেস সচিব বলেন, ‘এ সফরে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। এ লক্ষ্যে একটি টাস্কফোর্স এরমধ্যেই গঠন করা হয়েছে। সমন্বিত উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ জাপানে আরও জনশক্তি পাঠাতে পারবে।’

শফিকুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে আগামী পাঁচ বছরে এক লাখ জনশক্তি পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাপান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জনশক্তি রপ্তানি গন্তব্য হবে।’

গেল বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপান দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজ করার উদ্দেশ্যে এ দুটি সমঝোতা হয়।

ওই অনুষ্ঠানে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরেন। একই দিন প্রধান উপদেষ্টা ‘৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’তে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন।

অধ্যাপক ইউনূস নিক্কেই ফোরামের পাশাপাশি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থনের আহ্বান জানান।

শুক্রবার সোকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। সূত্র: ইউএনবি

সুমন/

রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীন-কানাডার

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি চীন-কানাডার
ছবি: সংগৃহীত

চীন ও কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, তারা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর পৃথক বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং অগ্রাধিকার খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে।

ওয়াং ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগে বেইজিংয়ের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং মেডিকেল ট্যুরিজম ও পানি ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি জানান, ‘সাম্প্রতিক চীন বিনিয়োগ সম্মেলনের ধারাবাহিকতায় বেইজিং বাংলাদেশের পরিকল্পনা, বস্ত্র, জ্বালানি ও হালকা প্রকৌশল খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী।’

পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এখন অত্যন্ত জরুরি।’

তিনি এ সংকটে চীনের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। এ ছাড়া জাতিসংঘসহ আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

পরে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বৈচিত্র্যকরণ ও বাংলাদেশ-কানাডা অংশীদারিত্বকে আরও টেকসই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আনন্দ বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ে মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং এ সংকটে অটোয়ার দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা তৌহিদ হোসেন শুক্রবার (১১ জুলাই) অনুষ্ঠেয় ৩২তম এআরএফ মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। সূত্র:বাসস

সুমন/

নিষিদ্ধ পলিথিন বন্ধে যৌথ বাহিনীর অভিযান শিগগিরই: সৈয়দা রিজওয়ানা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম
নিষিদ্ধ পলিথিন বন্ধে যৌথ বাহিনীর অভিযান শিগগিরই: সৈয়দা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘বারবার সতর্ক করার পরও যারা নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ চালিয়ে যাচ্ছে, তাদের এখন থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ পলিথিন বন্ধে যৌথ বাহিনীকে নিয়ে অচিরেই কঠোর অভিযান শুরু হবে।’

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন রিজওয়ানা হাসান। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সভায় নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ ও বাণিজ্যিক পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার এবং সাধারণ জনগণের সমন্বয়ে একটি নিরবচ্ছিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেশে ৬ মাসে সংখ্যালঘুদের ওপর ২৫৮ সহিংসতার ঘটনা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম
দেশে ৬ মাসে সংখ্যালঘুদের ওপর ২৫৮ সহিংসতার ঘটনা
ছবি: খবরের কাগজ

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে ২৫৮টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ তথ্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংখ্যালঘু নাগরিক হত্যার ঘটনা ঘটেছে ২৭টি। নারী নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটেছে ২০টি। উপাসনালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৫৯টি; কথিত ধর্মঅবমাননার অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ২১টি; বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ২৭টি; বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা ১২টি, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক পদত্যাগের ৪টি ঘটনা এ সময়ে ঘটেছে। এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর হামলা ও নির্যাতনের ১২টি ঘটনা, ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা, অপহরণের ১৬টি ঘটনা ঘটেছে। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও। উপস্থিত ছিলেন অন্যতম সভাপতি প্রফেসর ড. নিম চন্দ্র ভৌমিক, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, জে এল ভৌমিক, রঞ্জন কর্মকার, সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস। 

তারা হতাশা প্রকাশ করে বলেন, ‘সরকারের পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কিত ঘটনাগুলো কোনো গুরুত্ব না দিয়ে ঐক্য পরিষদের উত্থাপিত রিপোর্ট মিথ্যা, অতিরঞ্জিত ও বানোয়াট বলে অস্বীকার করার কৌশল নেওয়া হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের সাম্প্রদায়িক সহিংস ঘটনা শুধু ফৌজদারী অপরাধই নয়, এটি মানবতার বিরুদ্ধেও অপরাধ এবং তা এখনো চলমান।’ 

ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ একেবারেই লক্ষণীয় নয়। এ পরিস্থিতি একদিকে সন্ত্রাসীদের এ ধরনের ঘৃণ্য কাজ করতে উৎসাহিত করছে, অপরদিকে নির্যাতনের শিকার ব্যক্তিদের মানবাধিকার পাওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’

রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অংশীদারত্বের বিষয়টি গুরুত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা। 

তারা বলেন, ‘এর মধ্য দিয়ে সংখ্যালঘুদের ওপর চলমান বৈষম্য ও নিপীড়নকে চ্যালেঞ্জ না করে তা টিকিয়ে রাখার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়েছে।’ 

জয়ন্ত/রিফাত/

দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম
দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
বাংলাদেশ মহিলা পরিষদ

দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং নারীদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, নারীরা নিজ ঘরে ও পরিবারে থেকেও আজ নিরাপদ নয়, যা দেশের সামগ্রিক নারী নিরাপত্তা পরিস্থিতির অবনতিকে স্পষ্ট করছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে মহিলা পরিষদ জানায়, সাম্প্রতিক সময়ে দেশের চারটি জেলার নৃশংস ঘটনা নারীর প্রতি সহিংসতার চিত্রকে আরও মর্মান্তিকভাবে তুলে ধরেছে।

বিবৃতিতে বলা হয়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মীমণ্ডপ গ্রামে গৃহবধূ এবং তার শ্বশুরকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ভোলা সদর এলাকায় আরেক ঘটনায় দুই সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে গৃহবধূকে ধর্ষণ করে প্রতিবেশী এক যুবক ও তার সহযোগীরা।

কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূকে তার দেবর দেড় বছরের সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গাইবান্ধার সাদুল্লাপুরে ধর্ষণ মামলার বাদীকে মামলা তুলে না নেওয়ায় মারধর করে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

মহিলা পরিষদ বলেছে, এই ঘটনাগুলো প্রমাণ করে যে, সমাজে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও কঠোর নজরদারি প্রয়োজন।

সংগঠনটি অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে নির্যাতিতদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের উচিত এসব ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং দেশের নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

তিথি/সুমন/

পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: ইসি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৭:৩৬ পিএম
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: ইসি
ছবি: সংগৃহীত

নির্বাচনে অনলাইনভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতিতে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে একথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘ডিপিপির মাধ্যমে এজন্য একটি আলাদা প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৪৮ কোটি টাকা।’

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।