
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হচ্ছে সোমবার (২ জুন)। রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আজ (সোমবার) বিকেলের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৮টি দল সংলাপে অংশ নেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করবেন।
জাতীয় ঐকমত্য কমিশন ও প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানায়, আজ সংলাপে ২৮টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, সোমবার (আজ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করবেন।
তিনি বলেন, ‘সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্যে দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে বলে আশা করছি। ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপ হবে। আজ ছাড়াও ঈদের আগে-পরে আরও ২-১টি সংলাপ অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন সূত্র জানায়, গত ১০ মে পার্বত্য চট্টগ্রামভিত্তিক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পার্টির (ইউপিডিএফ) সঙ্গে সংলাপ মুলতবি করে জাতীয় ঐকমত্য কমিশন। দলটির সঙ্গে সংলাপ করায় কমিশনের সমালোচনা করেন অনেকেই। দ্বিতীয় ধাপের সংলাপে ইউপিডিএফকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানা গেছে।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য পোষণ হয়নি, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। সোমবার প্রধান উপদেষ্টা দ্বিতীয় দফার সংলাপ উদ্বোধন করবেন। তার উদ্বোধনী বক্তব্যের পরে প্রথম দিনের সেশন শেষ হবে। পরের দিন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। ঈদের আগে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ না হলে ঈদের পরও হতে পারে।