ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

জবির অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:৪০ পিএম
জবির অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন
জবির অধ্যাপক আনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যাচেষ্টার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করা হয়েছে। 

সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আনোয়ারা বেগমের আইনজীবী ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জামিনের আবেদনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত এই অধ্যাপক একজন নারী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা করেছেন। তার বয়স ৭০ ও অসুস্থ। ফৌজদারি আইনের বিধানমতে তিনি জামিন পাইতে পারেন। 

শুনানিতে রাষ্ট্রপক্ষ ওই আবেদনের বিরোধিতা করলেও বিচারক ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 

আদালত সূত্র জানায়, অনির্ধারিত তারিখে পুট আপ (বিশেষ বিবেচনায়) দিয়ে জামিন আবেদন করা হয়েছে। 

রাজধানীর সূত্রাপুর থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার (২৯ মে) তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এর আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়। 

মামলার বিবরণে জানা যায়, গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রায়সাহেব বাজারের কাছে স্টার হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারী ও ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে গুলি চালানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্রত্যক্ষ প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটানো হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে। 

চিকিৎসা শেষে সুজন মোল্লা বাদী হয়ে চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি সূত্রাপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে এ মামলা করেন।

প্রসঙ্গত, আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

তাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে রবিবার (১ জুন) বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।


এম এ জলিল উজ্জ্বল/মাহফুজ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি নিতে নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি নিতে নির্দেশ প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। 

তিনি আরও জানান, নির্বাচনে ১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ রাখা যায় কি না, সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন যতদ্রুত সম্ভব আয়োজনের তাগিদ দিয়ে আসছে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল।

এমন দাবির প্রেক্ষিতে ড. ইউনূস বরাবরই বলে এসেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। সেই বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে, এমন বক্তব্য আসে। তারপর থেকেই দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

 

 

সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রেস উইং

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম
সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রেস উইং
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৯ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত আছেন।

এর আগে, সংবাদ সম্মেলন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সালমান/

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইসি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইসি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের (ইসি)। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় সংসদ ভবন এলাকায় জাতীয় ঐকমত্য কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে আশু করণীয় বিষয়গুলো বাস্তবায়নের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে তারা মতবিনিময় করেন।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ যোগ দেন। 

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এলিস/

আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
ছবি: খবরের কাগজ

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ। বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে কানাডার হাইকমিশনারের সঙ্গে দেশটির পলিটিক্যাল কাউন্সিলর মারকাস ডেভিস এবং কাউন্সিলর ও হেড অব কো-অপারেশন স্টিফেন উইভার উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ, জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা এবং জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতির বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কানাডার আগ্রহকে স্বাগত জানান।

আলোচনায় কানাডাযর প্রতিনিধিদল কমিশনের উদ্দেশ্যের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং জাতীয় ঐক্য বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি, ভবিষ্যতেও কানাডা সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এলিস/মাহফুজ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (৯ জুলাই) নৌবাহিনী প্রধান এনসিটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌবাহিনীর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার নৌবাহিনী প্রধান চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি এনসিটি-২ জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইস পয়েন্টে কন্টেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়াও নৌবাহিনী প্রধান এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা, সদস্য ও বন্দরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের এমডিসহ অন্য সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ৭ জুলাই চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কাছে বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণের ফলে বন্দরের কর্মকাণ্ডে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। সঠিকভাবে বন্দর পরিচালনার মাধ্যমে দ্রুত পণ্য ওঠানামা ও পরিবহন নিশ্চিত করা হলে দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়া গতিশীল হবে যা দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখবে। 

আলমগীর হোসেন/সুমন/