ঢাকা ১ শ্রাবণ ১৪৩২, বুধবার, ১৬ জুলাই ২০২৫
English

সক্ষমতা বাড়ানো হবে ডিএমপি ও র‌্যাবের আইন-শৃঙ্খলায় বাজেট ৩১০৩৯ কোটি টাকা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:৫৪ এএম
আইন-শৃঙ্খলায় বাজেট ৩১০৩৯ কোটি টাকা
খবরের কাগজ গ্রাফিকস

২০২৫-২৬ অর্থবছরে আইন-শৃঙ্খলা বাহিনী তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগের (জননিরাপত্তা ও সুরক্ষা সেবা) জন্য প্রস্তাবিত বাজেটে ৩১ হাজার ৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই দুটি বিভাগের জন্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৬০ কোটি টাকা, যার মধ্যে জননিরাপত্তায় ১ হাজার ২২৪ কোটি টাকা ও সুরক্ষা সেবায় ১ হাজার ৩৩৬ কোটি টাকা। 

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর অর্থ বিভাগ থেকে প্রকাশিত ‘পরিচালন ও উন্নয়ন’ সংক্রান্ত বাজেট থেকে এই তথ্য জানা যায়। তবে নতুন এই বাজেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ও র‌্যাবের অভিযানের সক্ষমতা বাড়ানো ও বিভিন্ন সরঞ্জাম কেনাসহ বিভিন্ন খাতের উন্নয়নের বিষয়ও তুলে ধরা হয়েছে। তবে গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও উন্নয়ন বাজেটে সেভাবে বরাদ্দ উল্লেখ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এবারে ২০২৫-২৬ অর্থবছরে জননিরাপত্তা বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে ২৭ হাজার ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার অধীনে পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড, র‌্যাবসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ৭৭৭ কোটি টাকা এবং উন্নয়নে ১ হাজার ২২৪ কোটি টাকা। এছাড়া সুরক্ষা সেবা বিভাগের জন্য ৪ হাজার ৩৮ কোটি টাকা বরাদ্দের জন্য বলা হয়েছে, যার অধীনে রয়েছে কারাগার, পাসপোর্ট অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠান। এর মধ্যে পরিচালন ব্যয় ২ হাজার ৭০২ কোটি টাকা এবং উন্নয়নে ১ হাজার ৩৩৬ কোটি টাকা ধরা হয়েছে।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ৩১ হাজার ১২ কোটি টাকা। বিদায়ী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় নতুন অর্থবছরের (২০২৫-২৬) বরাদ্দ বাড়ানো হয়েছে মাত্র ২৭ কোটি টাকা বেশি। তবে বিদায়ী অর্থবছরে সংশোধিত বা অনুমোদিত বাজেটের আকার দাঁড়িয়েছিল ২৯ হাজার ৩৩০ কোটি টাকা।  

এবারের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগের অধীনে যেসবখাতে ব্যয় করা হবে সেগুলো হচ্ছে- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনা, বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ, ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ: এনহান্সিং ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল ডিজিটাল ইনভেস্টিগেশন ক্যাপাবিলিটি অব বাংলাদেশ পুলিশ’, দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ, ‘প্রিভেনশন অ্যান্ড রেসপন্স টু জেন্ডার বেজড্ ভায়লেন্স এগেইনস্ট ওম্যান অ্যান্ড গার্লস’, র‍্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ, র‍্যাবের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, র‍্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সীমান্ত এলাকায় ৭৩টি আধুনিক/কম্পোজিট বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ, বিজিবির নতুন নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়ান অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ, বিজিবির নতুন গাজীপুর ব্যাটালিয়ানের (৬৩ বিজিবি) অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ, বাংলদেশ কোস্টগার্ডের জন্য লজিস্টিকস ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা, কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ শীর্ষক প্রকল্প এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রাগার (১ম পর্যায়ে ৪০টি) নির্মাণ (১ম সংশোধিত) করা হবে।

এছাড়া, সুরক্ষা সেবা বিভাগের অধীনে যেসব ব্যয় ধরা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্প, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ প্রকল্প, নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্প, জামালপুর জেলা কারাগার পুনঃনির্মাণ প্রকল্প, ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ (ফেইজ-২)।

আলমগীর হোসেন/

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম
গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক-পুলিশসহ অনেকেই আহত হয়েছেন।

নিহতরা হলেন- জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে যুবদলকর্মী দীপ্ত সাহা (২৫), শহরের থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮)।

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ মো. নাবিল এ তথ্য নিশ্চিত করে জানান, তারা সবাই গুলিবিদ্ধ ছিলেন।

এর আগে, আজ দুপুর আড়াইটার দিকে সমাবেশ থেকে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। 

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়তে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।

সংঘর্ষের ঘটনায় বিকেলে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। 

বাদল/সালমান/

গোপালগঞ্জে কারফিউ জারি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
গোপালগঞ্জে কারফিউ জারি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘটিত সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এর আগে, বিকেলে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।

এনসিপির সমাবেশস্থল এবং পরে পদযাত্রা ও গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। 

এদিন বিকেল ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়েন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা।

সালমান/

ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, হাসপাতালে ৩২১

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম
ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, হাসপাতালে ৩২১
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের একজনের বয়স ১৯ বছর। আরেকজনের বয়স ৬৫ বছর। একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১০, চট্টগ্রামে ৩১, ঢাকা বিভাগে ৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭, খুলনায় ২৭, ময়মনসিংহে ১০, রাজশাহীতে ৫৭, রংপুরে ২ ও সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮৮ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৪ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৯০৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সাওন/সালমান/

৪৮তম বিসিএস পরীক্ষার্থীদের তিন নির্দেশনা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
৪৮তম বিসিএস পরীক্ষার্থীদের তিন নির্দেশনা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৪৮তম বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হওয়াসহ তিনটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

বুধবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনাগুলো হলো: 

১. সকাল ৮ থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের শুধুমাত্র প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টায় হলের মূল গেট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। 

২. পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যাবেন। 

৩ হাজার চিকিৎসক নিয়োগের জন্য আগামী ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

কবির/সালমান/

বাহ্যিক কোনো চাপে নয়, বিভ্রান্তি দূর করতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
বাহ্যিক কোনো চাপে নয়, বিভ্রান্তি দূর করতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: খবরের কাগজ

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বাহ্যিক চাপে নয়, জনমনে বিভ্রান্তি দূর করতে যথাযথ মনে করে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ওয়েবসাইটে নৌকা সরানো হলেও বিধামালায় নৌকা থাকবে। অন্য কোনো দল নৌকা পাবেও না। কোনো চাপে নৌকা ওয়েবসাইট থেকে সরানো হয়নি। আওয়ামী লীগ দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। এই বিষয়ে কারোর যাতে করে কোনো বিভ্রান্তি না হয় সেই জন্য নৌকা প্রতীক সরানো হয়েছে। 

এসময় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয় আখতার আহমেদ বলেন, এ পর্যায়ে শাপলা প্রতীক ইসির তফসিলে রাখা হয়নি। তবে পরবর্তীতে কমিশন যদি মনে করে শাপলা প্রতীক দেওয়া যায়, সেক্ষেত্রে এটা তাদের সিদ্ধান্ত। 

এলিস/মাহফুজ