ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত
উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে বাসের সঙ্গে মোটরসাইকেলের দুর্ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে ডিউটিতে যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি বলাকা বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান এসআই কামরুল।

এ ঘটনায় ওই বাস জব্দসহ চালককে আটক করে শাজাহানপুর থানার পুলিশ।

নিহত এই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার নাগরায়।
 
শাজাহানপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল খবরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বলাকা বাসের চালক মো. জামাল আহমেদ টিপুকে আটক করা হয়েছে৷ বাসটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম মর্মান্তিক এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, এসআই কামরুল ইসলাম ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নামার সময় একটি বলাকা পরিবহনের বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। 

সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

শেখ জাহাঙ্গীর/অমিয়/

শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনাসহ আটক ২

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:২৮ এএম
শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনাসহ আটক ২
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণালংকারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)। তারা এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহবশত আটক করা হয়। 

পরে তল্লাশি চালিয়ে হাছানের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। 

আটকদের কাছ থেকে জব্দ করা ৮৯৬ গ্রাম স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।

এপিবিএন জানায়, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২১ ও ২২ ক্যারেট মানের এবং তা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে দেশে আনা হয়। আটক দুজন দীর্ঘদিন বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন এবং রিসিভার হিসেবে কাজ করতেন।

গতকাল বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বেড়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

তিনি জানান, আটক হাছান ও শাহাজানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম
বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত
ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনীর সদর দপ্তরে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই সম্মেলনে বিমানবাহিনীর প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবির কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান।

সাবেক সচিব, বিচারক ও সরকারি কর্মকর্তাদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৩ পিএম
সাবেক সচিব, বিচারক ও সরকারি কর্মকর্তাদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল
খবরের কাগজ গ্রাফিকস

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়) প্রকল্পের আওতায় সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে আদেশ জারি করেছে সরকার।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

আদেশে বলা হয়েছে, ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ)-এর বাড়ি নং-৭১১ (নতুন-৬৩)-তে নির্মাণাধীন ভবনে বরাদ্দ করা এসব ফ্লাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।’

সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. জহুরুল হক (ফ্ল্যাটের আয়তন ৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (ফ্ল্যাটের আয়তন ৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব মো. সিরাজুল হক খান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট) এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুকের (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট) নামে এসব ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এসব ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম
বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় চারা রোপণের মাধ্যমে তিনি ঢাকাসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানে সব সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে, যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং জেসিওসহ অন্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

আলমগীর/সালমান/

বিমান পেল ৫ পদক, আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম
বিমান পেল ৫ পদক, আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দেশের পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক পর্যায়ে এক অনন্য সাফল্য অর্জন করেছে। ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’-এ বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট পাঁচটি পদক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক। 

শেয়ারট্রিপ ও মনিটরের যৌথ আয়োজন ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’-এ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

বিমান যেসব ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সেগুলো হলো, দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় শ্রেষ্ঠত্ব, ইকোনমি ক্লাসে ইনফ্লাইট খাবারের মানে সেরা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইনস ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি। এই অর্জন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা, যাত্রী সন্তুষ্টি এবং ব্র্যান্ড গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়াও ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস’ ক্যাটাগরিতে রৌপ্য পদক এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ব্রোঞ্জ পদক অর্জন করে বিমান। এসব স্বীকৃতি বিমানের সামগ্রিক সেবার মানোন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটির দৃঢ় অঙ্গীকার এবং ক্রমাগত অগ্রগতিকে স্পষ্টভাবে তুলে ধরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশের অ্যাভিয়েশন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে। বিমান কর্তৃপক্ষ আশা করছে, এই সাফল্য ভবিষ্যতে আরও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।