
রাজশাহীতে নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্য অধিকাংশই চিকিৎসক।
সোমবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। শনাক্তের হার ৬০ শতাংশ।
রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘আক্রান্তদের মধ্য সাতজন চিকিৎসক বলে ধারণা করা হচ্ছে। সবাই হালকা উপসর্গে ভুগছেন। তবে শারীরিক দুর্বলতা রয়েছে এবং সুস্থ হতে সময় লাগছে। তাদের উপসর্গের মধ্যে রয়েছে- হালকা জ্বর, সর্দি ও কাশি।’
তিনি বলেন, ‘সম্প্রতি নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে। যদিও অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন না। তবে বয়স্ক ও ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য সংক্রমণ ঝুঁকি রয়েছে।’
৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি।
জানা গেছে, মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা জমা দিয়ে পরীক্ষার সুযোগ রয়েছে। এতে সরকারি ফি ১০০ টাকা নির্ধারিত এবং দুপুরের মধ্যে ফল পাওয়া যাচ্ছে। মাস্ক পরে যাওয়া বাধ্যতামূলক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এনায়েত/পপি/