ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:২৮ এএম
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার দিন (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন অর্থাৎ ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে।


জয়ন্ত/মেহেদী/

ইসির ৮ম কমিশন সভা চলছে

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২:১২ পিএম
ইসির ৮ম কমিশন সভা চলছে
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে ইসির ৮ম কমিশন সভা চলছে। ছবি: খবরের কাগজ

প্রস্তাবিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধনসহ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আইনি সংস্কার নিয়ে ৮ম কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। 

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত আছেন।

আজকের সভায়- গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ এবং বিবিধ বিষয়ে আলোচনা করছেন।

এলিস/পপি/

শাহ আমানতে ১৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:২৮ এএম
শাহ আমানতে ১৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।এর মধ্যে রয়েছে ক্রিম, বিদেশি সিগারেট, মোবাইল ও একটি ল্যাপটপ।

আটক যাত্রীরা হলেন- মো. রিপন, মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম।

এর মধ্যে রিপন ফেনীর সদর উপজেলা এবং মজিবুর ও তাজুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট-০৬১ চট্টগ্রামে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করা হয়। পরে রাত ৯টা ২০ মিনিটে তিনজনের ব্যাগ তল্লাশি করে ১০০ কার্টুন মন্ড ব্র‍্যান্ডের সিগারেট (বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা), দুই হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম (বাজারমূল্য সাড়ে ৭ লাখ টাকা), সাতটি মোবাইল ফোন (বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা) ও একটি ল্যাপটপ (বাজারমূল্য ৬৫ হাজার টাকা) পাওয়া যায়।

তিনি আরও বলেন, এই চোরাচালান জব্দ করায় সরকারের ১৫ লাখ ১৫ হাজার টাকার রাজস্ব আয় হয়েছে। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে তিন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

অমিয়/

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে শুল্কবিষয়ক প্রথম দিনের বৈঠক শেষ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:৫৪ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:৫৬ এএম
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে শুল্কবিষয়ক প্রথম দিনের বৈঠক শেষ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

উভয় পক্ষ আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় আবার বৈঠক শুরু করবেন। 

আগামীকাল শুক্রবারও আলোচনা অনুষ্ঠিত হবে।

লাবনী/অমিয়/

বিজিবির ১০৩তম ব্যাচে শপথ নেবেন ৬৯৪ সৈনিক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১৪ এএম
বিজিবির ১০৩তম ব্যাচে শপথ নেবেন ৬৯৪ সৈনিক
ছবি: খবরের কাগজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০২তম রিক্রুট ব্যাচের সৈনিকদের (নারী-পুরুষ) সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শপথ নেবেন ৬৯৪ সৈনিক।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন করবেন। 

এ সময় বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত থাকার কথা রয়েছে। 

১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ২৬ জানুয়ারি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এ শুরু হয়। দীর্ঘ ২৪ সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন হয়। 

সর্বমোট ৬৯৪ জন রিক্রুটের মধ্যে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।

শেখ জাহাঙ্গীর/অমিয়/

তিন বোর্ডে আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:১৯ এএম
তিন বোর্ডে আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড

চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ায় পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানায়।

বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার্থীদের নিয়মিত নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

কুমিল্লা বোর্ড: প্লাবনে স্থগিত পরীক্ষা
ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলের ফলে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় প্লাবনের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। বোর্ড জানিয়েছে, আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

মাদ্রাসা বোর্ড: সারা দেশে স্থগিত আলিম পরীক্ষা
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের পরীক্ষা সারা দেশে একযোগে একই প্রশ্নে অনুষ্ঠিত হয়। তাই কোনো এলাকায় সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। সে কারণেই সারাদেশেই ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে হয়েছে।’

কারিগরি বোর্ড: ভোকেশনালসহ সব পরীক্ষা বন্ধ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই কারণে আজকের সব পরীক্ষা স্থগিত করেছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর সংবাদমাধ্যমকে জানান, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারাদেশেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

অমিয়/