
১৩৬টি মোবাইল ফোন জব্দসহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গত সোমবার (২ জুন) রাতে রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানে বিভিন্ন মডেলের ছিনতাইকৃত ১৩৬টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. উজ্জল, মো. সোহাগ, মো. সিয়াম, মো. আব্দুল্লাহ আল নোমান ও জাহিদুল ইসলাম।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরীসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করত। এর আগেও যাত্রাবাড়ী এলাকায় গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে ৫০টি মোবাইল ফোনসহ মো. কাউছার নামে একজনকে গ্রেপ্তার করে সিটিটিসি।