
ঈদকে ঘিরে ভিড় বেড়েছে ঢাকা নদীবন্দর সদরঘাটে। ফিরেছে পুরোনো ব্যস্ততা। বেড়েছে যাত্রীদের চাপ। কোলাহলে প্রাণ ফিরে পেয়েছে সদরঘাট টার্মিনাল এলাকা। এদিন বাড়তি ভাড়া যেন না নেওয়া হয়, এ বিষয়ে সদরঘাট এলাকায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৪ জুন) সদরঘাট এলাকার ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বাড়ি ফিরতে টার্মিনালে উপচে পড়া ভিড়। অগ্রীম টিকিট কেটে রেখেছেন অনেকেই। কেউ এসে টিকিটের জন্যে অপেক্ষা করছেন। কেবিনের চাহিদা থাকলেও সব টিকিট আগেই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ সংশ্লিষ্টরা। তবে কেবিনের চেয়ে বেশি ভিড় লঞ্চের ডেকে।
বরিশালগামী যাত্রী আনোয়ার আলী বলেন, আমরা এসে শুনলাম কেবিনের টিকিট শেষ। ডেকেই যাব। বাড়িতো যেতেই হবে।
কর্ণফুলী লঞ্চের স্টাফ তোহা আলম জানায়, আজ থেকে চাপ বেশি হবে। আবহাওয়া ভালো থাকলেই হয় এখন। অগ্রীম টিকিট সব বিক্রি হয়ে গেছে।
জানা যায়, সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন রুটে ৪৪টি লঞ্চ ছেড়ে গেছে। আরও প্রায় ৪০টি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যাবে রাত পর্যন্ত।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাট নৌ টার্মিনালের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন খবরের কাগজকে বলেন, আজকে (বুধবার) বিকেল ৫টার পর থেকেই ভালো ভিড় হয়েছে ঘাটে। এখন পর্যন্ত ৪৪টা লঞ্চ ছেড়ে গেছে। রাতে আরও বেশি ছেড়ে যাবে।
মুজাহিদ বিল্লাহ/মাহফুজ