ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:৪৬ এএম
জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন: ডিএসসিসি প্রশাসক
জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি: খবরের কাগজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, ‘ঈদের দিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে জামাতের আয়োজন অনুপযুক্ত হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও সেবা ব্যবস্থা। যেমন- প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল আয়োজনে ঈদ জামাতের আয়োজন, ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজের ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, অজু, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, পৃথক প্রবেশ ও প্রস্থান গেট, নারী মুসল্লির জন্য পৃথক ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশপথ।’ 

তিনি বলেন, ‘নগরবাসীর কোরবানির পশু কেনাবেচার সুবিধার্থে আটটি জায়গায় অস্থায়ী হাট বসানো হয়েছে। এসব হাটে থাকবে- পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ ও এটিএম বুথ, পশু স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসক ও মেডিকেল টিম। হাট শেষ হওয়ার পরপরই নির্ধারিত সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ 

শাহজাহান বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ডিএসসিসির প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী, ২০৭টি ডাম ট্রাক, ২০০টি মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। আমরা এবার ৩০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি রেখেছি। দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ১ লাখ ৪০ হাজার বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার ও ২২২ গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে। ঈদের জামায়াত, কোরবানি হাট ও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। 

কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। 

নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত স্থানে কোরবানি দিতে এবং বর্জ্য যেখানে সেখানে না ফেলে সহযোগিতা করতে। 

ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ সব বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়ন্ত/পপি/

সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রেস উইং

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম
সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রেস উইং
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৯ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত আছেন।

এর আগে, সংবাদ সম্মেলন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সালমান/

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইসি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে ইসি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের (ইসি)। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় সংসদ ভবন এলাকায় জাতীয় ঐকমত্য কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে আশু করণীয় বিষয়গুলো বাস্তবায়নের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে তারা মতবিনিময় করেন।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ যোগ দেন। 

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এলিস/

আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
ছবি: খবরের কাগজ

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি নিয়ে কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ। বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে কানাডার হাইকমিশনারের সঙ্গে দেশটির পলিটিক্যাল কাউন্সিলর মারকাস ডেভিস এবং কাউন্সিলর ও হেড অব কো-অপারেশন স্টিফেন উইভার উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ, জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা এবং জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতির বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কানাডার আগ্রহকে স্বাগত জানান।

আলোচনায় কানাডাযর প্রতিনিধিদল কমিশনের উদ্দেশ্যের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং জাতীয় ঐক্য বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি, ভবিষ্যতেও কানাডা সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এলিস/মাহফুজ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (৯ জুলাই) নৌবাহিনী প্রধান এনসিটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌবাহিনীর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার নৌবাহিনী প্রধান চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি এনসিটি-২ জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইস পয়েন্টে কন্টেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়াও নৌবাহিনী প্রধান এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা, সদস্য ও বন্দরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের এমডিসহ অন্য সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ৭ জুলাই চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কাছে বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণের ফলে বন্দরের কর্মকাণ্ডে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। সঠিকভাবে বন্দর পরিচালনার মাধ্যমে দ্রুত পণ্য ওঠানামা ও পরিবহন নিশ্চিত করা হলে দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়া গতিশীল হবে যা দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখবে। 

আলমগীর হোসেন/সুমন/

সাংবাদিকতার অধিকার সুরক্ষায় অধ্যাদেশ হচ্ছে: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:২০ পিএম
সাংবাদিকতার অধিকার সুরক্ষায় অধ্যাদেশ হচ্ছে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ

সাংবাদিকতার অধিকার সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে।

বুধবার (৯ জুলাই) বিকেলে সচিবালয়ে একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। 

এর আগে, তথ্য মন্ত্রণালয়ে তথ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। এ সময় সংস্থাটির আন্তর্জাতিক কনসালটেন্ট লিনা ফক্স উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতি সংস্কারে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি গণমাধ্যমবিষয়ক আরও কিছু সংস্কার কার্যক্রম আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে।’

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন।’ 

উপদেষ্টা আরও বলেন, ‘গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি প্রণয়নেও উদ্যোগ নিয়েছে সরকার।’

তপন/সালমান/