ঢাকা ২৪ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
English
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা শুক্রবার

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:০০ পিএম
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা শুক্রবার
সাদ্রা দরবার শরীফ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার (৫ জুন) দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করে থাকি। এ উপলক্ষে কোরবানির পশু ক্রয়-সহ আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ঈদের প্রথম জামাত দরবার শরীফের মাঠে সকাল সাড়ে ৭টায় অনষ্ঠিত হবে। এই জামাতে ঈমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।

এরপর দ্বিতীয় জামাত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী। 

১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের পীর মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।

এ ছাড়াও তার অনুসারী মুসল্লীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন।

যেসব গ্রামে শুক্রবার ঈদুল আজহা উদযাপন করা হবে সেগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।

ফয়েজ/অমিয়/

বিমান পেল ৫ পদক, আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম
বিমান পেল ৫ পদক, আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দেশের পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক পর্যায়ে এক অনন্য সাফল্য অর্জন করেছে। ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’-এ বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট পাঁচটি পদক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক। 

শেয়ারট্রিপ ও মনিটরের যৌথ আয়োজন ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’-এ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

বিমান যেসব ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সেগুলো হলো, দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় শ্রেষ্ঠত্ব, ইকোনমি ক্লাসে ইনফ্লাইট খাবারের মানে সেরা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইনস ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি। এই অর্জন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা, যাত্রী সন্তুষ্টি এবং ব্র্যান্ড গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়াও ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস’ ক্যাটাগরিতে রৌপ্য পদক এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ব্রোঞ্জ পদক অর্জন করে বিমান। এসব স্বীকৃতি বিমানের সামগ্রিক সেবার মানোন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটির দৃঢ় অঙ্গীকার এবং ক্রমাগত অগ্রগতিকে স্পষ্টভাবে তুলে ধরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশের অ্যাভিয়েশন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে। বিমান কর্তৃপক্ষ আশা করছে, এই সাফল্য ভবিষ্যতে আরও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, সিলেট বিভাগে একজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭৭ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ১৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১১ হাজার ৭৮৬ জন। একই সময়ে মারা গেছেন ৫১ জন।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

সালমান/

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
মো. জাহাঙ্গীর কবির

ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৮ আগস্ট ২০২৪ তাকে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন ২০১৩ সালে। তিনি কারা সদর দপ্তরে এআইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে তাকে কারা উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সেখান থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়।

জাহাঙ্গীর কবির ২৪ ডিসেম্বর ১৯৭৬ সালে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীর কবির পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। তার স্ত্রী নাজনীন নাহার। ছেলে রাদ শারার ও রাদ শাহামাত।

জাহাঙ্গীর কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স), এমএসএস (১ম শ্রেণি) সম্পন্ন করেন।

 

৯১, ৯৬ ও ২০০১ এর মতো নিরপেক্ষ নির্বাচন করতে চাই: সিইসি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম
৯১, ৯৬ ও ২০০১ এর মতো নিরপেক্ষ নির্বাচন করতে চাই: সিইসি
ছবি: খবরের কাগজ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, তার কমিশন ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ এর মতো নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের নজির স্থাপন করতে চায়। আর সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সৎভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া তিনি জানান, এখনো সংসদ নির্বাচনের তারিখ তার জানা নেই, তবে ভোটের ২ মাস আগে এ ভোটের তফশিল জানানো হবে। 

সোমবার (৭ জুলাই) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি (আরএফডি) আয়োজিত ফল উৎসব ও সাংবাদিক এক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্য তিন নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, 'আমরা বারবার প্রমাণ করেছি, ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে সুষ্ঠু নির্বাচন দিতে পেরেছিলাম। এবারও পারব ইনশাআল্লাহ। আমাদের প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলব মানুষের শ্রদ্ধা পুনরুদ্ধারের এটাই সময়। ভাবমূর্তি রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এখন এসেছে। ২০১৮ সালের মতো অভিযোগ আর যেন না ওঠে। প্রশাসন, পুলিশ, প্রিসাইডিং অফিসার, সব কর্মকর্তাদের বলব এটা ভাবমূর্তি পুনরুদ্ধারের সময়। প্রমাণ করুন আমরা পারি। বিগত ১৫ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই হয়েছে, এবার সময় এসেছে দায়িত্ব পালনের। এখন আমাদের বার্তা হবে-ভোট দিন, নাগরিক দায়িত্ব পালন করুন। এ দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' 

এ সময় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সিইসি নাসির উদ্দিন বলেন, 'ক্যাপশন যেন বার্তার প্রতিবন্ধক না হয়। দয়া করে আপনারা সংবাদ পরিবেশনের সময় একটু সচেতন থাকবেন। দেখেছি অনেক সময় ভেতরে পজিটিভ রিপোর্ট থাকলেও হেডলাইন বা স্ক্রলে নেগেটিভ বার্তা থাকে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, মন খারাপ হয়। দয়া করে ক্যাপশন এমন দিন, যাতে মানুষ পজিটিভ বার্তা বুঝতে পারে। সাংবাদিকদের দাবি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সাংবাদিকদের সরাসরি অংশগ্রহণে বিভিন্ন ‘ওয়্যারনেস রেইজিং ক্যাম্পেইন’ চালু করবে। আর এ কাজে আমরা সাংবাদিকদের পার্টনার করে কাজ করতে চাই। সচেতনতামূলক প্রচারণায় তাদের যুক্ত করব।'

ভোটের তারিখ প্রসঙ্গে সিইসি বলেন, 'ভোটের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে কমপক্ষে ৩ মাস আগেই সবকিছু জানিয়ে দেওয়া হবে, কোন দিন ভোট, কোন দিন মনোনয়ন, সমস্ত ডিটেইলসহ।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন (জেবেল)। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।  

এলিস/মেহেদী/

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা
ছবি: খবরের কাগজ

মালয়েশিয়া জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫ প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলাটি উপস্থাপন করা হলে বিচারক এজাহার গ্রহণ করে আগামী ১১ আগস্ট প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

গত ৫ জুলাই পুলিশের বিশেষ শাখা এন্টি টেররিজম ইনটেলিজেন্স ইউনিটের (এটিইউ) পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ, পারভেজ মাহমুদ পাবেল, শরীফ উদ্দিন, রহমান মোহাম্মদ হাবিবুর, সালেহ আহমেদ, মো. আব্দুস সহিদ মিয়া, মো. মতিন, ফয়সাল আলম, রায়হান আহমেদ, মো. রাজ, মো. মনসুরুল হক, ইমন মহিদুজ্জামান, আকরাম মো. ওয়াসিম, শেখ সালাম, মোহাম্মদ রাজ মাহমুদ মন্ডল, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাহফুজ, রবিউল হাসান, মোহাম্মদ সোহেল রানা, মো. আফসার ভূইয়া, হোসাইন সাহেদ, মো. আশিকুর বিশ্বাস, মো. শাওন শেখ, ইয়াসিন আলী, মোহাম্মদ পারভেজ মোশারফ, মহিউদ্দিন, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. শাকিল মিয়া, আসাদুজ্জামান হোসাইন এবং মো. সোহাগ রানা।

গত ৪ জুলাই ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই তিনজন হলেন- নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং জাহেদ আহমেদ।

অমিয়/