ঢাকা ২৮ আষাঢ় ১৪৩২, শনিবার, ১২ জুলাই ২০২৫
English

দেশে করোনার সতর্কবার্তা

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৫, ০৫:৪১ পিএম
দেশে করোনার সতর্কবার্তা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

মেহেদী

জঙ্গিবাদে সম্পৃক্ত সন্দেহে বাংলাদেশিদের গ্রেপ্তারে ঢাকার উদ্বেগ

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম
জঙ্গিবাদে সম্পৃক্ত সন্দেহে বাংলাদেশিদের গ্রেপ্তারে ঢাকার উদ্বেগ
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছেন কুয়ালালামপুরে অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার (১১ জুলাই) তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে।’

কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজী মোহাম্মদ বিন হাজী হাসানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যথাযথ তদন্তে সরকার আন্তরিক এবং এই ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চায় ঢাকা।’

বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা সহজতর করতে ঢাকাকে আশ্বস্ত করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির সঙ্গে দেখা করেন। এসময় তারা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি স্নাতকোত্তর সহায়তা নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ মিশন।

পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ২০০৬ সালে এআরএফ’র সদস্য হয়, যা নব্বইয়ের দশকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত একটি ফোরাম। এটি ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির জন্য গঠিত হয়েছিল। সংস্থাটিতে বৃহত্তর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো অন্তর্ভুক্ত।

বর্তমানে, বাংলাদেশ এআরএফ-এর দুটি অগ্রাধিকার ক্ষেত্র, ‘সন্ত্রাসবাদ দমন এবং আন্তঃজাতিক অপরাধ’ এবং ‘দুর্যোগ ত্রাণ’র সহ-সভাপতিত্ব করছে।

এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরবর্তী অধিবেশন ২০২৬ সালে ম্যানিলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে জাতীয় বিবৃতি দেন। এতে তিনি জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার প্রভাব বিবেচনা করে রোহিঙ্গা সংকটের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান সদস্যদের বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টাকে ইতিবাচকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এবং বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: ইউএনবি

সুমন/

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ৪

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম
পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও এলোপাতাড়ি বড় পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) নামের দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনকে র‌্যাব গ্রেপ্তার করলেও তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ডিএমপির তথ্যমতে, গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন পাকা রাস্তায় লাল চাঁদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ ও পূর্বের শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।

ডিএমপি জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা আসিফ

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম
রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা আসিফ
কুমিল্লায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: খবরের কাগজ

রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলে আগামী ৫ আগস্ট সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা আসিফ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে। তারা তাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারো কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী ৫ই অগাস্ট যদি ঘোষণাপত্র দেওয়া যায়, তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।

এর আগে অনুষ্ঠিত আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল, সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ।

এদিন বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় ২০২৪ সালের ১১ জুলাইতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘গণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী।

জহির শান্ত/মাহফুজ

বোমা আতঙ্কে শাহজালাল বিমানবন্দরে বিজি ৩৭৩ ফ্লাইট স্থগিত

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
বোমা আতঙ্কে শাহজালাল বিমানবন্দরে বিজি ৩৭৩ ফ্লাইট স্থগিত
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি ৩৭৩ নিরাপত্তাজনিত আশঙ্কায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ছাড়ার কথা থাকলেও, উড্ডয়নের কিছুক্ষণ আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে বিমানে বোমা থাকার আশঙ্কার কথা জানানো হয়।

ঘটনার সময় ফ্লাইটটি রানওয়ের দিকে ট্যাক্সি করছিল এবং উড়োজাহাজটি চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ.বি.এম. রওশন কবীর জানান, ‘একটি অজানা নম্বর থেকে ফোন করে ফ্লাইটে বোমা থাকার তথ্য দেওয়া হয়। তখন উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সবাইকে বিমানের ভেতর থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।’

তিনি আরও জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বসহকারে নিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি অভিযান চালাচ্ছে।

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ফ্লাইটটি কখন পুনরায় ছাড়বে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি।

তিথি/সুমন/

ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৩৮

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম
ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৩৮
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬০, চট্টগ্রামে ২৮, ঢাকা বিভাগে ১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪, খুলনায় ৩ ও রাজশাহীতে ৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৩ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ১২ হাজার ৭৪৪ জন ছাড়পত্র পেয়েছেন।

এদিকে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সাওন/সালমান/