ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

রাজধানীতে বর্জ্য অপসারণে ২০২৬৭ পরিচ্ছন্নতাকর্মী

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১২:১৪ পিএম
রাজধানীতে বর্জ্য অপসারণে ২০২৬৭ পরিচ্ছন্নতাকর্মী
রাজধানীতে কোরবানির পশুরহাটের বর্জ্য অপসারণ চলছে।ছবি :ইন্দ্রজিৎ কুমার ঘোষ

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এজন্য ২০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণে হটলাইন খোলা থাকবে এবং এজন্য প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।

সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকেল ৩টায় বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন দুই সিটির প্রশাসক।

কোরবানির ঈদে ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে। এসব পশু থেকে কমপক্ষে ৫০ হাজার টন বর্জ্য হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুরহাটসমূহ এবং কোরবানি করা পশুর বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমসহ আনুষঙ্গিক বিষয়াগুলো সরেজমিনে তদারকির লক্ষ্যে ডিএসসিসির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি পরিষদ গঠন করা হয়েছে। ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহণ বিভাগ ও যান্ত্রিক বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ তদারকির দায়িত্বে নিয়োজিত অন্যান্য বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি জানান, কোরবানির বর্জ্য ও সাধারণ বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব ২০৭টি ডাম্পট্রাক, ২০০টি মিনিট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ৯টি পানির গাড়ি, দুটি বুলডোজার, চারটি এক্সেভেটর, তিনটি গাড়িবাহী এয়ার কম্প্রেসার, দুটি ফর্ক লিফ্ট, তিনটি স্কিড লোডারসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা ও টুকরিসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

প্রশাসক জানান, এই সিটির ৩০ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব জনবল ৫ হাজার ৯৫৩ জন, ৭৫টি ওয়ার্ডে নিয়োজিত প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৪ হাজার ৭০০ জন এবং পশুর হাটের জন্য ১ হাজার ৮০০ জন পরিচ্ছন্নতাকর্মীসহ সর্বমোট প্রায় ১০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত থাকবে। পশুর হাটের বর্জ্য ও কোরবানি করা পশুর বর্জ্য অপসারণ এবং রাস্তা ধোয়ার জন্য ২২২ গ্যালন জীবাণুনাশক (স্যাভলন) ও ৪০ টন ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি জানান।

সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে কোরবানিদাতাদের মধ্যে বিনামূল্যে ১ লাখ ৪০ হাজার বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। কোরবানির পশু বর্জ্য অপসারণের তথ্য জানতে ও জানাতে হটলাইন নম্বর চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নম্বরগুলো হলো- ০১৭০৯-৯০০৮৮৮, ০২২২ ৩৩৮ ৬০১৪।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, কুরবানির পশুর বর্জ্য অপসারণে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রতিটি ওয়ার্ডে মাইকিং, প্রতিটি মসজিদের ইমামদের মাধ্যমে নামাজের পরে ও জুমা’র খুতবার সময় কোরবানি পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ে মুসল্লিদের উদ্বুদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে। এসব বর্জ্য দ্রুততার সঙ্গে অপসারণের জন্য সিটি কর্পোরেশনের প্রায় ১০ হাজার কর্মী তিন দিনব্যাপী নিয়োজিত থাকবে।

তিনি জানান, এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্পট্রাক, ৩৮১টি পিকাপ, ২৪টি পে-লোডারসহ অন্যান্য যান-যন্ত্রপাতি সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং, চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে উল্লেখ করে মোহাম্মদ এজাজ জানান, আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা প্লাটফর্ম রেডি রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুটি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিংয়ের জন্য ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।

তিনি জানান, প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে এবং এসটিএস থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে (আমিন বাজার ল্যান্ডফিল) ডাম্প করা হবে।

ডিএনসিসির কর্মকর্তারা জানান, কোরবানির পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ এবং কোরবানির পশুরহাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষ্যে ঈদের আগের দিন থেকে ঈদের পরবর্তী দুই দিন নিরবচ্ছিন্নভাবে বর্জ্য অপসারণের জন্য বর্জ্যবাহী ড্রাম্পট্রাক বা ট্রাক, ভারী যান-যন্ত্রপাতি, পানির গাড়ি, বেসরকারি এবং ভাড়ার পিকআপ নিয়োজিত থাকবে।

কোরবানি পশুর বর্জ্য অপসারণে প্লট-২৩-২৬, সড়ক-৪৬, গুলশান-২, নগর ভবনে অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর : +৮৮০২৫৫০৫২০৮৪, ১৬১০৬। সূত্র: বাসস

অমিয়/

বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম
বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত
ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনীর সদর দপ্তরে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই সম্মেলনে বিমানবাহিনীর প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবির কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান।

সাবেক সচিব, বিচারক ও সরকারি কর্মকর্তাদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৩ পিএম
সাবেক সচিব, বিচারক ও সরকারি কর্মকর্তাদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল
খবরের কাগজ গ্রাফিকস

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়) প্রকল্পের আওতায় সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে আদেশ জারি করেছে সরকার।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

আদেশে বলা হয়েছে, ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ)-এর বাড়ি নং-৭১১ (নতুন-৬৩)-তে নির্মাণাধীন ভবনে বরাদ্দ করা এসব ফ্লাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।’

সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. জহুরুল হক (ফ্ল্যাটের আয়তন ৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (ফ্ল্যাটের আয়তন ৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব মো. সিরাজুল হক খান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট) এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুকের (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট) নামে এসব ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে এসব ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম
বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় চারা রোপণের মাধ্যমে তিনি ঢাকাসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানে সব সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে, যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং জেসিওসহ অন্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

আলমগীর/সালমান/

বিমান পেল ৫ পদক, আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম
বিমান পেল ৫ পদক, আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দেশের পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক পর্যায়ে এক অনন্য সাফল্য অর্জন করেছে। ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’-এ বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট পাঁচটি পদক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক। 

শেয়ারট্রিপ ও মনিটরের যৌথ আয়োজন ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৪’-এ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

বিমান যেসব ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সেগুলো হলো, দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় শ্রেষ্ঠত্ব, ইকোনমি ক্লাসে ইনফ্লাইট খাবারের মানে সেরা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইনস ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি। এই অর্জন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা, যাত্রী সন্তুষ্টি এবং ব্র্যান্ড গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ছাড়াও ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস’ ক্যাটাগরিতে রৌপ্য পদক এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ব্রোঞ্জ পদক অর্জন করে বিমান। এসব স্বীকৃতি বিমানের সামগ্রিক সেবার মানোন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটির দৃঢ় অঙ্গীকার এবং ক্রমাগত অগ্রগতিকে স্পষ্টভাবে তুলে ধরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করবে না, বরং বাংলাদেশের অ্যাভিয়েশন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে। বিমান কর্তৃপক্ষ আশা করছে, এই সাফল্য ভবিষ্যতে আরও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, সিলেট বিভাগে একজন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭৭ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ১৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১১ হাজার ৭৮৬ জন। একই সময়ে মারা গেছেন ৫১ জন।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

সালমান/