ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ: রসিক প্রশাসক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৫:২৭ পিএম
সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ: রসিক প্রশাসক
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম

কোরবানির বর্জ্য অপসারণে ১০ ঘণ্টা সময় বেধে দিয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)।

শনিবার (৭ জুন) সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম একথা জানান।

তিনি বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন তিনটি অঞ্চল ভাগ করে কাজ করছে। প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত জনবল বরাদ্দ দেওয়া হবে।

আজ সন্ধ্যার মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

বিভাগীয় কমিশনার আরও বলেন, আমরা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

অমিয়/

সাংবাদিকতার অধিকার সুরক্ষায় অধ্যাদেশ তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম
সাংবাদিকতার অধিকার সুরক্ষায় অধ্যাদেশ তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ

সাংবাদিকতার অধিকার সুরক্ষা-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে।

বুধবার (৯ জুলাই) বিকেলে সচিবালয়ে একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। 

এর আগে, তথ্য মন্ত্রণালয়ে তথ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। এ সময় সংস্থাটির আন্তর্জাতিক কনসালটেন্ট লিনা ফক্স উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতি সংস্কারে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি গণমাধ্যমবিষয়ক আরও কিছু সংস্কার কার্যক্রম আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে।’

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। সংবাদ প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন।’ 

উপদেষ্টা আরও বলেন, ‘গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি প্রণয়নেও উদ্যোগ নিয়েছে সরকার।’

তপন/সালমান/

 

প্রবাসীদের ভোট নিশ্চিতে ইসিকে সহায়তা করবে ‘দ্য অপজিশন ইন্টারন্যাশনাল’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:১৭ পিএম
প্রবাসীদের ভোট নিশ্চিতে ইসিকে সহায়তা করবে ‘দ্য অপজিশন ইন্টারন্যাশনাল’
ছবি: খবরের কাগজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে কানাডাভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’।

বুধবার (৯ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট, মার্কিন রাজনৈতিক অর্থনীতিবিদ ফরেস্ট কুকসন, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ আরও কয়েকজন। সংস্থাটির প্রতিনিধিরা জানান, এসব উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব ইসির, আর আমাদের কাজ হবে এসব প্রচার ও বার্তা পৌঁছে দিতে ইসিকে সহায়তা করা।

পরে দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট বলেন, ‘পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা রয়েছে। আমরা সিইসির কাছে প্রবাসী ভোটারদের নিবন্ধন নিয়ে সহায়তার করতে চাই। সেজন্য প্রবাসী ভোটারদের জন্য একটি ডিজিটাল আউটরিচ পোর্টাল, সহজ ভাষায় তথ্য সরবরাহ, রেজিস্ট্রেশন সহায়তা, ভোটাধিকার নিশ্চিতকরণ, ভোটগ্রহণ পদ্ধতি এবং দূতাবাগুলোতে তথ্য কেন্দ্র স্থাপন করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনে আমরা আলোচনা করেছি।’

সংস্থাটির পক্ষে ড. শহিদুল আলম বলেন, ‘প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে নতুন বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার। বিশেষ করে যারা গত জুলাইয়ের অভ্যুত্থানে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে প্রতিরোধ দেখিয়েছিল এবং পরে তা আবার চালু করেছিল। তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় ভূমিকা আমরা নিশ্চিত করতে চাই। আমরা এমন একটি মেগাফোন হতে চাই, যার মাধ্যমে প্রবাসীদের কাছে ইসির বার্তা পৌঁছায়। অনেক সময় তথ্য ঘাটতির কারণে তারা প্রক্রিয়ার বাইরে থেকে যান। সেই জায়গায় সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য। সেজন্য এই উদ্যোগকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছি।’ 

এলিস/সুমন/

বাংলাদেশ সার্কের চেতনা ধরে রাখতে ও চালিয়ে যেতে আগ্রহী: প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম
বাংলাদেশ সার্কের চেতনা ধরে রাখতে ও চালিয়ে যেতে আগ্রহী: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি সাক্ষাৎ করেন । ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জিকে জানিয়েছেন, বাংলাদেশ সার্কের চেতনাকে ধরে রাখতে ও চালিয়ে যেতে আগ্রহী।

রাষ্ট্রদূত হামু দর্জি বুধবার (৯ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের কাছে এ কথা উল্লেখ করেন।

এ সময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, তার কার্যকালীন সময়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশ ভুটানকে যে সব অবকাঠামোগত সুবিধা দিয়েছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এখনো উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অধ্যাপক ইউনূসের কাছে পৌঁছে দেন। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের পক্ষ থেকে ভুটানকে বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ভুটান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘দুই দেশের যুবসমাজের একে অপরের দেশ ভ্রমণের মাধ্যমে পারস্পরিক সংস্কৃতি বোঝা ও বন্ধন সুদৃঢ় করা উচিত।’ সূত্র: বাসস

সুমন/

ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪০৬

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম
ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪০৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন।

বুধবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া যুবকের বয়স ২৬ বছর। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৯৮, চট্টগ্রামে ৭৪, ঢাকা বিভাগে ৬৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩, খুলনায় ৩৫, ময়মনসিংহে ৪, রাজশাহীতে ৩১, রংপুরে ৫ ও সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩৯ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২ হাজার ২২৫ জন ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫২ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সাওন/সালমান/ 

সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম
সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ২৩।

বুধবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনার নতুন ভেরিয়েন্টে বিভিন্ন দেশে আক্রান্ত শুরু পর বাংলাদেশেও করোনা শনাক্তের পরীক্ষা দিন দিন বাড়ানো হচ্ছে। চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে হাসপাতালগুলো। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। সেই থেকে চলতি বছরের এই পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের। এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮৩২ এবং নারী ১০ হাজার ৬৯২ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪, শনাক্তের হার ১৩ দশমিক ০৫, সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

আরিফ সাওন/সুমন/