ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের সহধর্মিণী আর নেই

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:০৯ পিএম
মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের সহধর্মিণী আর নেই
ফরিদা খন্দকার

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের (বীর উত্তম) সহধর্মিণী ফরিদা খন্দকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৮ জুন) ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদা খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন বৈমানিকের জীবনসঙ্গিনী হিসেবে ফরিদা খন্দকারের জীবন ছিল নীরব ত্যাগ, সাহস, অদম্য শক্তি ও অফুরন্ত ধৈর্যের এক অনন্য উদাহরণ।

আগামী বুধবার বাদ আসর বিএএফ শাহীন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিএএফ শাহীন কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

অমিয়/

সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম
সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ২৩।

বুধবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনার নতুন ভেরিয়েন্টে বিভিন্ন দেশে আক্রান্ত শুরু পর বাংলাদেশেও করোনা শনাক্তের পরীক্ষা দিন দিন বাড়ানো হচ্ছে। চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে হাসপাতালগুলো। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। সেই থেকে চলতি বছরের এই পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের। এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮৩২ এবং নারী ১০ হাজার ৬৯২ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪, শনাক্তের হার ১৩ দশমিক ০৫, সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

আরিফ সাওন/সুমন/

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম
স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত তারা বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভের সময় তারা ‘এক দফা এক দাবি কাউন্সিল, কাউন্সিল’ বলে স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, গত ১ জুলাই থেকে তারা স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। শুরুতে তারা তাদের প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করেন। এরপর গত জুলাই তারা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে কর্মসূচি পালন করেন। ওইদিন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং লাইন ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তাদের দাবি পূরণের আশ্বাস দেন। তাতে কিছুটা সময় চান। কিন্তু শিক্ষার্থীরা আশ্বাসে বিশ্বাসী নন, তার এক্ষুনি দাবির বাস্তবায়ন দেখতে চান।

আন্দোলনকারীদের মধ্যে আহসান হাবিব বলেন, ‘চিকিৎসকদের যেমন বিএমডিসি আছে। নার্সদের নার্সিং কাউন্সিল আছে। প্রত্যেকেরই স্বতন্ত্র কাউন্সিল আছে। আমাদের স্বতন্ত্র কোনো কাউন্সিল নেই। মন্ত্রণালয়ে থেকে আমাদের বিষয়টি দেখে, সেটি অস্থায়ী। আমরা চাই স্বতন্ত্র কাউন্সিল। জুলাই পরবর্তী যাদের যে বৈষম্য ছিল, সবাই সবার সেই সব দাবি আদায় করে নিয়েছে। আমার চাকরি চাচ্ছি না, কোনো বাড়তি সুযোগ সুবিধা চাচ্ছি না। আমরা শুধু স্বতন্ত্র কাউন্সিল চাচ্ছি। যাতে আমাদের একটি স্বতন্ত্র অথরিটি থাকে। তা নিয়ে গড়িমসি করলে হবে না। আমরা যদি চাকরিতে আলাদা সুবিধা চাইতাম, তাহলে বলতে পারতো যে না ওরা অযৌক্তিক দাবি তুলেছে। আমার কোনো অযৌক্তিক দাবি তুলিনি।’ 

আন্দোলনকারীরা বলেন, ‘তাদের আহামরি কোনো দাবি না যে এটা পূরণ করতে অনেক সময় লাগবে। তাদের দাবি আদায় না হলে তারা ক্লাসে ফিরবেন না। যত দিন যাবে আন্দোলন তত জোরালো হবে।’

আরিফ সাওন/সুমন/

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রম শুরু করতে পারবে ইসি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রম শুরু করতে পারবে ইসি

যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এ বিষয়ে ইসি সরকারের (পররাষ্ট্র মন্ত্রণালয়) অনুমতি পেয়েছে।

তিনি বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। এতে  যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ-আফ্রিকা এবং ওমান- এই পাঁচটি দেশে কার্যক্রম পরিচালনার অনুমোদন মিলেছে।’

বর্তমানে ৯টি দেশে ভোটার কার্যক্রম চলছে। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। জাপানে শুরু হবে ১৫ জুলাই।

সূত্র জানায়, নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসহ (বায়রা) বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে।
এসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তার মধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

এলিস/পপি/

লিবিয়ায় আটক ১৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম
লিবিয়ায় আটক ১৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন
ছবি: সংগৃহীত

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। 

বুধবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তাদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন অভিবাসী আটক ছিলেন। এ ছাড়াও ৫ জন ত্রিপলীতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন। 

এর আগে আইওএম কর্তৃক ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেনগাজীর বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। এ সময় তারা অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। 

দূতাবাসের প্রতিনিধি দল ইতোপূর্বে গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যাচাই-বাছাইয়ের পর তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করেন। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় তাদের বিনা খরচে দেশে ফেরার ব্যবস্থা করেন।

অমিয়/

বাংলাদেশে বিনিয়োগ চ্যালেঞ্জ নিয়ে চীন কাজ করছে: রাষ্ট্রদূত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:১৫ পিএম
বাংলাদেশে বিনিয়োগ চ্যালেঞ্জ নিয়ে চীন কাজ করছে: রাষ্ট্রদূত
ছবি: খবরের কাগজ

বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা বিবেচনায় নিয়েই চীন বিনিয়োগে আগ্রহী হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘বাংলাদেশ-চায়না শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বাংলাদেশে চীনা বিনিয়োগে সহযোগিতা দিতে একটি সেন্টার খোলা হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে চায়না টাউন নেই। এখানে একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে।’

রবিউল/সালমান/