
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের করতে চার দিনের সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
সফরের সময় ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অব ওয়েলসের প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা। প্রতিবছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে দ্য কিংস ফাউন্ডেশন।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।
তারা মনে করছেন, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক আরও দৃঢ় করতে এই সফর সহায়ক হবে। ড. ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।
এর আগে সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শন করেন রাজা তৃতীয় চার্লস। স্থানীয় প্রবাসীদের সঙ্গে আলাপের সময় সেখানে ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গও উঠে আসে।
প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
পপি/