ঢাকা ১ শ্রাবণ ১৪৩২, বুধবার, ১৬ জুলাই ২০২৫
English

আগের সব হাসপাতালে হবে করোনা পরীক্ষা: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:১৬ পিএম
আপডেট: ১২ জুন ২০২৫, ১২:০৩ পিএম
আগের সব হাসপাতালে হবে করোনা পরীক্ষা: স্বাস্থ্য অধিদপ্তর
খবরের কাগজ ইনফোগ্রাফিকস

ভারত ও থাইল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। তবে বাংলাদেশে শনাক্তের হার বাড়েনি, আগের মতোই আছে। এর পরও সংক্রমণের হার বৃদ্ধি প্রতিরোধে দেশের যেসব জায়গায় আগে করোনা পরীক্ষা করা হতো, সেসব জায়গায় আবার পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জনসাধারণের জন্য ১১ দফা নির্দেশনা দেন।

এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল) ১০৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। এর আগের ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, তারও আগের ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. আবু জাফর বলেন, জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে। এ হার এখনো একই রকম আছে। এ হার আশপাশের দেশের তুলনায় কম। তবে এখন পরীক্ষা কম হচ্ছে। সর্দি-কাশি হলে যখন বেশি বেশি মানুষ পরীক্ষা করাতে আসবে, তখন প্রকৃত অবস্থা বোঝা যাবে। তখন পরিস্থিতি বুঝে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে আগে দেশের যেসব জায়গায় করোনা পরীক্ষা করা হতো, এখন আবার সেসব জায়গায় পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এখন রোগী যে সংখ্যা, তাতে ডেডিকেটেড হাসপাতাল জরুরি হয়ে পড়েনি। কারণ আক্রান্তদের বেশির ভাগই বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

সবার জন্য এখন পরীক্ষার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হাসপাতালে এলে ডাক্তাররা যদি মনে করেন তার পরীক্ষা করা লাগবে, তাহলে পরীক্ষা করতে পরামর্শ দেবেন। বৃহস্পতিবার (আজ) দেশের হাসপাতালে কিট পৌঁছে দেওয়া হবে। আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাচ্ছি। তবে কোনো প্যানিক সৃষ্টি করে নয়। মানুষ যেন ভীত হয়ে না যায় যে অবস্থা বুঝি খারাপ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে মানুষকে সচেতন হতে হবে।’

১১ দফা নির্দেশনা বিষয়ে তিনি বলেন, করোনা প্রতিরোধে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, উপস্থিত অনিবার্য হলে সে ক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন। শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষায় মাস্ক ব্যবহার করুন। হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু দ্রুত ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন। সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন, কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন। 

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে নির্দেশনায় তিনি বলেন, জ্বর-কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত রোগীদের বাড়িতে অবস্থান করতে বলবেন। রোগীর নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। রোগীদের সেবাদানকারী ব্যক্তি সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করবেন। প্রয়োজন হলে কাছাকাছি হাসপাতাল, আইইডিসিআর কিংবা স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করুন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে বলে জানান অধ্যাপক ডা. আবু জাফর। তিনি বলেন, করোনাভাইরাস নির্ণয়ে আরটিপিসিআর, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট, ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনার নির্দেশিকা, ওষুধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসা বিশেষায়িত্ব সুবিধাসংবলিত নির্দিষ্ট হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী যেমন মাস্ক, পিপিই, ফেস শিল্ড ইত্যাদি প্রস্তুত রাখা হয়েছে। 

বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে কিট সংগ্রহ করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি কিটের কোনো সমস্যা হবে না। দেশে ২৮ হাজার র‌্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে। ১০ হাজার আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকের (বুধবার) মধ্যে পাব। কালই (বৃহস্পতিবার) কিটসহ যাবতীয় জিনিসপত্র হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়া হবে।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের প্রেক্ষিতে দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আশ্বাস দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ সরকার ইতোমধ্যে মালয়েশিয়ায় চলমান তদন্তে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘আমরা পূর্ণ সহযোগিতা করতে চাই। তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আমি তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছি।’

তিনি আরও জানান, সম্প্রতি একই অভিযোগে আরও দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন এবং এ বিষয়ে আরও অগ্রগতি হতে পারে।

তিনি বলেন, ‘আমরা ইঙ্গিত পেয়েছি, আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন গ্রেপ্তারদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত জানতে মালয়েশিয়া সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

উপদেষ্টা হোসেন বলেন, ‘যদি কেউ জড়িত থাকে, তবে তাকে মালয়েশিয়ার আইনের আওতায় শাস্তি পেতে হবে। এক্ষেত্রে ২ থেকে ৭ বছর পর্যন্ত সাজা হতে পারে। যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে খালাস পাওয়াটাই হবে স্বাভাবিক।’

তিনি আরও জানান, গত সপ্তাহে মালয়েশিয়ার রাজধানীতে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রিপর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি মোহামাদ হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করেন।

ওই বৈঠকে দুপক্ষই তথ্য আদান-প্রদান এবং গ্রেপ্তারদের যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে সম্মত হন।

এ পর্যন্ত মালয়েশিয়া সরকার পাঁচ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। তদন্ত চলমান রয়েছে। সূত্র: বাসস

সুমন/

গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৮ পিএম
গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি-খবরের কাগজ

গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য জায়গায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকালের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। 

ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ এ শিক্ষা বোর্ডের অধীন।

বৃহস্পতিবার সকালে এইচএসসিতে ভূগোল (তত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা আছে। সময়সূচি অনুযায়ী আগামীকাল বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জ জেলায় সেসব বিষয়ের পরীক্ষা নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষার পরিবর্ততি সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে আজ বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 

 

 

দলগুলোকে ঐক্যে আনার নীতিগত দিক পর্যালোচনা করছে ঐকমত্য কমিশন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৭ পিএম
দলগুলোকে ঐক্যে আনার নীতিগত দিক পর্যালোচনা করছে ঐকমত্য কমিশন
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ ও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনসহ রাষ্ট্র সংস্কারের মৌলিক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর করতে সম্ভাব্য প্রস্তাব ও নীতিগত দিক পর্যালোচনা সভা করছে জাতীয় ঐকমত্য কমিশন। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সভার শুরুতে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় গত ১৪ দিন ধরে কমিশনের সঙ্গে ৩০টি রাজনৈতিক দল ও জোটের অনুষ্ঠিত ধারাবাহিক আলোচনার বিভিন্ন দিক ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কমিশনের সদস্যরা বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে কমিশনের সঙ্গে স্বতঃস্ফূর্ত এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। 

একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য, সেগুলো দূর করার সম্ভাব্য প্রস্তাব ও নীতিগত দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এলিস/সুমন/

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভাস্কর হামিদুজ্জামান খান

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম
গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভাস্কর হামিদুজ্জামান খান
ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান। ছবি: সংগৃহীত

দেশের প্রবীণতম ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বন্ধু ও অনুসারীরা জানিয়েছেন, তিনি নিউমোনিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিউ) নেওয়া হয়েছে।

১৯৭০ থেকে ২০১২ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে অধ্যাপনা করেছেন। ফর্ম, বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য সুপরিচিত ভাস্কর হামিদুজ্জামান খান। ১৯৭৬ সালে মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় তিনি নির্মাণ করেন ‘একাত্তর স্মরণে’ ভাস্কর্য। ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ‘স্টেপস’ ভাস্কর্য স্থাপন করেন। এরপর আন্তর্জাতিক পরিসরেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ক্যানভাসে হামিদুজ্জামান খান জলরঙ ও অ্যাক্রেলিকে বিমূর্ত ধারায় ফুটিয়ে তুলেন নিসর্গ ও মানবশরীর।

সিলেট ক্যান্টনমেন্টে ‘হামলা’, বঙ্গভবনে ‘পাখি পরিবার’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘শান্তির পায়রা’- তার উল্লেখযোগ্য ভাস্কর্য। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর ‘হামিদুজ্জামান খান ১৯৬৪-২০১৭’ শিরোনামে তার রেট্রোস্পেকটিভ প্রদর্শনীর আয়োজন করে। অধ্যাপক হামিদুজ্জামান খান ২০০৬ সালে একুশে পদক লাভ করেন। ২০২৩ সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ দিয়েছে।

দেশের বৃহত্তম বিদ্যুৎ শক্তি উৎপাদক প্রতিষ্ঠান সামিট গ্রুপ তার ভাস্কর্য সংগ্রহ দিয়ে বড় এক ভাস্কর্য বাগান নির্মাণ করেছে গাজীপুরের কড্ডায়। পাঁচ দশকেরও অধিক সময়ের কর্মজীবনে তার শিল্পকর্ম বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া ও যুক্তরাষ্ট্রে প্রদর্শিত বা স্থাপিত হয়েছে।

জয়ন্ত সাহা/

নতুন করে ভয়ের রাজত্ব কায়েম করা যাবে না: অন্তর্বর্তী সরকারকে বাম জোটের নেতারা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
নতুন করে ভয়ের রাজত্ব কায়েম করা যাবে না: অন্তর্বর্তী সরকারকে বাম জোটের নেতারা
ছবি: সংগৃহীত

নতুন করে কোনো ভয়ের রাজত্ব তৈরি করা চলবে না বলে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন বাম জোটের নেতারা।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের এক বছরে অন্তর্বর্তী সরকারের নানা ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটেরা। দেশে কোনো কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী ধারার উত্থান হলে জনগণ তা রুখে দেবেও বিশ্বাস বাম নেতাদের।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহিদ আবু সাঈদসহ সব শহিদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভার শুরুতে সিপিবি কার্যালয়ে শহিদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বাম জোট নেতারা এক মিনিট দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করেন। 

সভায় সরকারের উদ্দেশে বাম নেতারা বলেন, ‘কোনোভাবেই জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করা চলবে না। নতুনভাবে কোনো ভয়ের রাজত্ব তৈরি করা চলবে না। যেকোনো কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী ধারার উত্থানকে মোকাবিলা করতে জনগণকে সবসময় প্রস্তুত থাকতে হবে।’

বাম জোট নেতারা বলেন, ‘আমরা জানি দুর্বৃত্তায়িত অর্থনীতির ধারা পরিবর্তন না করতে পারলে, দুর্বৃত্তায়িত রাজনীতি বন্ধ করা যাবে না। মানুষের মুক্তি আসবে না। এজন্য আমরা ব্যবস্থা বদলে কথা বলেছি। গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ গড়াই ছিল গণঅভ্যুত্থানের সাধারণ আকাঙ্ক্ষা। দলীয় ও ব্যক্তি স্বার্থ প্রাধাণ্য না দিয়ে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পথেই আমাদের হাঁটতে হবে। এই কাজ সম্পন্ন করতে বিলম্ব হলে অপশক্তি দেশকে নানা ভাবে অস্থিতিশীল করতে চাইবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দল নিরপেক্ষভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে।’ 

সভায় গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। বাম নেতারা বলেন, ‘সরকারের এ ধরনের দায়িত্বহীন আচরণ আগামী দিনের গণতন্ত্রের পথ চলাকে ব্যহত করতে পারে।’

দেশবাসীকে সতর্ক করে দিয়ে তারা বলেন, ‘কোনোভাবেই যেন পতিত স্বৈরাচার, দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি এবং আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে সজাগ থাকতে হবে।’ 

জয়ন্ত সাহা/সুৃমন/