ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

ঢাকায় ফেরা: রেলে শিডিউল বিপর্যয়, ফাঁকা বাস

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:১৯ এএম
আপডেট: ১২ জুন ২০২৫, ১১:২৫ এএম
ঢাকায় ফেরা: রেলে শিডিউল বিপর্যয়, ফাঁকা বাস
ফাইল ছবি

ঈদুল আজহার ছুটি কাটিয়ে ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর চার আন্তজেলা বাস টার্মিনাল ও ঢাকা রেলওয়ে স্টেশনে এখনো ঢাকায় ফিরে আসা যাত্রীদের ঢল নামেনি। 

বুধবার (১১ জুন) সকালে বিভিন্ন জেলা থেকে যারা বাসে ঢাকায় এসেছেন, তারা স্বস্তির যাত্রার কথা বলেছেন খবরের কাগজকে। তবে রাজশাহীর নন্দনগাছি স্টেশনে রেলপথ অবরোধের ঘটনায় বুধবার উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটে। এতে বিপাকে পড়েন ঢাকামুখী হাজারও যাত্রী। 

ঢাকা রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুসারে, বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৮টি আন্তনগর ট্রেন যাত্রী নিয়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছে। পূর্বাঞ্চল রুটের শিডিউল ঠিক থাকলেও পশ্চিমাঞ্চল রুটের ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ে পড়ে। এতে ভোগান্তি পোহাতে হয় ঈদ শেষে ঢাকায় ফেরা যাত্রীদের। 

ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন খবরের কাগজকে, ‘রাজশাহী থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস দুই ঘণ্টা ১৫ মিনিট দেরিতে বুধবার দুপুর পৌনে ২টায় ঢাকার কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল বেলা ১১টা ৩৫ মিনিটে। পরে দ্রুত যাত্রী নামিয়ে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বনলতা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে আবার ছেড়ে গেছে।

রাজশাহী থেকে সকালে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেসও নির্ধারিত সময়ের পৌনে ২ ঘণ্টা পর ঢাকায় আসে। ট্রেনটি বিকেল আড়াইটায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছাড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে। 

রাজশাহীর মধুমতি এক্সপ্রেসও প্রায় আড়াই ঘণ্টা দেরিতে কমলাপুরে আসে। ট্রেনটি বিকেল ৩টায় রাজশাহীর উদ্দেশে যাত্রার কথা থাকলেও তা ছাড়ে বিকেল ৫টার পরে। 

পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস বিকেল ৪টা ৪৫ মিনিটের স্থলে কমলাপুর ছাড়ে সন্ধ্যা ৬টার পরে। রাত ৯টা ৪৫ মিনিটে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস রাত ১১টার দিকে ছেড়ে যায়। 

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে ঢাকা রেল স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘রাজশাহীর চারঘাটের নন্দনগাছী রেলওয়ে স্টেশনের চারটি আন্তনগর ট্রেনের স্টপেজ (যাত্রাবিরতি) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় লোকজন। তারা প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে বনলতা, মধুমতি, সিল্কসিটি ও সাগরদাঁড়ি ট্রেন আটকা পড়ে। এ কারণেই শিডিউল বিপর্যয় হয়েছে।’

করোনা সংক্রমণের আশঙ্কায় বাংলাদেশ রেলওয়ে ফিরতি পথে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে। তবে ফিরতি যাত্রায় এ নিয়ে কড়াকড়ি দেখা গেল না কোনো ট্রেনে। আন্তনগর, কমিউটার কোনো ট্রেনের যাত্রীদের মুখে মাস্ক দেখা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষও মাস্ক পরতে বা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যাত্রীদের নির্দেশনা দেয়নি। এ নিয়ে রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। 

গতকাল দুপুরে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে দেখা গেছে, ফিরতি যাত্রার বাসে যাত্রী তুলনামূলক কম। বেশ কয়েকটি বাস কাউন্টারে কথা বলে জানা যায়, ঈদের ছুটির এখনো তিন দিন বাকি থাকায় অধিকাংশ মানুষ ফিরেননি ঢাকায়। তারা শনিবার রাত বা রবিবার ভোরে ফিরবেন ঢাকায়। ফিরতি যাত্রায় অনেকে অনলাইনে বাসের টিকিট রিজার্ভ করে রেখেছেন বলে জানান পরিবহন কর্মীরা।

জানতে চাইলে হানিফ পরিবহন, গোল্ডেন লাইনের কাউন্টার ব্যবস্থাপকরা বলেন, সকালের দিকে ঢাকায় ফিরে আসা যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকলেও দুপুর গড়াতে তা কমে আসে। তবে আগামী শুক্রবার সকাল থেকেই সব বাস যাত্রী পূর্ণ করে ঢাকায় ফিরবে। আগামী শনিবার অনেক বেসরকারি অফিস খুলবে। রবিবার থেকে সরকারি অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে চালু হবে। 

সায়েদাবাদে কথা হয় পটুয়াখালী থেকে আসা যাত্রী হাফিজুর রহমানের সঙ্গে।

তিনি বলেন, ‘যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি। খুব সকালে রওনা হয়ে দুপুরের মধ্যে ঢাকায় আসতে পেরেছি, এটা স্বস্তিদায়ক। পথে গাড়ির চাপও তেমন নেই।’

বাংলাদেশ সার্কের চেতনা ধরে রাখতে ও চালিয়ে যেতে আগ্রহী: প্রধান উপদেষ্টা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম
বাংলাদেশ সার্কের চেতনা ধরে রাখতে ও চালিয়ে যেতে আগ্রহী: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি সাক্ষাৎ করেন । ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জিকে জানিয়েছেন, বাংলাদেশ সার্কের চেতনাকে ধরে রাখতে ও চালিয়ে যেতে আগ্রহী।

রাষ্ট্রদূত হামু দর্জি বুধবার (৯ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের কাছে এ কথা উল্লেখ করেন।

এ সময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, তার কার্যকালীন সময়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশ ভুটানকে যে সব অবকাঠামোগত সুবিধা দিয়েছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এখনো উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অধ্যাপক ইউনূসের কাছে পৌঁছে দেন। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের পক্ষ থেকে ভুটানকে বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি ভুটান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘দুই দেশের যুবসমাজের একে অপরের দেশ ভ্রমণের মাধ্যমে পারস্পরিক সংস্কৃতি বোঝা ও বন্ধন সুদৃঢ় করা উচিত।’ সূত্র: বাসস

সুমন/

ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪০৬

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম
ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪০৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক যুবকের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন।

বুধবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া যুবকের বয়স ২৬ বছর। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৯৮, চট্টগ্রামে ৭৪, ঢাকা বিভাগে ৬৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩, খুলনায় ৩৫, ময়মনসিংহে ৪, রাজশাহীতে ৩১, রংপুরে ৫ ও সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩৯ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২ হাজার ২২৫ জন ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৯৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫২ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সাওন/সালমান/ 

সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম
সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ২৩।

বুধবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনার নতুন ভেরিয়েন্টে বিভিন্ন দেশে আক্রান্ত শুরু পর বাংলাদেশেও করোনা শনাক্তের পরীক্ষা দিন দিন বাড়ানো হচ্ছে। চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে হাসপাতালগুলো। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। সেই থেকে চলতি বছরের এই পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের। এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮৩২ এবং নারী ১০ হাজার ৬৯২ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪, শনাক্তের হার ১৩ দশমিক ০৫, সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

আরিফ সাওন/সুমন/

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম
স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত তারা বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভের সময় তারা ‘এক দফা এক দাবি কাউন্সিল, কাউন্সিল’ বলে স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, গত ১ জুলাই থেকে তারা স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। শুরুতে তারা তাদের প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করেন। এরপর গত জুলাই তারা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে কর্মসূচি পালন করেন। ওইদিন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং লাইন ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তাদের দাবি পূরণের আশ্বাস দেন। তাতে কিছুটা সময় চান। কিন্তু শিক্ষার্থীরা আশ্বাসে বিশ্বাসী নন, তার এক্ষুনি দাবির বাস্তবায়ন দেখতে চান।

আন্দোলনকারীদের মধ্যে আহসান হাবিব বলেন, ‘চিকিৎসকদের যেমন বিএমডিসি আছে। নার্সদের নার্সিং কাউন্সিল আছে। প্রত্যেকেরই স্বতন্ত্র কাউন্সিল আছে। আমাদের স্বতন্ত্র কোনো কাউন্সিল নেই। মন্ত্রণালয়ে থেকে আমাদের বিষয়টি দেখে, সেটি অস্থায়ী। আমরা চাই স্বতন্ত্র কাউন্সিল। জুলাই পরবর্তী যাদের যে বৈষম্য ছিল, সবাই সবার সেই সব দাবি আদায় করে নিয়েছে। আমার চাকরি চাচ্ছি না, কোনো বাড়তি সুযোগ সুবিধা চাচ্ছি না। আমরা শুধু স্বতন্ত্র কাউন্সিল চাচ্ছি। যাতে আমাদের একটি স্বতন্ত্র অথরিটি থাকে। তা নিয়ে গড়িমসি করলে হবে না। আমরা যদি চাকরিতে আলাদা সুবিধা চাইতাম, তাহলে বলতে পারতো যে না ওরা অযৌক্তিক দাবি তুলেছে। আমার কোনো অযৌক্তিক দাবি তুলিনি।’ 

আন্দোলনকারীরা বলেন, ‘তাদের আহামরি কোনো দাবি না যে এটা পূরণ করতে অনেক সময় লাগবে। তাদের দাবি আদায় না হলে তারা ক্লাসে ফিরবেন না। যত দিন যাবে আন্দোলন তত জোরালো হবে।’

আরিফ সাওন/সুমন/

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রম শুরু করতে পারবে ইসি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম
যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার কার্যক্রম শুরু করতে পারবে ইসি

যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এ বিষয়ে ইসি সরকারের (পররাষ্ট্র মন্ত্রণালয়) অনুমতি পেয়েছে।

তিনি বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। এতে  যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ-আফ্রিকা এবং ওমান- এই পাঁচটি দেশে কার্যক্রম পরিচালনার অনুমোদন মিলেছে।’

বর্তমানে ৯টি দেশে ভোটার কার্যক্রম চলছে। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। জাপানে শুরু হবে ১৫ জুলাই।

সূত্র জানায়, নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসহ (বায়রা) বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে।
এসব দেশকেই মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তার মধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

এলিস/পপি/