ঢাকা ৩১ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
English
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

যান্ত্রিক ত্রুটিতে শাহজালালে ১৯ ঘণ্টা ফ্লাইট বিলম্ব

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট: ১২ জুন ২০২৫, ০৮:৪১ পিএম
যান্ত্রিক ত্রুটিতে শাহজালালে ১৯ ঘণ্টা ফ্লাইট বিলম্ব
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ১৯ ঘণ্টা বিলম্বে ছেড়েছে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০)।

বুধবার (১১ জুন) রাতে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এটি বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকা ছাড়ে। ফলে দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে ভোগান্তিতে পড়েন ফ্লাইটের যাত্রীরা। এসব যাত্রীর মধ্যে ছিলেন রোগী ও তাদের স্বজন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ খবরের কাগজকে জানান, বিকেল ৫টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটটি উড্ডয়ন করে।

এর আগে ফ্লাইটের যাত্রীরা জানান, ফ্লাইটটি বুধবার (১১ জুন) মধ্যরাত ২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। এ জন্য তারা রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে এসে উপস্থিত হন। এরপর ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটটিতে ওঠার আগে তারা জানতে পারেন যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আপাতত ছাড়ছে না। প্রায় ১৮-১৯ ঘণ্টা ধরে সবাই ফ্লাইটের জন্য অপেক্ষা করেন। চিকিৎসার জন্য তাদের অনেকেই ব্যাংকক যাচ্ছিলেন। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা তাদের মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত করে তোলে বলেও জানান তারা।

জুলাই-কন্যাদের নিয়ে রিকশার‌্যালি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৩:৫৫ এএম
জুলাই-কন্যাদের নিয়ে রিকশার‌্যালি
ছবি: খবরের কাগজ

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো রিকশার‌্যালি। এতে অংশগ্রহণকারীরা গণ-অভ্যুত্থানে নারীদের ইতিহাস রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সোমবার (১৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালির শুরু হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাই-কন্যা’ দিবস উদযাপন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে। 

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেব না। যতবার এ দেশে অন্যায় হবে, অবিচার হবে, ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাই-কন্যরা প্রতিবার ধেয়ে ধেয়ে আসবেন। জুলাই-কন্যারা আমাদের অনুপ্রেরণা। এই জুলাইয়ে তোমরা নতুন বাংলাদেশের সূচনা করেছো।’

উপদেষ্টা বলেন, ‘জুলাই মানে অত্যাচারীর অবসান, জুলাই মানে অন্যায়ের অবসান, জুলাই মানে কন্যাদের, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়ানোর সময়। জুলাই মানে আমি ভয় পাবো না।’

সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই-কন্যা উমামা ফাতেমা, জুলাই শহিদ নাইমা সুলতানার মা, শহিদ নাফিসার বাবা জুলাই আন্দোলনে সহযোদ্ধা ও শহিদদের অনুভূতির কথা তুলে ধরেন। র‌্যালিতে অন্যদের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক সিনিয়র সচিব মমতাজ আহমেদ ও সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

বিচারব্যবস্থা গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে: প্রধান বিচারপতি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম
বিচারব্যবস্থা গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

কার্যকর নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে দেশের বিচারব্যবস্থা গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেন, 'সাম্প্রতিক আইনগত সংস্কারগুলো কেবল আধুনিকায়নের জন্য নয়, বরং ন্যায়বিচারকে সহজপ্রাপ্য করে তোলাই এই সংস্কারের মূল লক্ষ্য।'

সোমবার (১৪ জুলাই) রাজধানীতে ব্র্যাক সেন্টারে বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে ‘যথাসময়ে বিচার নিশ্চিত করতে পারিবারিক আদালতের পদ্ধতিগত জটিলতা নিরসন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিগ্যাল এইড আইনের সংশোধনকে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, 'এর ফলে এখন মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা চালু করা হয়েছে। এটি বিরোধপূর্ণ বিচারপদ্ধতি থেকে সমঝোতার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।'

তিনি বলেন, 'বিচার প্রক্রিয়ায় পদ্ধতিগত অদক্ষতা দূর করতে দেওয়ানি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে মামলা পরিচালনা কার্যক্রমের স্তর কমানো হয়েছে, যা অপ্রয়োজনীয় বিলম্ব ও জটিলতা কমাবে।'

প্রশাসনিক স্বায়ত্তশাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'প্রশাসনিক স্বায়ত্তশাসন ছাড়া কোনো বিচারব্যবস্থা সময়সূচি, জনবল বা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। এ কাঠামোগত স্বাধীনতা বিচার বিভাগের অভ্যন্তরীণ সংস্কার এবং বৃহত্তর শাসনব্যবস্থার সংস্কার রক্ষায় অপরিহার্য।'

আদালতে প্রযুক্তির ব্যবহারের গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, 'ডিজিটাল কার্যতালিকা, মুলতবি পর্যবেক্ষণ এবং এসএমএস-এর মাধ্যমে সমন জারির পাইলট প্রকল্পে ইতিবাচক ফল পাওয়া গেছে এবং এটি এখন পারিবারিক আদালতেও চালু হবে। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত ডিজিটাল তলব এবং একটি বিচারিক সহায়তা ডেস্ক চালুর পরিকল্পনা রয়েছে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি ফারাহ মাহবুব বলেন, 'পারিবারিক আদালতে ন্যায়বিচার মানে জয় বা পরাজয় নয়; এটি মূলত একটি নিরাময় প্রক্রিয়া। আর এই ব্যবস্থার অংশ হিসেবে আমাদের এটিকে আরও সহজপ্রাপ্য, সহানুভূতিশীল ও দ্রুততর করতে হবে।'

তিনি এই কর্মশালাকে একটি ন্যায়সঙ্গত, দক্ষ এবং জনগণকেন্দ্রিক পারিবারিক বিচারব্যবস্থা গঠনে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং সেলপ ও জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনালী রানী উপাধ্যায় এবং সাতক্ষীরার সিনিয়র অ্যাসিস্টেন্ট জাজ মো. তরিকুল ইসলাম।

মাহমুদুল/মেহেদী/

সফলভাবে হজ কার্যক্রম শেষ করল বিমান বাংলাদেশ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম
সফলভাবে হজ কার্যক্রম শেষ করল বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

২০২৫ সালের হজ কার্যক্রম সফলভাবে শেষ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

সোমবার (১৪ জুলাই) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত শুক্রবার (১১ জুলাই) এই বছরের হজ অপারেশনের সফল সমাপ্তি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ ফিরতি ফ্লাইটের চট্টগ্রাম আগমন এবং হাজিদের জমজম পানি বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে এ বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজযাত্রীদের সৌদি আরব থেকে বাংলাদেশে সফলভাবে পরিবহন করতে সরকার নির্ধারিত এয়ারলাইনস হিসেবে বিমান বাংলাদেশ, সৌদিয়া এবং ফ্লাইনাস সম্মিলিতভাবে অংশ নেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অতিরিক্ত হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী সম্পূর্ণ হজ অপারেশনে নিয়োজিত ছিলেন। হজযাত্রীদের পরিবহনের পাশাপাশি তাদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে বিমান বাংলাদেশ। এই বিশাল কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করে দক্ষতা, পেশাদারত্ব ও দায়বদ্ধতার প্রমাণ দিয়েছে বিমান বাংলাদেশ। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতিশ্রুতিবদ্ধ।

তিথি/সালমান/

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। 

সোমবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৪ বছর। আরেকজনের বয়স ৬৫ বছর। একজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এবং একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬, চট্টগ্রামে ৫৪, ঢাকা বিভাগে ৪৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪, খুলনায় ২৭, ময়মনসিংহে ৩, রাজশাহীতে ৩৮ ও রংপুরে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৩ হাজার ৯৬৯ জন ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ২১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সাওন/সালমান/

ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা ও আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের মূলহোতাসহ আটক ৫

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম
ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা ও আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের মূলহোতাসহ আটক ৫
ছবি: সংগৃহীত

ফরিদপুর সেনা ক্যাম্প এবং পুলিশের সমন্বয়ে অভিযানে দেশের অন্যতম বৃহৎ মোবাইল ব্যাংকিং প্রতারণা ও আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের মূলহোতাসহ পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়। প্রায় সাত ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযান সকাল সাড়ে আটটায় মধুখালীর ডোমাইন বাজার এলাকায় সফলভাবে সমাপ্ত হয়।

সেনা ক্যাম্প প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি ফরিদপুর সেনাক্যাম্পে একাধিক অভিযোগ জমা পড়ে যেখানে ভুক্তভোগীরা বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার ভুয়া কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে প্রতারিত হওয়ার কথা জানান। প্রাথমিক তদন্তে দেখা যায়, প্রতারক চক্র গ্রাহকদের অ্যাকাউন্ট, পিন ও ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তাদের অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে অর্থ সরিয়ে নিচ্ছিল। অভিযোগগুলো বিশদভাবে পর্যালোচনা করে ও কমন মোবাইল নম্বরগুলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে ট্রেস করে দেখা যায় যে, প্রতারিত অর্থের উৎস দেশের বিভিন্ন জেলা হলেও এর চূড়ান্ত গন্তব্য মূলত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের একটি নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত।

১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে তিন দিনব্যাপী এই চক্রের প্রযুক্তিগত ব্যবহার, ভৌগোলিক অবস্থান এবং আর্থিক লেনদেন পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বেরিয়ে আসে যে, প্রতারিত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশে সক্রিয় শতাধিক অনলাইন জুয়া ও বেটিং সাইটে প্রবেশ করানো হতো। এই চক্র বিশেষ সফটওয়্যার ও স্ক্রিপ্ট ব্যবহার করে অনৈতিকভাবে 'শতভাগ জয়' নিশ্চিত করে জুয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করত। এর পর ওই প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত অর্থের একটি বড় অংশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের দ্বারা তৈরি ব্যক্তিগত অ্যাকাউন্টে পাচার করা হতো। অবশিষ্ট অর্থ চক্রের সদস্যরা স্থানীয়ভাবে ভাগ করে নিত।

পরে যৌথ বাহিনী পূর্বনির্ধারিত সন্দেহভাজনদের বাড়িতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের মূলহোতা ও উক্ত এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. কামরুল মিয়া (৪০) ও তার চার সহযোগী – অমরেশ বিশ্বাস (৩০), সোহান মালিক (২৪), হাফিজুর রহমান (৪২) ও শেখ শাকিল আহমেদকে (২৬) আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২টি গ্রামীণফোন সিমকার্ড এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকার করেন যে, তারা দেশব্যাপী বিকাশের ভুয়া কল সেন্টার সেজে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতারণা করতেন এবং পরবর্তীতে সেই প্রতারণা থেকে প্রাপ্ত অর্থের শতভাগ তারা অনলাইন জুয়ার পিছনে খরচ করতেন। এর পর সেই অবৈধ অর্থের ৫০ শতাংশ বিদেশে পাচার ও বাকি ৫০ শতাংশ নিজেরা ভাগাভাগি করে নিতেন। নতুন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু রাখার জন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অবৈধ সিম সরবরাহকারী গ্রুপ থেকে বিকাশ ও নগদ পূর্ব-নিবন্ধিত মোবাইল নম্বর সংগ্রহ করতেন বলে জানা গেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, এই প্রতারণা চক্রের বিস্তৃতি কেবল ফরিদপুরেই সীমাবদ্ধ ছিল না, বরং রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহসহ দেশের প্রায় প্রতিটি বিভাগেই তাদের অপতৎপরতা বিদ্যমান ছিল। এটি দেশের মোবাইল ব্যাংকিং ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা ডিজিটাল প্রতারণার ভয়ংকর দৃষ্টান্ত।

আটকদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সাইবার অপরাধ দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এ অভিযানের মাধ্যমে একটি সক্রিয় ও সুসংগঠিত ডিজিটাল প্রতারণা ও অর্থ পাচার চক্রের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।

সেনা সূত্র জানায়, দেশের অর্থনৈতিক নিরাপত্তা, জনগণের ডিজিটাল লেনদেন এবং সমাজের স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী অবৈধ অর্থপাচার, মাদক, প্রতারণা ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

সঞ্জিব/মেহেদী/