
পাঁচ দফা দাবি আদায়ে অনড় রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। ঢামেক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেও সুস্পষ্ট প্রতিশ্রুতি না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ ছাড়া স্বাস্থ্য উপদেষ্টাকে ভগ্নদশা ভবন পরিদর্শনের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
রবিবার (২২ জুন) শিক্ষার্থীদের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে এদিন সকালে চলমান আন্দোলন এবং দাবিগুলোর অগ্রগতি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে ঢামেক প্রশাসন।
সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, বৈঠকে শিক্ষার্থীরা হল ত্যাগের নোটিশের বিষয়ে জানতে চান। জবাবে কলেজ প্রশাসন আবারও হল ত্যাগের নির্দেশ জারি রাখে। তবে শিক্ষার্থীরা নির্দেশ প্রত্যাখ্যান করেন। তারা জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত হলেই অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন।
স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সোমবার (২৩ জুন) দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও তার প্রতিনিধিদের ঢাকা মেডিকেল কলেজে এসে ভগ্নদশা ভবন পরিদর্শন করতে হবে। এ ছাড়া পাঁচ দফা দাবি বাস্তবায়নে একটি সুস্পষ্ট রূপরেখা দিতে হবে।