
মব সৃষ্টি করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (২২ জুন) সাবেক সিইসি নুরুল হুদাকে ‘মব’ করে হেনস্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার ( ২৩ জুন) সচিবালয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তার এই প্রতিক্রিয়ার কথা জানান তিনি।
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পরিবেশ মেলা ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরিবেশ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুন এবং বৃক্ষমেলা চলবে ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উপদেষ্টা বলেন, আগামীকাল ২৫ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক ২০২৪, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ২০২৫ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪ প্রদান করা হবে। একই সঙ্গে সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হবে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবারও বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আয়োজন করা হয়েছে। এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিকদূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এবং বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’।
মেলা উপলক্ষে জেলা-উপজেলা এবং ঢাকা মহানগরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, বিতর্ক, স্লোগান প্রতিযোগিতা, সেমিনার এবং শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হবে। এ ছাড়া বিভাগ, জেলা ও উপজেলায় বৃক্ষমেলা এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে। জনসচেতনতা বাড়াতে মোবাইল এসএমএস প্রচারণা, ব্যানার স্থাপন ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
প্লাস্টিকদূষণ মানুষের খাদ্যচক্রে প্রবেশ করে ক্যানসারসহ নানা দুরারোগ্য রোগের ঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার ১৭টি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেছে। গত বছরের নভেম্বর থেকে চলতি জুন পর্যন্ত ৪৩৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৮১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ৬৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সরকারি ও বেসরকারি প্রকল্পের নামে বরাদ্দ বাতিল করা হয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সামাজিক বনায়নের ২ লাখ ৫০ হাজার উপকারভোগীর মধ্যে ৫০৫ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে। হাতি, শকুন, শাপলাপাতা মাছ, পরিযায়ী পাখি, হাঙর, ডলফিন, ঘড়িয়াল সংরক্ষণ কার্যক্রম চালু আছে। হালনাগাদ করা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বাতিল করা হয়েছে মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক প্রকল্প এবং পূর্বাচল এলাকায় ঘোষণা করা হয়েছে জীববৈচিত্র্য অঞ্চল।
উপদেষ্টা জানান, বায়ু, শব্দ ও নদীদূষণ রোধে ১ হাজার ৬৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার ৪৯৯টি মামলায় ২৫ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৪৮১টি ইটভাটা বন্ধ করা হয়েছে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) বাস্তবায়নে নেওয়া হয়েছে নতুন কর্মপরিকল্পনা।
তপন/অমিয়/