
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ জুন) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে চারজন আহত হয়েছেন বলে জানায় এনসিপি। এই রূপায়ণ ট্রেড সেন্টারেই এনসিপির কেন্দ্রীয় কার্যালয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানান, বিস্ফোরণের ঘটনায় তাদের চারজন নেতা আহত হয়েছেন। তারা হলেন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্যসচিব সুমন হোসেন ও এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট। তবে তারা কী ধরনের আহত হয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বিস্ফোরণের সময় এনসিপির একজন কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন রূপায়ণ টাওয়ারের প্রবেশ গেটের সামনে অবস্থান করছিলেন। আকস্মিক বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ স্থানটি ঘেরাও করে রাখে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একজন পুলিশ সদস্য বিস্ফোরণ স্থানটি আলামত সংগ্রহের জন্য পাহারা দিচ্ছিলেন। তার পাশে বেশ কয়েকজনের জটলা করে বিস্ফোরণের বিষয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন। এ সময় উপস্থিত কয়েকজন বলেন, রাস্তার অপরপ্রান্ত থেকে চলতি পথে কোনো দুর্বৃত্ত ককটেলটি ছুড়ে মারলে রাস্তার ওপরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তাৎক্ষণিক আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। এর কিছুক্ষণ পর উৎসাহী অনেকেই সেখানে ভিড় জমান।