ঢাকা ১ শ্রাবণ ১৪৩২, বুধবার, ১৬ জুলাই ২০২৫
English

রাজনৈতিক বিশ্বাস বাইরে রাখুন, বিশ্ববিদ্যালয়ে নয়: শিক্ষা উপদেষ্টা

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০৮ পিএম
রাজনৈতিক বিশ্বাস বাইরে রাখুন, বিশ্ববিদ্যালয়ে নয়: শিক্ষা উপদেষ্টা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: খবরের কাগজ

রাজনৈতিক বিশ্বাসকে বিশ্ববিদ্যালয়ে নয় বরং বাইরে রাখার পরামর্শ দিয়েছেন  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক বিশ্বাস রাখতে পারি, তবে সেই বিশ্বাস থাকবে ব্যক্তিগত জায়গায়। কেউ যদি রাজনীতি করতে চান, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতির ময়দানে যান। কারণ রাজনীতিতেও যোগ্য লোকের দরকার আছে, সম্মানও আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চত্বরে রাজনীতি আনা যাবে না।’ 

সোমবার (২৩ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ড. চৌধুরী রফিকুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এক সময় ভোটের নামে নিয়োগ হতো। আমরা সেই বাস্তবতা পার করে এসেছি। এখন আমাদের নতুনভাবে ঢেলে সাজাতে হবে। শিক্ষকদেরই নিশ্চিত করতে হবে নিয়মিত ক্লাস ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। যাতায়াত, আবাসন কিংবা ল্যাব সংকট- এসব সমস্যা উপেক্ষা করার সুযোগ নেই।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এই অঞ্চলে এর আগে আমার আসা হয়নি। এই আয়োজনে না এলে হয়তো এই অভিজ্ঞতাটুকুও হতো না। অনেক বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানালেও যাইনি। তবে এখানে রিসার্চ ফেয়ার এবং একাডেমিক এক্সিলেন্সের কথা শুনেই আকৃষ্ট হই। তখনই বুঝি, এটি শুধু ইচ্ছার জায়গা নয়, দায়িত্বের জায়গা।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছি। কোনোদিন ক্লাসে ফাঁকি দিইনি, পরীক্ষার খাতা সময়মতো জমা দিয়েছি। বিদেশে ছুটি নিয়েও ক্লাস মিস করিনি। কারণ, আমি আদর্শ শিক্ষক হতে চেয়েছি।’

শিক্ষার পরিবেশ বিনষ্টের পেছনে রাজনৈতিক সংস্কৃতিকে দায়ী করে রফিকুল আবরার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে যুগের পর যুগ গণরুমে ছাত্ররা থেকেছে। বড় ভাইদের প্যারেডে রাতে ঘুম হয়নি, ক্লাসে এসে ঘুমিয়েছে। শিক্ষকেরা দেখেও কিছু করতে পারেননি। এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে হবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাদে যারা আছে, তারা চান বিশ্ববিদ্যালয় চলুক, ছাত্ররা শিখুক। আমি বিশ্বাস করি, সামনে যারা ক্ষমতায় আসবেন, তারা এই বাস্তবতা বিবেচনায় নেবেন।’

নোবিপ্রবি দিবস উপলক্ষে রিসার্চ ফেয়ার, অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করা হয়। 

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন গোলচত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন অধ্যাপক আবরার। 

পরে তিনি অতিথিদের সঙ্গে বিভিন্ন বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন।

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত একাডেমিক এক্সিলেন্স অনুষ্ঠানে ৭০ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১ জন শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একইসঙ্গে শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

কাউসার/পপি/

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম
গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক-পুলিশসহ অনেকেই আহত হয়েছেন।

নিহতরা হলেন- জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে যুবদলকর্মী দীপ্ত সাহা (২৫), শহরের থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮)।

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ মো. নাবিল এ তথ্য নিশ্চিত করে জানান, তারা সবাই গুলিবিদ্ধ ছিলেন।

এর আগে, আজ দুপুর আড়াইটার দিকে সমাবেশ থেকে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। 

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়তে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।

সংঘর্ষের ঘটনায় বিকেলে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। 

বাদল/সালমান/

গোপালগঞ্জে কারফিউ জারি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
গোপালগঞ্জে কারফিউ জারি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘটিত সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এর আগে, বিকেলে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।

এনসিপির সমাবেশস্থল এবং পরে পদযাত্রা ও গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। 

এদিন বিকেল ৫টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়েন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা।

সালমান/

ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, হাসপাতালে ৩২১

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম
ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, হাসপাতালে ৩২১
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের একজনের বয়স ১৯ বছর। আরেকজনের বয়স ৬৫ বছর। একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১১০, চট্টগ্রামে ৩১, ঢাকা বিভাগে ৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭, খুলনায় ২৭, ময়মনসিংহে ১০, রাজশাহীতে ৫৭, রংপুরে ২ ও সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮৮ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৪ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৯০৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সাওন/সালমান/

৪৮তম বিসিএস পরীক্ষার্থীদের তিন নির্দেশনা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
৪৮তম বিসিএস পরীক্ষার্থীদের তিন নির্দেশনা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৪৮তম বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হওয়াসহ তিনটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

বুধবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনাগুলো হলো: 

১. সকাল ৮ থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের শুধুমাত্র প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে হলে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টায় হলের মূল গেট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। 

২. পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যাবেন। 

৩ হাজার চিকিৎসক নিয়োগের জন্য আগামী ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

কবির/সালমান/

বাহ্যিক কোনো চাপে নয়, বিভ্রান্তি দূর করতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
বাহ্যিক কোনো চাপে নয়, বিভ্রান্তি দূর করতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: খবরের কাগজ

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বাহ্যিক চাপে নয়, জনমনে বিভ্রান্তি দূর করতে যথাযথ মনে করে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানো হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ওয়েবসাইটে নৌকা সরানো হলেও বিধামালায় নৌকা থাকবে। অন্য কোনো দল নৌকা পাবেও না। কোনো চাপে নৌকা ওয়েবসাইট থেকে সরানো হয়নি। আওয়ামী লীগ দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। এই বিষয়ে কারোর যাতে করে কোনো বিভ্রান্তি না হয় সেই জন্য নৌকা প্রতীক সরানো হয়েছে। 

এসময় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয় আখতার আহমেদ বলেন, এ পর্যায়ে শাপলা প্রতীক ইসির তফসিলে রাখা হয়নি। তবে পরবর্তীতে কমিশন যদি মনে করে শাপলা প্রতীক দেওয়া যায়, সেক্ষেত্রে এটা তাদের সিদ্ধান্ত। 

এলিস/মাহফুজ